কলকাতা, 23 মার্চ : দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে পাওয়া গেছিল ৪ জন কোরোনা আক্রান্তের খোঁজ । এবারে COVID 19'র সংক্রমণ রুখতে বালিগঞ্জের ওই অ্যাপার্টমেন্টে নিজে দাঁড়িয়ে থেকে জীবাণুমুক্ত করালেন মেয়র পরিষদ দেবাশিস কুমার । পাশাপাশি অ্যাপার্টমেন্টের বাসিন্দাসহ অন্যদের মাস্ক বিতরণও করলেন তিনি ।
কোরোনা সংক্রমণ রুখতে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত কলকাতায় পাঁচজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে ওই অ্যাপার্টমেন্টেরই ছিলেন চারজন ৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই আবাসন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে।
দক্ষিণ কলকাতার 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার সেই আতঙ্ক নিরসনে উদ্যোগী হন । আজ নিজে দাঁড়িয়ে থেকে অ্যাপার্টমেন্টটিকে জীবাণুমুক্ত করার কাজ করেন ।