ETV Bharat / city

Monkeypox : মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের - Union Health Ministry

ইতিমধ্যেই বিদেশে ছড়িয়েছে এই মাঙ্কিপক্স (Monkeypox) । আতঙ্ক বাড়ছে ভারতেও ৷ মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, জানতেই চাইছেন অনেকেই ৷ সেই নিয়েই পরামর্শ দিলেন চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় (Doctor advice on how to stay well from Monkeypox) ৷

doctor-advice-on-how-to-stay-well-from-monkeypox
Monkeypox : মাঙ্কিপক্স থেকে কিভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের
author img

By

Published : Jun 22, 2022, 7:48 PM IST

কলকাতা, 22 জুন : মাঙ্কিপক্স (Monkeypox) ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক । দেশে সংক্রমণের সংখ্যা শূন্য হলেও বিদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস । ইতিমধ্যেই পরিস্থিতির জেরে জরুরি বৈঠক ডেকেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organisation) ৷

কী এই মাঙ্কিপক্স ? স্মল পক্স, চিকেন পক্সের সঙ্গে কী তফাৎ এই মাঙ্কিপক্সের ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ ৷ এই প্রসঙ্গে চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, "অর্থোপক্স বলে একটা ভাইরাস গ্রুপ আছে । যেখানে স্মল পক্স, কাউ পক্স, ভেরিসেলার পক্স ও মাঙ্কিপক্স এর অন্তর্ভুক্ত । এগুলি ডিএনএ ভাইরাস । স্মল পক্সের ভ্যাকসিন দেওয়ার ফলে এই মাঙ্কিপক্স সেভাবে ছড়ায়নি । তারপর 1980 সাল থেকে যখন স্মল পক্স যখন শেষ হল, তখন থেকে ভ্যাকসিন বন্ধ হয়ে যায় ।’’

তিনি আরও বলেন, ‘‘মূলত মাঙ্কিপক্স ছড়ায় ছুঁচোর মতো এক ধরনের প্রাণীর রোডেক্ট থেকে । এই ধরনের প্রাণী কামড়ালে এই রোগ হতে পারে ।’’

মাঙ্কিপক্স নিয়ে পরামর্শ দিলেন চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায়

ইতিমধ্যেই বিদেশে ছড়িয়েছে এই মাঙ্কিপক্স । সেক্ষেত্রে বিদেশ যাত্রা কতটা নিরাপদ, সেই নিয়েও উঠেছে প্রশ্ন । সেই বিষয়ে ওই চিকিৎসক বলেন, "মানুষের হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে । ফলে সেই বিষয়ে মাস্ক-স্যানিটাইজেশন প্রক্রিয়া মানুষকে মেনে চলতে হবে ।"

ভারতেও ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে সংক্রমণ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও জারি করা হয়েছে সতর্কতা । স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ।

আরও পড়ুন : Mental Health : পাভলভ-কাণ্ডের পর হাসপাতালগুলির মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখতে তৎপর রাজ্য

কলকাতা, 22 জুন : মাঙ্কিপক্স (Monkeypox) ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক । দেশে সংক্রমণের সংখ্যা শূন্য হলেও বিদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস । ইতিমধ্যেই পরিস্থিতির জেরে জরুরি বৈঠক ডেকেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organisation) ৷

কী এই মাঙ্কিপক্স ? স্মল পক্স, চিকেন পক্সের সঙ্গে কী তফাৎ এই মাঙ্কিপক্সের ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ ৷ এই প্রসঙ্গে চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, "অর্থোপক্স বলে একটা ভাইরাস গ্রুপ আছে । যেখানে স্মল পক্স, কাউ পক্স, ভেরিসেলার পক্স ও মাঙ্কিপক্স এর অন্তর্ভুক্ত । এগুলি ডিএনএ ভাইরাস । স্মল পক্সের ভ্যাকসিন দেওয়ার ফলে এই মাঙ্কিপক্স সেভাবে ছড়ায়নি । তারপর 1980 সাল থেকে যখন স্মল পক্স যখন শেষ হল, তখন থেকে ভ্যাকসিন বন্ধ হয়ে যায় ।’’

তিনি আরও বলেন, ‘‘মূলত মাঙ্কিপক্স ছড়ায় ছুঁচোর মতো এক ধরনের প্রাণীর রোডেক্ট থেকে । এই ধরনের প্রাণী কামড়ালে এই রোগ হতে পারে ।’’

মাঙ্কিপক্স নিয়ে পরামর্শ দিলেন চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায়

ইতিমধ্যেই বিদেশে ছড়িয়েছে এই মাঙ্কিপক্স । সেক্ষেত্রে বিদেশ যাত্রা কতটা নিরাপদ, সেই নিয়েও উঠেছে প্রশ্ন । সেই বিষয়ে ওই চিকিৎসক বলেন, "মানুষের হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে । ফলে সেই বিষয়ে মাস্ক-স্যানিটাইজেশন প্রক্রিয়া মানুষকে মেনে চলতে হবে ।"

ভারতেও ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে সংক্রমণ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও জারি করা হয়েছে সতর্কতা । স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ।

আরও পড়ুন : Mental Health : পাভলভ-কাণ্ডের পর হাসপাতালগুলির মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখতে তৎপর রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.