ETV Bharat / city

Dilip Ghosh: 'সংকটে পড়লেই ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান !' মমতার রাজধানী সফর নিয়ে খোঁচা দিলীপের

author img

By

Published : Jul 30, 2022, 1:11 PM IST

Updated : Jul 30, 2022, 3:08 PM IST

অগস্টের প্রথমেই দিল্লি সফরে (Delhi Visit) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, সংকটে পড়েই দিল্লি যাচ্ছেন মমতা ! কেন একথা বললেন দিলীপ ?

Dilip Ghosh targets Mamata Banerjee regarding her coming Delhi Visit
Dilip Ghosh: 'সংকটে পড়লেই ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান !' মমতার আসন্ন সফর নিয়ে খোঁচা দিলীপের

নিউটাউন, 30 জুলাই: "আমরা একটা ট্রেন্ড লক্ষ করেছি ৷ যখনই তিনি কোনও সংকটে পড়েন, সঙ্গে সঙ্গে ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান ! কত লোকের সঙ্গে দেখা করেন ৷ এসব অনেকবার করেছেন !" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন্ন দিল্লি সফর (Delhi Visit) নিয়ে এমনই কটাক্ষের সুর শোনা গেল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় ! একইসঙ্গে 'সোনার বাংলা' শব্দ দু'টিকে ব্যবহার করে ফের একবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হন এই বিজেপি নেতা ৷

নিউটাউনের ইকো পার্কে শনিবার প্রাতঃভ্রমণ সারার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ৷ সেখানেই তিনি বলেন, "আমরা সোনার বাংলার কথা বলি ৷ সোনার বাংলার কল্পনা করি ৷ তৃণমূল সেই সোনার বাংলা করে দেখাল !" নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) দু'টি ফ্ল্যাট থেকে 50 কোটিরও বেশি নগদ এবং কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করেছে ইডি (ED) ৷ দিলীপের খোঁচা, এই ঘটনাই প্রমাণ করে বাংলায় দারিদ্র্য নেই !

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের উত্তাল পরিস্থিতির মধ্যেই আগামী মাসে নীতি আয়োগের বৈঠকে মমতা

এদিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় হচ্ছে, তখনই সামনে আসে আগামী মাসের প্রথমেই চার-পাঁচদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মমতা ৷ আগামী 7 অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন তিনি ৷ সূত্রের খবর, 4 অগস্ট দিল্লি রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর ফেরার কথা 8 অগস্ট ৷ শোনা যাচ্ছে, এবারের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আর এনিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ তাঁদের বক্তব্য, এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা ৷ অথচ, এখন যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে, সেই সময় তিনি যাচ্ছেন দিল্লি সফরে ! সেই সূত্র ধরেই দিলীপের ইঙ্গিত, সংকটে পড়েই দিল্লি যাচ্ছেন মমতা !

নিউটাউন, 30 জুলাই: "আমরা একটা ট্রেন্ড লক্ষ করেছি ৷ যখনই তিনি কোনও সংকটে পড়েন, সঙ্গে সঙ্গে ত্রাহি মধুসূদন বলে দিল্লি চলে যান ! কত লোকের সঙ্গে দেখা করেন ৷ এসব অনেকবার করেছেন !" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন্ন দিল্লি সফর (Delhi Visit) নিয়ে এমনই কটাক্ষের সুর শোনা গেল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় ! একইসঙ্গে 'সোনার বাংলা' শব্দ দু'টিকে ব্যবহার করে ফের একবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হন এই বিজেপি নেতা ৷

নিউটাউনের ইকো পার্কে শনিবার প্রাতঃভ্রমণ সারার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ৷ সেখানেই তিনি বলেন, "আমরা সোনার বাংলার কথা বলি ৷ সোনার বাংলার কল্পনা করি ৷ তৃণমূল সেই সোনার বাংলা করে দেখাল !" নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) দু'টি ফ্ল্যাট থেকে 50 কোটিরও বেশি নগদ এবং কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করেছে ইডি (ED) ৷ দিলীপের খোঁচা, এই ঘটনাই প্রমাণ করে বাংলায় দারিদ্র্য নেই !

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের উত্তাল পরিস্থিতির মধ্যেই আগামী মাসে নীতি আয়োগের বৈঠকে মমতা

এদিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় হচ্ছে, তখনই সামনে আসে আগামী মাসের প্রথমেই চার-পাঁচদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মমতা ৷ আগামী 7 অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন তিনি ৷ সূত্রের খবর, 4 অগস্ট দিল্লি রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর ফেরার কথা 8 অগস্ট ৷ শোনা যাচ্ছে, এবারের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আর এনিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ তাঁদের বক্তব্য, এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা ৷ অথচ, এখন যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে, সেই সময় তিনি যাচ্ছেন দিল্লি সফরে ! সেই সূত্র ধরেই দিলীপের ইঙ্গিত, সংকটে পড়েই দিল্লি যাচ্ছেন মমতা !

Last Updated : Jul 30, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.