ETV Bharat / city

লকডাউনই ভিলেন ! খিদিরপুরে জল জমবে এবারও

বর্ষা এসে পড়লেও শেষ করা যায়নি খিদিরপুরের নিকাশি নালার কাজ ৷ ফলে এবারও এলাকায় জল জমার প্রবল সম্ভাবনা ৷ মূলত মাঝেরহাট ব্রিজের কাজের জন্য ও লকডাউনের কারণে এগোলো না কাজ ৷

drainage work stopped in Khidirpur
ফিরহাদ হাকিম ৷
author img

By

Published : Jun 27, 2020, 3:12 AM IST

কলকাতা, 26 জুন: চলতি বর্ষাতেও খিদিরপুরে জল জমার সমস্যা থাকবে ৷ দীর্ঘদিনেরসমস্যাকে মেটানোর জন্য নিকাশি নালার কাজ শুরু করেছিল PWD এই বিষয়ে কলকাতা পৌরনিগমের চেয়ারম্যান ফিরহাদহাকিমের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করে তারা । বস্তুত গতবছরেই খিদিরপুরের নিকাশিনালার কাজ শেষ করার পরিকল্পনা ছিল PWD-র ৷ কিন্তু, মাঝেরহাট ব্রিজ তৈরিরকাজের জন্যই তা বন্ধ হয়ে যায় । দেরিতে রেলের অনুমতি মেলায়, লকডাউন ঘোষণায় ও বর্ষা শুরু হয়ে যাওয়ায়নিকাশির কাজ এবারও শেষ করা যায়নি ।

শুক্রবার ফিরহাদ হাকিমজানান, বাধা হয়ে দাঁড়িয়েছেমাজেরহাট ব্রিজ । ব্রিজ তৈরির জন্য যে লোহার কাঠামো তৈরি হয়েছে তার জন্যই নিকাশিনালার কাজ করা যাচ্ছে না । দেরিতে রেলের অনুমতি মেলায় PWD মাঝপথে থামিয়ে দেয় কাজ ৷এরপর লকডাউন শুরু হয়ে যায় । ইতিমধ্যে বর্ষাও এসে গেছে ৷ ফলে, এখন রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ করা সম্ভবনয় ।

খিদিরপুরে এবারও জল জমতে পারে, বললেন ফিরহাদ হাকিম৷

পরিস্থিতি যা, তাতে এ বছরও বর্ষায় জল জমবেখিদিরপুরে ৷ যদিও অস্থায়ীভাবে বিকল্প পাইপের সাহায্যে জমা জল নিষ্কাশনের ব্যবস্থাকরা যায় কি না তা খতিয়ে দেখছে পৌরনিগম কর্তৃপক্ষ ।

ফিরহাদজানান, নিকাশিরকাজ বন্ধ থাকছে ৷ তেমনি 47 নম্বরওয়ার্ডে 40 কোটিটাকা খরচে যে পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছিল, সেই কাজও বন্ধ হয়েছে লকডাউনে ৷ তবে, সেপ্টেম্বরের মধ্যে পাম্পিং স্টেশনেরকাজ শেষ করা যাবে বলে আশা করা যায় ৷

কলকাতা, 26 জুন: চলতি বর্ষাতেও খিদিরপুরে জল জমার সমস্যা থাকবে ৷ দীর্ঘদিনেরসমস্যাকে মেটানোর জন্য নিকাশি নালার কাজ শুরু করেছিল PWD এই বিষয়ে কলকাতা পৌরনিগমের চেয়ারম্যান ফিরহাদহাকিমের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করে তারা । বস্তুত গতবছরেই খিদিরপুরের নিকাশিনালার কাজ শেষ করার পরিকল্পনা ছিল PWD-র ৷ কিন্তু, মাঝেরহাট ব্রিজ তৈরিরকাজের জন্যই তা বন্ধ হয়ে যায় । দেরিতে রেলের অনুমতি মেলায়, লকডাউন ঘোষণায় ও বর্ষা শুরু হয়ে যাওয়ায়নিকাশির কাজ এবারও শেষ করা যায়নি ।

শুক্রবার ফিরহাদ হাকিমজানান, বাধা হয়ে দাঁড়িয়েছেমাজেরহাট ব্রিজ । ব্রিজ তৈরির জন্য যে লোহার কাঠামো তৈরি হয়েছে তার জন্যই নিকাশিনালার কাজ করা যাচ্ছে না । দেরিতে রেলের অনুমতি মেলায় PWD মাঝপথে থামিয়ে দেয় কাজ ৷এরপর লকডাউন শুরু হয়ে যায় । ইতিমধ্যে বর্ষাও এসে গেছে ৷ ফলে, এখন রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ করা সম্ভবনয় ।

খিদিরপুরে এবারও জল জমতে পারে, বললেন ফিরহাদ হাকিম৷

পরিস্থিতি যা, তাতে এ বছরও বর্ষায় জল জমবেখিদিরপুরে ৷ যদিও অস্থায়ীভাবে বিকল্প পাইপের সাহায্যে জমা জল নিষ্কাশনের ব্যবস্থাকরা যায় কি না তা খতিয়ে দেখছে পৌরনিগম কর্তৃপক্ষ ।

ফিরহাদজানান, নিকাশিরকাজ বন্ধ থাকছে ৷ তেমনি 47 নম্বরওয়ার্ডে 40 কোটিটাকা খরচে যে পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছিল, সেই কাজও বন্ধ হয়েছে লকডাউনে ৷ তবে, সেপ্টেম্বরের মধ্যে পাম্পিং স্টেশনেরকাজ শেষ করা যাবে বলে আশা করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.