ETV Bharat / city

অনলাইনে প্রতারণার ফাঁদে ফুয়াদ হালিমের বিবি

গত বছর সেপ্টেম্বর মাসে www.asiantrip.co.in নামে একটি ভ্রমণ সংস্থার ওয়েবসাইটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘোরার জন্য বিপুল ছাড় দেওয়া হচ্ছিল ৷ চিকিৎসক হালিমের বিবির বিষয়টি নজরে আসতে তিনি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন ৷ সংস্থার পক্ষ থেকে তাঁকে 64 হাজার টাকা জমা দিতে বলা হয় ৷ তিনি পাঠিয়েও দেন ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন, সংস্থাটি ভুয়ো ৷

Kolkata police arrest online cheater
উত্তরপ্রদেশ থেকে ধৃত অঙ্কিত কুমার
author img

By

Published : Feb 4, 2020, 11:57 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : ভুয়ো ভ্রমণ সংস্থার ফাঁদে প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা চিকিৎসক ফুয়াদ হালিমের বিবি ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷

এখনকার ব্যস্ত জীবনে অনলাইনে শপিং থেকে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং, সবই নিমেষে হয়ে যায় ৷ আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে বসেছে প্রতারণা চক্রগুলি ৷ এমনই এক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা ডঃ ফুয়াদ হালিমের বিবি ৷ পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বরে www.asiantrip.co.in নামে একটি ভ্রমণ সংস্থার ওয়েবসাইটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘোরার জন্য বিপুল ছাড় দেওয়া হচ্ছিল ৷ ডঃ হালিমের বিবির বিষয়টি নজরে আসতে তিনি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন ৷ সংস্থার পক্ষ থেকে তাকে 64 হাজার টাকা জমা দিতে বলা হয় ৷ তিনি পাঠিয়েও দেন ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন, সংস্থাটি ভুয়ো ৷ এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ওয়েবসাইটের ডোমেন খতিয়ে দেখে ৷ সেখান থেকে একটি নম্বর ও ইমেইল আইডি পাওয়া যায় ৷ নম্বরটির কল ডিটেলস খতিয়ে দেখে এবং তার টাওয়ার লোকেশন চেক করা হয় ৷ টাওয়ার লোকেশন দেখে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের প্রতাপ বিহার থেকে অঙ্কিত কুমার (26) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সুরুজপুর কোর্টে তাকে তোলা হলে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন বিচারক ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : ভুয়ো ভ্রমণ সংস্থার ফাঁদে প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা চিকিৎসক ফুয়াদ হালিমের বিবি ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷

এখনকার ব্যস্ত জীবনে অনলাইনে শপিং থেকে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং, সবই নিমেষে হয়ে যায় ৷ আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে বসেছে প্রতারণা চক্রগুলি ৷ এমনই এক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা ডঃ ফুয়াদ হালিমের বিবি ৷ পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বরে www.asiantrip.co.in নামে একটি ভ্রমণ সংস্থার ওয়েবসাইটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘোরার জন্য বিপুল ছাড় দেওয়া হচ্ছিল ৷ ডঃ হালিমের বিবির বিষয়টি নজরে আসতে তিনি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন ৷ সংস্থার পক্ষ থেকে তাকে 64 হাজার টাকা জমা দিতে বলা হয় ৷ তিনি পাঠিয়েও দেন ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন, সংস্থাটি ভুয়ো ৷ এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ওয়েবসাইটের ডোমেন খতিয়ে দেখে ৷ সেখান থেকে একটি নম্বর ও ইমেইল আইডি পাওয়া যায় ৷ নম্বরটির কল ডিটেলস খতিয়ে দেখে এবং তার টাওয়ার লোকেশন চেক করা হয় ৷ টাওয়ার লোকেশন দেখে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের প্রতাপ বিহার থেকে অঙ্কিত কুমার (26) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সুরুজপুর কোর্টে তাকে তোলা হলে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন বিচারক ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: ইন্টারনেটে ঘটছে অনেক ফেক ওয়েবসাইট। ইন্টারনেটের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা ওই ওয়েবসাইটগুলোকে অনেক সময় সার্চ ইঞ্জিনের উপরের দিকে নিয়ে আসছে। আর তাকে ফাঁদে পড়ছেন বহু মানুষ। খোয়াচ্ছেন টাকা। অনেক সময় বিকিকিনির ওয়েবসাইটে অর্ডার দিয়ে আসছে সস্তার সব জিনিসপত্র, মোবাইলের বদলে সাবান, কখনো বা অন্য কিছু। আবার অনেক ওয়েবসাইট যা খাচ্ছে সস্তায় বিদেশ ভ্রমণের স্বপ্ন। ফাঁদে পা দিচ্ছেন বহু মানুষ। এমনই ফাদে পা দিয়েছেন প্রয়াত ও প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম পুত্রবধূ তথা ফুয়াদ হালিমের স্ত্রী। ঘটনার তদন্তে নামে একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।


Body:www.asiantrip.co.in। একটি ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট। তৈরি করেছিল প্রতারকরা। সেই ওয়েবসাইটে আশ্চর্যজনক ছাড়ে বিলাসবহুল ভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঘোরানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বিষয়টি নজরে পড়ে ওই মহিলার। তিনি যোগাযোগ করেন কর্তৃপক্ষের সঙ্গে। ইমেইলে যোগাযোগের মাধ্যম। প্রতারকরা তাকে জানায় 64 হাজার টাকা ডিপোজিট করতে হবে। সেটি পাঠিয়ে দেন তিনি। সেটা গত বছর সেপ্টেম্বর মাসের ঘটনা। কিছুদিন পরে বুঝতে পারেন তিনি প্রতারণা চক্রের শিকার ।এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দেখতে চাই ইমেইল আইডিটি ভুয়ো।



Conclusion:এরপর খোঁজ নেওয়া হয় ওয়েবসাইটের ডোমেন কার নামে আছে। সেখান থেকে পাওয়া যায় একটি ফোন নাম্বার এবং একটি ইমেইল আইডি। সেই ফোন নাম্বারের কল ডিটেইলস রিপোর্ট থেকে টাওয়ার লোকেশন সবই খতিয়ে দেখে পুলিশ। আর তাতেই আসে সাফল্য। গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের প্রতাপ বিহারের অঙ্কিত কুমারকে। তার বয়স 26 বছর। তাকে উত্তরপ্রদেশের সুরুজপুর কোর্টে তোলা হলে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন বিচারক। পুলিশের সন্দেহ এই ঘটনায় সে একা জড়িত নেই। আছে নির্দিষ্ট একটি সংগঠিত চক্র। অন্যান্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কত মানুষকে তারা এইভাবে প্রতারণার শিকার বানিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.