কলকাতা, 13 ডিসেম্বর: এবার কলকাতা পৌর নিগমের 16টি বোরো অফিসে স্বাস্থ্য সাথীর কার্ড বিলি চালু করতে বিশেষ কাউন্টার বা শিবির খোলার পরিকল্পনা নিল কলকাতা পৌরনিগম । আগামী 15 ডিসেম্বর পর থেকে কলকাতা পৌরনিগমের প্রতিটি বোরো অফিসেই এই শিবিরগুলি চালু করা হবে । গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দুয়ারে সরকার কর্মসূচিতে যাতে আরও বেশি সংখ্যক মানুষ সুবিধা পেতে পারে তার জন্য স্থায়ী কয়েকটি কেন্দ্র শুরু করতে হবে । সকাল 10 টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই কেন্দ্রগুলিতে সচিত্র প্রমাণপত্র সহ আবেদন করা যাবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শহরের 12টি গুরুত্বপূর্ণ এলাকায় বড় মাপের বিশেষ দুয়ারে সরকারের শিবির আয়োজন করতে চলেছে কলকাতা পৌরনিগম । এই শিবিরগুলির সঙ্গে এবার প্রত্যেকটি বোরো অফিসে এই বিশেষ কেন্দ্রগুলি থেকেও স্বাস্থ্য সাথী কার্ড-সহ অন্যান্য প্রকল্পেরও সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কলকাতা পৌরনিগমের 16টি অফিসে একটি করে কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । সেই সঙ্গে শহরজুড়ে যেমন ধাপে ধাপে দুয়ারে সরকার কর্মসূচি চলছিল তা চলবে ।
17 ডিসেম্বর গড়িয়াহাটের বোরো অফিস থেকে প্রথমে এই কর্মসূচি শুরু হবে । এরপর থেকে অন্যান্য বোরো অফিসগুলিতেও স্থায়ী কাউন্টারগুলির কাজ শুরু হবে । দুয়ারে সরকার কর্মসূচির জন্য প্রত্যেকটি বোরো অফিসে একজন করে বিশেষ আধিকারিককে নিয়োগ করা হচ্ছে । যাঁরা শুধু স্বাস্থ্য সাথী-সহ রাজ্য সরকারের বাকি প্রকল্পগুলির সুবিধা তুলে দেবে সাধারণ মানুষের কাছে ।