ETV Bharat / city

মমতাই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান, পেগাসাস বিতর্কে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণ দিলীপের - গণতন্ত্র বাঁচাও

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান ৷ তাই তৃণমূলের নেতারা হোয়াটসঅ্য়াপ কল ছাড়া ফোনে কারও সঙ্গে কথাই বলেন না ! এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপের ঘোষের ৷ এদিন তৃণমূলের একুশের জুলাইয়ের পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি পালন করে বিজেপি ৷ তাতে যোগ দেন দিলীপ-সহ দলের অন্য নেতা ও কর্মীরা ৷

Dilip Ghosh targets Mamata Banerjee on Pegasus Spyware issue
মমতাই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান, পেগাসাস বিতর্কে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণ দিলীপের
author img

By

Published : Jul 21, 2021, 6:40 PM IST

কলকাতা, 21 জুলাই : পেগাসাস বিতর্কে (Pegasus Spyware) এবার পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, পেগাসাস ইস্যুকে হাতিয়ার করে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভাবমূর্তি কলুষিত করছেন তৃণমূল সুপ্রিমো ৷ দিলীপের দাবি, বিজেপি কখনও কারও ফোন ট্য়াপ করে না ৷ কারণ, কারও ব্যক্তিগত জীবনে আড়ি পাতা গেরুয়া শিবিরের ঐতিহ্য নয় ৷ এমন বেআইনি কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে ৷ আর সেই কারণেই নাকি তৃণমূলের নেতারা হোয়াটসঅ্য়াপ কল ছাড়া ফোনে কারও সঙ্গে কথাই বলেন না ৷ কারণ, তাঁদের ফোন ট্য়াপ করান স্বয়ং দলনেত্রী !

বস্তুত, পেগাসাস ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ বুধবার ছিল একুশে জুলাই ৷ করোনা আবহে দিনটি ভার্চুয়ালি পালনের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷ কালীঘাটের সভামঞ্চ থেকে বক্তৃতা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তা ভার্চুয়াল প্ল্য়াটফর্মে রাজ্য়ের নানা প্রান্তে এমনকি ভিনরাজ্যেও সম্প্রচার করা হয় ৷ সেই মঞ্চ থেকেই পেগাসাস নিয়ে সরব হন মমতা ৷ বলেন, তাঁর এবং তাঁর দলে বহু নেতা, মন্ত্রী, এমনকি পরিচিত সাংবাদিকদের ফোনেও আড়ি পাতছে কেন্দ্রের মোদি সরকার ৷ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে অনুষ্ঠান মঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেন মমতা ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

অন্যদিকে, তৃণমূলের একুশে জুলাই কর্মসূচির পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক দেয় বিজেপি ৷ সেই অনুষ্ঠানে সামিল হন দিলীপও ৷ কর্মসূচি চলাকালীনই পেগাসাস নিয়ে মমতাকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ পাশাপাশি, তৃণমূলের শহিদ দিবস পালনকেও কটাক্ষ করেন দিলীপ ৷ তিনি বলেন, যাঁরা নিজেরা একটা সময় সিপিএমের হাতে মার খেয়েছিল, আজ তারাই ক্ষমতায় এসে বিজেপিকে মারছে ৷ এরই প্রতিবাদে এদিন এই পাল্টা কর্মসূচির আয়োজন করা হয় ৷

এই প্রেক্ষিতেই আরও একবার রাজ্য়ের ভোট পরবর্তী হিংসা সরব হন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘গত মে- জুন মাসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে 130 জন বিজেপি কর্মী ও সমর্থক খুন হয়েছে ৷ 742 টি হিংসার ঘটনা লিপিবদ্ধ হয়েছে ৷ আর্থ মুভার দিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়ি ভাঙা হয়েছে ৷ এমন ঘটনা এই রাজ্যেই প্রথম হয়েছে ৷ এখনও 80 হাজার বিজেপি কর্মী ঘরছাড়া ৷ তাঁদের অনেকেই পড়শি রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনও দিনও এমন ঘটনা ঘটেনি ৷’’

আরও পড়ুন : Pegasus Spyware : লুকোচুরি খেলতে দেব না, পেগাসাস নিয়ে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

দিলীপের অভিযোগ, যারা একদিন বামফ্রন্ট সরকারের হিংসার প্রতিবাদ করেছিল, আজ তারাই হিংসার সব রেকর্ড ভেঙে দিচ্ছে ৷ আগে যেখানে রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত, এখন সেখানেই বোমা, বন্দুকের শব্দ শোনা যাচ্ছে ৷ তৃণমূল অবশ্য বিজেপির এইসব অভিযোগকে পাত্তা দিতে নারাজ ৷ পাল্টা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির মসনদ থেকে বিজেপিকে হঠানোর পরিকল্পনা আরও জোরদার করেছে তারা ৷

কলকাতা, 21 জুলাই : পেগাসাস বিতর্কে (Pegasus Spyware) এবার পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, পেগাসাস ইস্যুকে হাতিয়ার করে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভাবমূর্তি কলুষিত করছেন তৃণমূল সুপ্রিমো ৷ দিলীপের দাবি, বিজেপি কখনও কারও ফোন ট্য়াপ করে না ৷ কারণ, কারও ব্যক্তিগত জীবনে আড়ি পাতা গেরুয়া শিবিরের ঐতিহ্য নয় ৷ এমন বেআইনি কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে ৷ আর সেই কারণেই নাকি তৃণমূলের নেতারা হোয়াটসঅ্য়াপ কল ছাড়া ফোনে কারও সঙ্গে কথাই বলেন না ৷ কারণ, তাঁদের ফোন ট্য়াপ করান স্বয়ং দলনেত্রী !

বস্তুত, পেগাসাস ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ বুধবার ছিল একুশে জুলাই ৷ করোনা আবহে দিনটি ভার্চুয়ালি পালনের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷ কালীঘাটের সভামঞ্চ থেকে বক্তৃতা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তা ভার্চুয়াল প্ল্য়াটফর্মে রাজ্য়ের নানা প্রান্তে এমনকি ভিনরাজ্যেও সম্প্রচার করা হয় ৷ সেই মঞ্চ থেকেই পেগাসাস নিয়ে সরব হন মমতা ৷ বলেন, তাঁর এবং তাঁর দলে বহু নেতা, মন্ত্রী, এমনকি পরিচিত সাংবাদিকদের ফোনেও আড়ি পাতছে কেন্দ্রের মোদি সরকার ৷ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে অনুষ্ঠান মঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেন মমতা ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

অন্যদিকে, তৃণমূলের একুশে জুলাই কর্মসূচির পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক দেয় বিজেপি ৷ সেই অনুষ্ঠানে সামিল হন দিলীপও ৷ কর্মসূচি চলাকালীনই পেগাসাস নিয়ে মমতাকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ পাশাপাশি, তৃণমূলের শহিদ দিবস পালনকেও কটাক্ষ করেন দিলীপ ৷ তিনি বলেন, যাঁরা নিজেরা একটা সময় সিপিএমের হাতে মার খেয়েছিল, আজ তারাই ক্ষমতায় এসে বিজেপিকে মারছে ৷ এরই প্রতিবাদে এদিন এই পাল্টা কর্মসূচির আয়োজন করা হয় ৷

এই প্রেক্ষিতেই আরও একবার রাজ্য়ের ভোট পরবর্তী হিংসা সরব হন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘গত মে- জুন মাসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে 130 জন বিজেপি কর্মী ও সমর্থক খুন হয়েছে ৷ 742 টি হিংসার ঘটনা লিপিবদ্ধ হয়েছে ৷ আর্থ মুভার দিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়ি ভাঙা হয়েছে ৷ এমন ঘটনা এই রাজ্যেই প্রথম হয়েছে ৷ এখনও 80 হাজার বিজেপি কর্মী ঘরছাড়া ৷ তাঁদের অনেকেই পড়শি রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনও দিনও এমন ঘটনা ঘটেনি ৷’’

আরও পড়ুন : Pegasus Spyware : লুকোচুরি খেলতে দেব না, পেগাসাস নিয়ে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

দিলীপের অভিযোগ, যারা একদিন বামফ্রন্ট সরকারের হিংসার প্রতিবাদ করেছিল, আজ তারাই হিংসার সব রেকর্ড ভেঙে দিচ্ছে ৷ আগে যেখানে রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত, এখন সেখানেই বোমা, বন্দুকের শব্দ শোনা যাচ্ছে ৷ তৃণমূল অবশ্য বিজেপির এইসব অভিযোগকে পাত্তা দিতে নারাজ ৷ পাল্টা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির মসনদ থেকে বিজেপিকে হঠানোর পরিকল্পনা আরও জোরদার করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.