ETV Bharat / city

Dilip Ghosh Wishes Subho Noboborsho : নববর্ষে তৃণমূল নেতাদের ‘সৎ বুদ্ধি’র কামনা দিলীপের, রাজ্যবাসীকেও জানালেন শুভেচ্ছা

নববর্ষে শাসকদলের নেতাদের শুভবুদ্ধির উদয় হোক ৷ এমনই কামনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি, রাজ্যবাসীকেও বাংলা নববর্ষ 1429 এর শুভেচ্ছা জানালেন তিনি (Dilip Ghosh Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷

Dilip Ghosh Wishes Subho Noboborsho 1429 to People of Bengal
Dilip Ghosh Wishes Subho Noboborsho 1429 to People of Bengal
author img

By

Published : Apr 15, 2022, 11:43 AM IST

কলকাতা, 15 এপ্রিল : রাজ্যবাসীকে নববর্ষ 1429’র শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷ আর সেখানেও উঠে এল রাজনীতির প্রসঙ্গ, করোনার প্রসঙ্গ ৷ রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর সঙ্গেই দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্যে দু’বছর করোনার প্রভাব ছিল ৷ আর এক বছর রাজনৈতিক হিংসা ৷ যার ফলে বাংলার মানুষ মনে-প্রাণে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে ৷ তাই বাংলার পরিবর্তন করতে হবে, এই সংকল্প সবাইকে নিতে হবে ৷’’

পাশাপাশি, তৃণমূল নেতাদেরও নববর্ষের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ ৷ তাঁদের শুভবুদ্ধির উদয় হোক, এমনটাই জানালেন দিলীপ ৷ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় সৌগত রায়ের গতকালের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ তৃণমূলের বরিষ্ঠ এই নেতাকে কিছুটা খোঁচা দিয়েই দিলীপ বলেন, ‘‘সৌগতবাবু-সহ সকলের সৎ বুদ্ধি হোক ৷ সত্যি কথা বলার সাহস হোক ৷’’ দিলীপবাবু আরও জানান, দলের থেকে হয়তো তৃণমূলের বিরুদ্ধে বলতে পারছে না অনেকে ৷ কিন্তু, যে মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন তৃণমূলের নেতারা ৷ তাঁরা যেন মানুষের কাছে গিয়ে, তাঁদের সঙ্গে কথা বলেন ৷ বাস্তব ছবিটা তুলে ধরেন ৷ কারণ, এটা প্রতিটি জনপ্রতিনিধির কর্তব্য ৷

আরও পড়ুন : Governor Wishes Subho Noboborsho : কবিগুরুর 'ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির'-এর ভূমি হোক বাংলা, শুভেচ্ছা রাজ্যপালের

হাঁসখালিতে আজ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ, ঘটনার দায় থেকে রাজ্য সরকার বাঁচার চেষ্টা করছেন ৷ তাই বিজেপির প্রতিনিধিরা হাঁসখালির মানুষের পাশে থাকবে বলে জানান তিনি ৷ মানুষকে সাহস দেওয়া এবং সত্যকে তুলে ধরতেই বিজেপির প্রতিনিধিরা সেখানে গিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ ৷ তিনি এও বলেন, ‘‘বিজেপি বার্তা দিতে চায় যে, তারা সবসময় মানুষের পাশে রয়েছে ৷’’

কলকাতা, 15 এপ্রিল : রাজ্যবাসীকে নববর্ষ 1429’র শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Wishes Subho Noboborsho 1429 to People of Bengal) ৷ আর সেখানেও উঠে এল রাজনীতির প্রসঙ্গ, করোনার প্রসঙ্গ ৷ রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর সঙ্গেই দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্যে দু’বছর করোনার প্রভাব ছিল ৷ আর এক বছর রাজনৈতিক হিংসা ৷ যার ফলে বাংলার মানুষ মনে-প্রাণে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে ৷ তাই বাংলার পরিবর্তন করতে হবে, এই সংকল্প সবাইকে নিতে হবে ৷’’

পাশাপাশি, তৃণমূল নেতাদেরও নববর্ষের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ ৷ তাঁদের শুভবুদ্ধির উদয় হোক, এমনটাই জানালেন দিলীপ ৷ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় সৌগত রায়ের গতকালের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ তৃণমূলের বরিষ্ঠ এই নেতাকে কিছুটা খোঁচা দিয়েই দিলীপ বলেন, ‘‘সৌগতবাবু-সহ সকলের সৎ বুদ্ধি হোক ৷ সত্যি কথা বলার সাহস হোক ৷’’ দিলীপবাবু আরও জানান, দলের থেকে হয়তো তৃণমূলের বিরুদ্ধে বলতে পারছে না অনেকে ৷ কিন্তু, যে মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন তৃণমূলের নেতারা ৷ তাঁরা যেন মানুষের কাছে গিয়ে, তাঁদের সঙ্গে কথা বলেন ৷ বাস্তব ছবিটা তুলে ধরেন ৷ কারণ, এটা প্রতিটি জনপ্রতিনিধির কর্তব্য ৷

আরও পড়ুন : Governor Wishes Subho Noboborsho : কবিগুরুর 'ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির'-এর ভূমি হোক বাংলা, শুভেচ্ছা রাজ্যপালের

হাঁসখালিতে আজ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ, ঘটনার দায় থেকে রাজ্য সরকার বাঁচার চেষ্টা করছেন ৷ তাই বিজেপির প্রতিনিধিরা হাঁসখালির মানুষের পাশে থাকবে বলে জানান তিনি ৷ মানুষকে সাহস দেওয়া এবং সত্যকে তুলে ধরতেই বিজেপির প্রতিনিধিরা সেখানে গিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ ৷ তিনি এও বলেন, ‘‘বিজেপি বার্তা দিতে চায় যে, তারা সবসময় মানুষের পাশে রয়েছে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.