ETV Bharat / city

Anik Dutta Remembers Tarun Majumdar: তরুণবাবু ছিলেন 'লাস্ট অফ দ্য মোহিকানস': অনীক দত্ত - Tarun Majumdar Passes Away

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Passes Away) ৷ দীর্ঘদিন তিনি কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ কাজের মাধ্যমে তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানাতে চান অনীক দত্ত ৷

Director Anik Dutta Remembers Tarun Majumdar
Anik Dutta
author img

By

Published : Jul 4, 2022, 7:07 PM IST

Updated : Jul 4, 2022, 8:08 PM IST

অনীক দত্ত, চিত্র পরিচালক

কতিপয় লোক যাঁদের শ্রদ্ধা ভক্তি করা যায়, যাঁরা অভিভাবকের মতো ৷ তাঁদের মধ্যে তরুণ মজুমদার ছিলেন একজন ৷ অর্থাৎ তরুণবাবু ছিলেন 'লাস্ট অফ দ্য মোহিকানস' ৷ যাঁদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারতাম, তাঁদের মধ্যে শেষ লোকটি বোধহয় চলে গেলেন ৷

এই সময় যখন আনুগত্য কেজি দরে বিক্রি হয়, তখন এরকম একজন জেদি, একরোখা লোক চলে গেলেন ৷ যিনি কোনও আপোশ করেননি ৷ কিছুর বিনিময়ে শিরদাঁড়া জমা রাখেনি ৷ যাঁকে কিছু হলে ফোন করে বলা যেত, তিনি চলে গেলেন ৷

হাসপাতালে তাঁর সঙ্গে আমি দেখা করেছিলাম ৷ সেসময় তাঁর সেন্স ছিল কিন্তু কথা বলতে পারছিলেন না ৷ আমি বেশিক্ষণ বিরক্ত করতে চাইনি ৷ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি সিনেমা হলে গিয়ে আমার ছবি অপরাজিতা দেখে এসেছিলেন ৷ অত্যন্ত উৎসাহিত করেছিলেন ৷ আমি অভিভূত হয়েছিলাম ৷ তিনি যে এগুলো বলবেন আমি আশা করিনি ৷

তিনি বলেছিলেন, এই অব্যবস্থা থেকে আপনাদের টেনে তুলতে হবে ৷ কিন্তু ঠিক কী অব্যবস্থার কথা বলতে চেয়েছেন, তা স্পষ্ট করে বলেননি ৷ তবে বাংলা সিনেমার জগতের কথা বলেছিলেন এবং কিছু ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷

তিনি আর একটা গুরু দায়িত্ব আমায় দিয়ে গিয়েছেন ৷ কিন্তু আমি জানি না, সেই দায়িত্ব পালন করার আমি যোগ্য কি না ! তবে তাঁর প্রতি যে সম্মান দেখানোর কথা ছিল সেটা হয়নি ৷ আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে (Director Anik Dutta Remembers Tarun Majumdar)৷

আরও পড়ুন: ইউ আর দ্য মাস্টার, তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা

অনীক দত্ত, চিত্র পরিচালক

কতিপয় লোক যাঁদের শ্রদ্ধা ভক্তি করা যায়, যাঁরা অভিভাবকের মতো ৷ তাঁদের মধ্যে তরুণ মজুমদার ছিলেন একজন ৷ অর্থাৎ তরুণবাবু ছিলেন 'লাস্ট অফ দ্য মোহিকানস' ৷ যাঁদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারতাম, তাঁদের মধ্যে শেষ লোকটি বোধহয় চলে গেলেন ৷

এই সময় যখন আনুগত্য কেজি দরে বিক্রি হয়, তখন এরকম একজন জেদি, একরোখা লোক চলে গেলেন ৷ যিনি কোনও আপোশ করেননি ৷ কিছুর বিনিময়ে শিরদাঁড়া জমা রাখেনি ৷ যাঁকে কিছু হলে ফোন করে বলা যেত, তিনি চলে গেলেন ৷

হাসপাতালে তাঁর সঙ্গে আমি দেখা করেছিলাম ৷ সেসময় তাঁর সেন্স ছিল কিন্তু কথা বলতে পারছিলেন না ৷ আমি বেশিক্ষণ বিরক্ত করতে চাইনি ৷ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি সিনেমা হলে গিয়ে আমার ছবি অপরাজিতা দেখে এসেছিলেন ৷ অত্যন্ত উৎসাহিত করেছিলেন ৷ আমি অভিভূত হয়েছিলাম ৷ তিনি যে এগুলো বলবেন আমি আশা করিনি ৷

তিনি বলেছিলেন, এই অব্যবস্থা থেকে আপনাদের টেনে তুলতে হবে ৷ কিন্তু ঠিক কী অব্যবস্থার কথা বলতে চেয়েছেন, তা স্পষ্ট করে বলেননি ৷ তবে বাংলা সিনেমার জগতের কথা বলেছিলেন এবং কিছু ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷

তিনি আর একটা গুরু দায়িত্ব আমায় দিয়ে গিয়েছেন ৷ কিন্তু আমি জানি না, সেই দায়িত্ব পালন করার আমি যোগ্য কি না ! তবে তাঁর প্রতি যে সম্মান দেখানোর কথা ছিল সেটা হয়নি ৷ আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে (Director Anik Dutta Remembers Tarun Majumdar)৷

আরও পড়ুন: ইউ আর দ্য মাস্টার, তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা

Last Updated : Jul 4, 2022, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.