মেদিনীপুর, 13 জানুয়ারি : বাবুল সুপ্রিয়র টুইটের জবাব দিতে গিয়ে আবারও দলের অবস্থান স্পষ্ট করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, "আমি যা বলেছি, ঠিকই বলেছি । পার্টির যা স্ট্যান্ড পয়েন্ট তাই বলেছি । আমাদের সরকার যেটা ভালো ভেবেছে সেটাই করেছে । পশ্চিমবাংলায় সুযোগ পেলে আমরা সেইটাই করব।" আজ মেদিনীপুর জেলা আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন দিলীপবাবু ৷ সেখানে সাংবাদিকরা তাঁকে বাবুলের টুইট নিয়ে প্রশ্ন করেন ৷ তার উত্তরে দিলীপবাবু একথা বলেন ৷
গতকাল রানাঘাটে CAA-র সমর্থনে এক প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপবাবু । সেই মঞ্চ থেকেই CAA বিরোধী আন্দোলনে যেসব বিক্ষোভকারী সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের গুলি করে মারার কথা বলেছিলেন । যা নিয়ে বিতর্ক দানা বাঁধে ৷ সেই বিতর্ক আরও উসকে দেন BJP-র বাবুল সুপ্রিয় ৷ টুইটারে তিনি বলেন, "এই মন্তব্য দিলীপবাবুর ব্যক্তিগত মন্তব্য ৷ এর সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ উনি যা বলছেন তা পুরোটাই কাল্পনিক ৷ উত্তরপ্রদেশ বা অসমের BJP সরকার কখনওই সাধারণের মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি ৷ দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন ৷"
বাবুল সুপ্রিয়র এই টুইটের প্রেক্ষিতে দিলীপবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ উত্তরে BJP-র রাজ্য সভাপতি বলেন, "যা বলেছি, ঠিকই বলেছি ৷" দিলীপ ঘোষের মন্তব্যকে সমর্থন করেছেন সায়ন্তন বসুসহ রাজ্য BJP-র একাধিক নেতাও ৷