কলকাতা, 23 ফেব্রুয়ারি : রাজ্যের যে সব কোভিড হাসপাতালে এখন রোগীদের সংখ্যা কম রয়েছে, সেই সব হাসপাতালের চিকিৎসকদের ওই হাসপাতালের কাছাকাছি অন্য হাসপাতালগুলিতে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে ব্যবহারের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দফতর । মঙ্গলবার এক নির্দেশ জারি করে প্রতিটি মেডিক্যাল কলেজের পাশাপাশি প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ।
মঙ্গলবারের এই নির্দেশে এমনই জানানো হয়েছে যে, রাজ্যে এখন কোভিড-19-এর সংক্রমণ কমতে দেখা যাচ্ছে । এই কারণে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সংখ্যাও কমে গিয়েছে । এর ফলে এই সব কোভিড হাসপাতালের চিকিৎসকদের যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না । এই সব চিকিৎসকের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার, সিনিয়র রেসিডেন্ট এবং কন্ট্রাকচুয়াল মেডিক্যাল অফিসার । এই সব চিকিৎসককে যাতে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়, তার জন্য এখন যে সব কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা কম রয়েছে, সেই সব কোভিড হাসপাতালের এই চিকিৎসকদের ওই হাসপাতালের কাছাকাছি অন্য হাসপাতালগুলিতে নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ।
![নন-কোভিড হাসপাতালে পরিষেবা দেবেন কোভিড হাসপাতালের চিকিৎসকরা, নির্দেশ স্বাস্থ্য দফতরের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-doctors-of-covid-hospitals-deployed-for-non-covid-hospitals-order-copy-7203421_23022021195744_2302f_1614090464_1104.jpg)
কোভিড-19-এর অতিমারী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছিল স্বাস্থ্য দফতর । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের কিছু সংখ্যক বেড নিয়ে, ওই সব বেসরকারি হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসাবে স্বাস্থ্য দফতর চিহ্নিত করেছিল । হাসপাতালে ভর্তি করাতে হবে এমন কোভিড-19-এর রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে এর আগে দুই দফায় ওই সব বেসরকারি হাসপাতালের বেড সংখ্যা কমিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর । স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, ওই সব বেডে নন-কোভিড রোগীদের চিকিৎসা করাতে পারবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালগুলি ।
আরও পড়ুন : করোনা আক্রান্ত শোভনদেব চট্টোপাধ্যায় ভর্তি হাসপাতালে
তবে, আবার যদি প্রয়োজন পড়ে তা হলে তিন দিনের নোটিশে ওই সব বেসরকারি হাসপাতালের ছেড়ে দেওয়া কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য ওই বেডগুলিকে নেবে স্বাস্থ্য দফতর । কোভিড-19 এর চিকিৎসার জন্য আবার ওই বেডগুলি ব্যবহার করা হবে ৷ এবার, কোভিড-19 রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসকদের নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দেশ দিল স্বাস্থ্য দফতর ।