ETV Bharat / city

Dilip Ghosh on The Kashmir Files : প্রত্যেক ভারতীয়র এই ছবি দেখা উচিৎ, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে বললেন দিলীপ - Dilip Ghosh says every Indians should watch The Kashmir Files

মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি (The Kashmir Files smashing records in box office after got released) ৷ দেশের বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই ছবির ক্ষেত্রে কর মকুব করা হয়েছে, পাল্টা এই ছবিকে কট্টর হিন্দুত্ববাদের প্রোপাগান্ডা বলে বিরুদ্ধ মতপোষণ করছে বিরোধীরা ৷

Dilip Ghosh watches The Kashmir Files
প্রত্যেক ভারতবাসীর এই ছবি দেখা উচিৎ, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে বললেন দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 20, 2022, 9:49 AM IST

কলকাতা, 20 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' দেখলেন দিলীপ ঘোষ ৷ তারপরই জানালেন নিজের প্রতিক্রিয়া (Dilip Ghosh says every Indians should watch The Kashmir Files) ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের দ্য কাশ্মীর ফাইলস দেখা উচিত ৷"

সারা দেশের সঙ্গে বাংলাতেও বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে চর্চা তুঙ্গে ৷ নব্বইয়ের দশকে উপত্যকা কাশ্মীরে হিন্দুদের উপর নির্যাতন ঘটনা, পরিপ্রেক্ষিতে কাশ্মীরি হিন্দুদের বাস্তুহারা হওয়ার ঘটনা সুনিপুণ দক্ষতায় ছবিতে ফুটিয়ে তুলেছেন 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম', 'দ্য তাসকেন্ত ফাইলস' ছবির পরিচালক ৷ মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি (The Kashmir Files smashing records in box office after got released) ৷ দেশের বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই ছবির ক্ষেত্রে কর মকুব করা হয়েছে, পালটা এই ছবিকে কট্টর হিন্দুত্ববাদের প্রোপাগান্ডা বলে বিরুদ্ধ মতপোষণ করছে বিরোধীরা ৷

এমতাবস্থায় শনিবার সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেন দিলীপ ৷ প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের দ্য কাশ্মীর ফাইলস দেখা উচিত (Dilip Ghosh says every Indians should watch The Kashmir Files) ৷ ইহুদিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি বহু সিনেমা মানুষ দেখেছে ৷ তেমনই কাশ্মীরী পন্ডিতদের উপর কীরকম অত্যাচার হয়েছিল, তা জানতে এই ছবি দেখা উচিৎ। ঢেকে রাখা ইতিহাস মানুষের জানার দরকার আছে ৷"

আরও পড়ুন : 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে ফেরার পথে হামলা ! জোর বাঁচলেন রানাঘাটের বিজেপি সাংসদ

পাশাপাশি পানিহাটি-তিলজলায় গুলি চালনা প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্যেকে কটাক্ষ করে তিনি বলেন, হাওড়ায় আনিশ খানের হত্যাও ছোট ঘটনা ৷ একদিনে দু'জন কাউন্সিলরের হত্যাও ছোট ঘটনা ৷ এরকম ছোট ছোট ঘটনা ঘটিয়ে পুলিশের অভিজ্ঞতা বাড়াচ্ছেন ওঁরা ।

কলকাতা, 20 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' দেখলেন দিলীপ ঘোষ ৷ তারপরই জানালেন নিজের প্রতিক্রিয়া (Dilip Ghosh says every Indians should watch The Kashmir Files) ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের দ্য কাশ্মীর ফাইলস দেখা উচিত ৷"

সারা দেশের সঙ্গে বাংলাতেও বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে চর্চা তুঙ্গে ৷ নব্বইয়ের দশকে উপত্যকা কাশ্মীরে হিন্দুদের উপর নির্যাতন ঘটনা, পরিপ্রেক্ষিতে কাশ্মীরি হিন্দুদের বাস্তুহারা হওয়ার ঘটনা সুনিপুণ দক্ষতায় ছবিতে ফুটিয়ে তুলেছেন 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম', 'দ্য তাসকেন্ত ফাইলস' ছবির পরিচালক ৷ মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি (The Kashmir Files smashing records in box office after got released) ৷ দেশের বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই ছবির ক্ষেত্রে কর মকুব করা হয়েছে, পালটা এই ছবিকে কট্টর হিন্দুত্ববাদের প্রোপাগান্ডা বলে বিরুদ্ধ মতপোষণ করছে বিরোধীরা ৷

এমতাবস্থায় শনিবার সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেন দিলীপ ৷ প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের দ্য কাশ্মীর ফাইলস দেখা উচিত (Dilip Ghosh says every Indians should watch The Kashmir Files) ৷ ইহুদিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি বহু সিনেমা মানুষ দেখেছে ৷ তেমনই কাশ্মীরী পন্ডিতদের উপর কীরকম অত্যাচার হয়েছিল, তা জানতে এই ছবি দেখা উচিৎ। ঢেকে রাখা ইতিহাস মানুষের জানার দরকার আছে ৷"

আরও পড়ুন : 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে ফেরার পথে হামলা ! জোর বাঁচলেন রানাঘাটের বিজেপি সাংসদ

পাশাপাশি পানিহাটি-তিলজলায় গুলি চালনা প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্যেকে কটাক্ষ করে তিনি বলেন, হাওড়ায় আনিশ খানের হত্যাও ছোট ঘটনা ৷ একদিনে দু'জন কাউন্সিলরের হত্যাও ছোট ঘটনা ৷ এরকম ছোট ছোট ঘটনা ঘটিয়ে পুলিশের অভিজ্ঞতা বাড়াচ্ছেন ওঁরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.