কলকাতা, 8 ডিসেম্বর : আসন্ন কলকাতা পুরনির্বাচন সম্পর্কিত যে কোনও অভিযোগ বা পরামর্শ জানানো যাবে রাজ্য নির্বাচন কমিশনকে । সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন । ভোটের বিজ্ঞপ্তি জারি করার পাশাপশি নির্বাচন সম্পর্কিত কোনও অভিযোগ কমিশন দফতরে জানাতে চালু করা হয়েছিল একটি ওয়েবসাইট, ‘ইলেকশন গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম’ (Election Grievance Management System) ।
কমিশন সূত্রে খবর, ওই ওয়েবসাইটে এখনও পর্যন্ত একটিও অভিযোগ জমা পড়েনি । সূত্র মারফৎ জানা গিয়েছে, ওয়েবসাইটটি সম্পূর্ন প্রস্তুত বলে চালু করে দেওয়া হলেও এখনও বেশ কিছু কাজ বাকি । কবে সাইটটি প্রস্তুত হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা । মনে করা হচ্ছে সাইটে কোনও সমস্যা রয়েছে বলেই এখনও পর্যন্ত কেউ অভিযোগ সাইটে জমা দিতে পারেননি ।
আরও পড়ুন : BJP Manifesto for KMC election : একগুচ্ছ নতুন নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির ইস্তাহার প্রকাশ
ওয়াকিবহাল মহল মনে করছে, সাইটটির এখনও কাজ বাকি থাকা সত্ত্বেও তড়িঘড়ি সাইট চালু করার ঘোষণা একেবারেই শিশুসুলভ সিদ্ধান্ত । এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ দিয়ে যে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে ৷