ETV Bharat / city

Dona on Sourav : শাহী-নৈশভোজের পরদিনই সৌরভের রাজনীতিতে পা-দেওয়া নিয়ে জল্পনা উসকে দিলেন ডোনা - Amit Shah dines at Sourav Ganguly residence yesterday

শুক্রবার বেহালার বাসভবনে শাহী নৈশভোজের পর তাঁর রাজনৈতিক কেরিয়ারে পা দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক (Amit Shah dines at Sourav Ganguly residence yesterday) ৷ অমিত শাহকে উনি দীর্ঘদিন ধরে চেনেন ৷ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছেন, তাই নৈশভোজ নেহাতই সৌজন্য সাক্ষাত ৷ দাবি করেছিলেন সৌরভ ৷

Dona on Sourav
শাহী-নৈশভোজের পরদিনই সৌরভের রাজনীতিতে পা-দেওয়া নিয়ে জল্পনা উসকালেন ডোনা
author img

By

Published : May 7, 2022, 6:34 PM IST

কলকাতা, 7 মে : শুক্রবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নৈশভোজ নিয়ে জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে ৷ তাহলে কি এবার সত্যিই রাজনীতিতে মহারাজ ? যদিও বেহালার বাসভবনে শাহী নৈশভোজের পর তাঁর রাজনৈতিক কেরিয়ারে পা দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক (Amit Shah dines at Sourav Ganguly residence yesterday) ৷ অমিত শাহকে উনি দীর্ঘদিন ধরে চেনেন ৷ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছেন, তাই নৈশভোজ নেহাতই সৌজন্য সাক্ষাত ৷ দাবি করেছিলেন সৌরভ ৷ কিন্তু শাহী সাক্ষাতের পরদিন মহারাজের রাজনীতিতে পা-দেওয়ার জল্পনা উসকে দিলেন খোদ সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly provokes speculations on Sourav Ganguly's entry into politics) ৷

শনিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক সৌরভ ৷ সেখানেই ডোনা গঙ্গোপাধ্যায় জানান, রাজনীতিতে যোগ দিলে ভালই করবেন সৌরভ । মহারাজের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা আগেও শোনা গিয়েছে ডোনার মুখে ৷ স্বভাবতই সৌরভ-জায়ার এদিনের মন্তব্যে জল্পনা আরও বাড়ল বৈকি ৷ গত বছর বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ সেই জল্পনা খানিক ডানা মেললেও বাস্তবের ধারে-কাছে ছিল না। কারণ বিসিসিআই সভাপতি যে এ ব্যাপারে সজাগ, তা বারেবারে বুঝিয়ে দিয়েছেন ৷ সৌরভ যে রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের শাসকদলের সঙ্গে সখ্যতা নষ্ট করতে চান না, তা বারবার প্রমাণিত।

আরও পড়ুন : মহারাজের বাড়িতে শাহী-ডিনার সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিনও হাসপাতাল উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জল্পনার কোনও রাস্তায় হাঁটেননি ৷ বরং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। আসলে সৌরভকে দলে পেতে চায় সব রাজনৈতিক দলই ৷ সরাসরি আহ্বান ছুড়ে না দিলেও তাঁর সঙ্গে সখ্যতা সবার ৷ প্রয়াত জ্যোতি বসু থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সকলেরই পরিকল্পনা বাংলার উজ্বল নক্ষত্রকে নিজেদের দলে সামিল করা। কিন্তু পরিকল্পনা এবং বাস্তবের মেলবন্ধন কীভাবে সম্ভব বা আদৌ সম্ভব কীনা ৷ উত্তর দেবে সময়।

কলকাতা, 7 মে : শুক্রবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নৈশভোজ নিয়ে জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে ৷ তাহলে কি এবার সত্যিই রাজনীতিতে মহারাজ ? যদিও বেহালার বাসভবনে শাহী নৈশভোজের পর তাঁর রাজনৈতিক কেরিয়ারে পা দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক (Amit Shah dines at Sourav Ganguly residence yesterday) ৷ অমিত শাহকে উনি দীর্ঘদিন ধরে চেনেন ৷ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছেন, তাই নৈশভোজ নেহাতই সৌজন্য সাক্ষাত ৷ দাবি করেছিলেন সৌরভ ৷ কিন্তু শাহী সাক্ষাতের পরদিন মহারাজের রাজনীতিতে পা-দেওয়ার জল্পনা উসকে দিলেন খোদ সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly provokes speculations on Sourav Ganguly's entry into politics) ৷

শনিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক সৌরভ ৷ সেখানেই ডোনা গঙ্গোপাধ্যায় জানান, রাজনীতিতে যোগ দিলে ভালই করবেন সৌরভ । মহারাজের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা আগেও শোনা গিয়েছে ডোনার মুখে ৷ স্বভাবতই সৌরভ-জায়ার এদিনের মন্তব্যে জল্পনা আরও বাড়ল বৈকি ৷ গত বছর বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ সেই জল্পনা খানিক ডানা মেললেও বাস্তবের ধারে-কাছে ছিল না। কারণ বিসিসিআই সভাপতি যে এ ব্যাপারে সজাগ, তা বারেবারে বুঝিয়ে দিয়েছেন ৷ সৌরভ যে রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের শাসকদলের সঙ্গে সখ্যতা নষ্ট করতে চান না, তা বারবার প্রমাণিত।

আরও পড়ুন : মহারাজের বাড়িতে শাহী-ডিনার সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিনও হাসপাতাল উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জল্পনার কোনও রাস্তায় হাঁটেননি ৷ বরং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। আসলে সৌরভকে দলে পেতে চায় সব রাজনৈতিক দলই ৷ সরাসরি আহ্বান ছুড়ে না দিলেও তাঁর সঙ্গে সখ্যতা সবার ৷ প্রয়াত জ্যোতি বসু থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সকলেরই পরিকল্পনা বাংলার উজ্বল নক্ষত্রকে নিজেদের দলে সামিল করা। কিন্তু পরিকল্পনা এবং বাস্তবের মেলবন্ধন কীভাবে সম্ভব বা আদৌ সম্ভব কীনা ৷ উত্তর দেবে সময়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.