ETV Bharat / city

Doctors Strike at Medical College : চিকিৎসককে থাপ্পড়, প্রতিবাদে 9 ঘণ্টা কর্মবিরতি মেডিক্যালে

author img

By

Published : Dec 12, 2021, 12:50 PM IST

কলকাতা মেডিকেল কলেজের গর্ভবতী ও মহিলা চিকিৎসা জরুরি কেন্দ্রে রোগীর পরিবারের হাতে আক্রান্ত জুনিয়র চিকিৎসক (Patient family attacted Junior Doctors at Medical College) ৷ প্রতিবাদে প্রায় 9 ঘণ্টা কর্মবিরতি চিকিৎসকদের ৷

Medical College
9 ঘণ্টা কর্মবিরতি মেডিক্যালে

কলকাতা, 12 ডিসেম্বর : ফের কলকাতা মেডিকেল কলেজে হেনস্থার শিকার হলেন জুনিয়র ডাক্তাররা (Patient family attacted Junior Doctors at Medical College) ৷ গর্ভবতী ও মহিলা জরুরি চিকিৎসা কেন্দ্রে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকরা । শনিবার রাত সাড়ে 10টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে 6 মাসের এক গর্ভবতী মহিলাকে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর গর্ভস্থ সন্তানের দু'দিন আগেই মৃত্যু হয়েছে বলে জানান । সেই সময় ইমার্জেন্সি বিভাগে একাধিক রোগী আসায় ওই মহিলাকে বসতে বলা হয় । এরপরই চিকিৎসকদের ওপর চড়াও হয়ে রোগী পরিবার মারধর শুরু করে। মহিলার পরিবারের সদস্যরা এক জুনিয়র চিকিৎসকের গালে থাপ্পড় মারেন । আক্রান্ত চিকিৎসককে রক্ষা করতে এলে আরও দুই চিকিৎসককে হেনস্থা করা হয় । এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা (Doctors Strike at Medical College) । পরিস্থিতি সামলাতে খোদ হাসপাতালের এমএসভিপি এসে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার লিখিত আশ্বাস দেন । সেই আশ্বাস পেয়ে প্রায় 9 ঘণ্টা পর কর্মবিরতি তুলে নেন বিক্ষোভরত চিকিৎসকরা ।

আরও পড়ুন : Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে গতকাল রাতে সবকটি ইমার্জেন্সি বিভাগেই কাজ বন্ধ ছিল । বিক্ষোভের জেরে চিকিৎসা বন্ধ থাকায় রোগী সংখ্যাও বাড়তে থাকে । পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকার খবর পেয়েই হাসপাতালে আসেন এমএসভিপি । জুনিয়র চিকিৎসকদের অভিযোগ শোনার পরে হেনস্থার শিকার হওয়া চিকিৎসকদের নিরাপত্তার লিখিত আশ্বাস দেন তিনি । সেই আশ্বাস মেলায় কর্মবিরতি তুলে নেন জুনিয়র চিকিৎসকরা । তারপরেই রাতে জেনারেল ইমার্জেন্সি বিভাগ, স্ত্রী-রোগ বিভাগ, ইএনটি ও শিশুরোগ বিভাগে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । প্রতিদিন রাতেই কমপক্ষে 25 জন পুলিশ কর্মী জরুরি বিভাগগুলিতে মোতায়েন করা হবে বলেই এমএসভিপির তরফে জানা গিয়েছে ৷

কলকাতা, 12 ডিসেম্বর : ফের কলকাতা মেডিকেল কলেজে হেনস্থার শিকার হলেন জুনিয়র ডাক্তাররা (Patient family attacted Junior Doctors at Medical College) ৷ গর্ভবতী ও মহিলা জরুরি চিকিৎসা কেন্দ্রে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকরা । শনিবার রাত সাড়ে 10টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে 6 মাসের এক গর্ভবতী মহিলাকে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর গর্ভস্থ সন্তানের দু'দিন আগেই মৃত্যু হয়েছে বলে জানান । সেই সময় ইমার্জেন্সি বিভাগে একাধিক রোগী আসায় ওই মহিলাকে বসতে বলা হয় । এরপরই চিকিৎসকদের ওপর চড়াও হয়ে রোগী পরিবার মারধর শুরু করে। মহিলার পরিবারের সদস্যরা এক জুনিয়র চিকিৎসকের গালে থাপ্পড় মারেন । আক্রান্ত চিকিৎসককে রক্ষা করতে এলে আরও দুই চিকিৎসককে হেনস্থা করা হয় । এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা (Doctors Strike at Medical College) । পরিস্থিতি সামলাতে খোদ হাসপাতালের এমএসভিপি এসে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার লিখিত আশ্বাস দেন । সেই আশ্বাস পেয়ে প্রায় 9 ঘণ্টা পর কর্মবিরতি তুলে নেন বিক্ষোভরত চিকিৎসকরা ।

আরও পড়ুন : Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে গতকাল রাতে সবকটি ইমার্জেন্সি বিভাগেই কাজ বন্ধ ছিল । বিক্ষোভের জেরে চিকিৎসা বন্ধ থাকায় রোগী সংখ্যাও বাড়তে থাকে । পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকার খবর পেয়েই হাসপাতালে আসেন এমএসভিপি । জুনিয়র চিকিৎসকদের অভিযোগ শোনার পরে হেনস্থার শিকার হওয়া চিকিৎসকদের নিরাপত্তার লিখিত আশ্বাস দেন তিনি । সেই আশ্বাস মেলায় কর্মবিরতি তুলে নেন জুনিয়র চিকিৎসকরা । তারপরেই রাতে জেনারেল ইমার্জেন্সি বিভাগ, স্ত্রী-রোগ বিভাগ, ইএনটি ও শিশুরোগ বিভাগে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । প্রতিদিন রাতেই কমপক্ষে 25 জন পুলিশ কর্মী জরুরি বিভাগগুলিতে মোতায়েন করা হবে বলেই এমএসভিপির তরফে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.