ETV Bharat / city

স্বপ্নভঙ্গ, তবুও বাংলার লড়াইকে স্বাগত সম্বরণের - সম্বরণ বন্দ্য়োপাধ্যায়

এল না রণজি ট্রফি। উলটে প্রথমবার ট্রফি জয়ের কৃতিত্ব দেখল সৌরাষ্ট্র ৷ তবে অরুণলালের প্রশিক্ষণাধীন এবং অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা দলের হার না মানা লড়াইয়ের প্রশংসা করলেন শেষ রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্য়োপাধ্যায় ।

ranji final
সম্বরণ বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Mar 13, 2020, 9:25 PM IST

কলকাতা,13 মার্চ : চোয়াল চাপা লড়াইয়ে শেষ রক্ষা হল না। এল না রণজি ট্রফি। উলটে প্রথমবার রণজি ট্রফি জয়ের কৃতিত্ব দেখল সৌরাষ্ট্র। তবে অরুণলালের প্রশিক্ষণাধীন এবং অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা দলের হার না মানা লড়াইয়ের প্রশংসা করলেন শেষ রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্য়োপাধ্যায় । তাঁর মতে এরকম আকর্ষণীয় রণজি ট্রফির ফাইনাল সাম্প্রতিক অতীতে শেষ কবে দেখেছেন মনে করতে পারছেন না। তাই বাংলা দলের পরাজয়ে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছেন তিনি।

1989 সালে শেষবার রণজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। মাঝের 30 বছর শুধুই না পাওয়ার যন্ত্রণা। আশা করা হয়েছিল বাংলার রণজি ট্রফির সংখ্যা বাড়বে। আশায় বুক বেঁধে ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তবে হারলেও বাংলার লড়াকু পারফরমেন্সের প্রশসা করেছেন। পাঁচদিন দুই দলের ব্যাটে-বলের লড়াইয়ে দলের ছেলেদের নাছোড় মনোভাবের হদিশ পেয়েছেন তিনি। বলছেন যে কোনও পরাজয় হতাশার। তবে তার মধ্যেও কিছু ইতিবাচক দিক থাকে। ওপেনার সুদীপ ঘরামিকে ভবিষ্যতের তারকা বলছেন। অনুষ্টুপ মজুমদারের পারফরমেন্স তাঁকে চমৎকৃত করেছে। শাহবাজ আহমেদকে এই মরশুমের আবিষ্কার বলছেন সম্বরণ। রণজি ট্রফি জয়ী দলের সঙ্গে তুলনা চান না। কারণ মাঝের সময়ে ক্রিকেট বদলে গিয়েছে।

পরিবর্তিত ক্রিকেটের হাত ধরে নতুন মরশুমে বাংলা ঘুরে দাঁড়াবে বলে সম্বরণ বন্দ্য়োপাধ্যায়ের বিশ্বাস। তাই হারলেও আশার আলো দেখছেন এক সময়ের রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক।

কলকাতা,13 মার্চ : চোয়াল চাপা লড়াইয়ে শেষ রক্ষা হল না। এল না রণজি ট্রফি। উলটে প্রথমবার রণজি ট্রফি জয়ের কৃতিত্ব দেখল সৌরাষ্ট্র। তবে অরুণলালের প্রশিক্ষণাধীন এবং অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা দলের হার না মানা লড়াইয়ের প্রশংসা করলেন শেষ রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্য়োপাধ্যায় । তাঁর মতে এরকম আকর্ষণীয় রণজি ট্রফির ফাইনাল সাম্প্রতিক অতীতে শেষ কবে দেখেছেন মনে করতে পারছেন না। তাই বাংলা দলের পরাজয়ে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছেন তিনি।

1989 সালে শেষবার রণজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। মাঝের 30 বছর শুধুই না পাওয়ার যন্ত্রণা। আশা করা হয়েছিল বাংলার রণজি ট্রফির সংখ্যা বাড়বে। আশায় বুক বেঁধে ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তবে হারলেও বাংলার লড়াকু পারফরমেন্সের প্রশসা করেছেন। পাঁচদিন দুই দলের ব্যাটে-বলের লড়াইয়ে দলের ছেলেদের নাছোড় মনোভাবের হদিশ পেয়েছেন তিনি। বলছেন যে কোনও পরাজয় হতাশার। তবে তার মধ্যেও কিছু ইতিবাচক দিক থাকে। ওপেনার সুদীপ ঘরামিকে ভবিষ্যতের তারকা বলছেন। অনুষ্টুপ মজুমদারের পারফরমেন্স তাঁকে চমৎকৃত করেছে। শাহবাজ আহমেদকে এই মরশুমের আবিষ্কার বলছেন সম্বরণ। রণজি ট্রফি জয়ী দলের সঙ্গে তুলনা চান না। কারণ মাঝের সময়ে ক্রিকেট বদলে গিয়েছে।

পরিবর্তিত ক্রিকেটের হাত ধরে নতুন মরশুমে বাংলা ঘুরে দাঁড়াবে বলে সম্বরণ বন্দ্য়োপাধ্যায়ের বিশ্বাস। তাই হারলেও আশার আলো দেখছেন এক সময়ের রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.