ETV Bharat / city

Gangasagar Mela : গঙ্গাসাগর মেলা বাতিলের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

এবছরের মতো গঙ্গাসাগর মেলা বাতিলের দাবিতে রুজু হল জনস্বার্থ মামলা (PIL Demanding Cancelation of Gangasagar Mela) ৷ কলকাতা হাইকোর্টে মামলাটি (Calcutta High Court) রুজু করেছেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক ৷ আগামী 5 জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

doctor file pil in calcutta high court demanding cancelation of gangasagar mela
Gangasagar Mela : গঙ্গাসাগর মেলা বাতিলের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jan 3, 2022, 5:36 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় (Covid surge in West Bengal) গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) এবছরের মতো বাতিল করার দাবিতে রুজু হল জনস্বার্থ মামলা (PIL Demanding Cancelation of Gangasagar Mela) ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাটি রুজু করেছেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক ৷ তাঁর বক্তব্য, এই মুহূর্তে গঙ্গাসাগরে পুণ্যস্নানের অনুমতি দিলে করোনার সংক্রমণ লাগামছাড়া হয়ে যাবে ৷ দেশজুড়ে যখন ওমিক্রন (Omicron Variant) আক্রান্তের সংখ্যা হুড়হুড়িয়ে বাড়ছে, সেই সময় এমন আয়োজন পরস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারী ৷

আরও পড়ুন : Mamata on Gangasagar Mela 2022 : কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কেন্দ্রকে তোপ মমতার

মামলার আবেদনে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন অভিনন্দন ৷ তাঁর আর্জি, অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হোক সংশ্লিষ্ট প্রশাসনকে ৷ পুণ্যার্থীরা যাতে কোনওভাবেই জলে না নামেন, তাও সুনিশ্চিত করা হোক ৷ মামলাকারী জানিয়েছেন, প্রতি বছর গঙ্গাসাগর মেলায় প্রায় 30 লক্ষ মানুষের জমায়েত হয় ৷ এবারও সেই ধারা অব্যাহত থাকলে মেলায় অংশগ্রহণকারীরাই ওমিক্রন তথা করোনার ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠবেন ৷ এতে গোটা রাজ্যের জনস্বাস্থ্য পরিষেবা ও ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে ৷ দুর্ভোগ বাড়তে পারে অন্য়ান্য রাজ্যেরও ৷

আরও পড়ুন : Omicron Risk in Gangasagar Mela : ওমিক্রন সংক্রমণে অনুঘটক হতে পারে গঙ্গাসাগর মেলা, আশঙ্কা বিশেষজ্ঞদের

মামলাকারীর যুক্তি, করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের মানুষের কী ধরনের দুর্গতি হয়েছে, তা তিনি দেখেছেন ৷ তাই একজন চিকিৎসক হিসাবে তিনি কখনই চাইবেন না করোনার আরও একটি ঢেউ রাজ্যবাসীকে বিধ্বস্ত করে দিক ৷ তাঁর মতে, যেকোনও সচেতন মানুষই এটা নিশ্চিত করতে চাইবেন ৷ তাই গোটা বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ আদালত সূত্রে খবর, আগামী 5 জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 3 জানুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় (Covid surge in West Bengal) গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) এবছরের মতো বাতিল করার দাবিতে রুজু হল জনস্বার্থ মামলা (PIL Demanding Cancelation of Gangasagar Mela) ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাটি রুজু করেছেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক ৷ তাঁর বক্তব্য, এই মুহূর্তে গঙ্গাসাগরে পুণ্যস্নানের অনুমতি দিলে করোনার সংক্রমণ লাগামছাড়া হয়ে যাবে ৷ দেশজুড়ে যখন ওমিক্রন (Omicron Variant) আক্রান্তের সংখ্যা হুড়হুড়িয়ে বাড়ছে, সেই সময় এমন আয়োজন পরস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারী ৷

আরও পড়ুন : Mamata on Gangasagar Mela 2022 : কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কেন্দ্রকে তোপ মমতার

মামলার আবেদনে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন অভিনন্দন ৷ তাঁর আর্জি, অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হোক সংশ্লিষ্ট প্রশাসনকে ৷ পুণ্যার্থীরা যাতে কোনওভাবেই জলে না নামেন, তাও সুনিশ্চিত করা হোক ৷ মামলাকারী জানিয়েছেন, প্রতি বছর গঙ্গাসাগর মেলায় প্রায় 30 লক্ষ মানুষের জমায়েত হয় ৷ এবারও সেই ধারা অব্যাহত থাকলে মেলায় অংশগ্রহণকারীরাই ওমিক্রন তথা করোনার ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠবেন ৷ এতে গোটা রাজ্যের জনস্বাস্থ্য পরিষেবা ও ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে ৷ দুর্ভোগ বাড়তে পারে অন্য়ান্য রাজ্যেরও ৷

আরও পড়ুন : Omicron Risk in Gangasagar Mela : ওমিক্রন সংক্রমণে অনুঘটক হতে পারে গঙ্গাসাগর মেলা, আশঙ্কা বিশেষজ্ঞদের

মামলাকারীর যুক্তি, করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের মানুষের কী ধরনের দুর্গতি হয়েছে, তা তিনি দেখেছেন ৷ তাই একজন চিকিৎসক হিসাবে তিনি কখনই চাইবেন না করোনার আরও একটি ঢেউ রাজ্যবাসীকে বিধ্বস্ত করে দিক ৷ তাঁর মতে, যেকোনও সচেতন মানুষই এটা নিশ্চিত করতে চাইবেন ৷ তাই গোটা বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ আদালত সূত্রে খবর, আগামী 5 জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.