ETV Bharat / city

Dilip on Arjun : পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গিয়েছে, অর্জুন ইস্যুতে মন্তব্য দিলীপের - পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গিয়েছে, অর্জুন ইস্যুতে মন্তব্য দিলীপের

পাটশিল্প নিয়ে কেন্দ্রের নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তনী ৷ স্বভাবতই এই ঘটনা পুনরায় উসকে দিয়েছে অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ এ বিষয়ে শনিবার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh reacts on Arjun Singh's conflict with Central Government) ৷

Dilip on Arjun
পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গিয়েছে, অর্জুন ইস্যুতে মন্তব্য দিলীপের
author img

By

Published : Apr 30, 2022, 10:02 PM IST

Updated : Apr 30, 2022, 11:07 PM IST

কলকাতা, 30 এপ্রিল: বঙ্গ রাজনীতিতে হঠাৎই আলোচনার ভরকেন্দ্রে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাটশিল্প নিয়ে কেন্দ্রের নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তনী ৷ স্বভাবতই এই ঘটনা পুনরায় উসকে দিয়েছে অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ অর্জুনকে শাসক শিবিরে স্বাগত জানান দোলা সেন। এ বিষয়ে শনিবার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh reacts on Arjun Singh's conflict with Central Government) ৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে। যে কোনও সময় যে কেউ যে কোনও দলে যেতে পারে। মানুষই এর বিচার করবে।"

শনিবার বিকেলে রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "অর্জুন দিল্লি গিয়েছেন ৷ মন্ত্রীর সঙ্গে কথা বলুন। সমস্যা নিয়ে আলোচনা করুন। রাজ্য সরকারের কোনও দায় নেই ? তার ফড়েরা এসে টাকা নিয়ে নিচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার পরিষ্কার নীতি ঘোষণা করে দিয়েছে ৷ ফসলের ভরতুকি নিয়ে অন্য কোথাও থেকে অভিযোগ আসছে না ৷ পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে অভিযোগ কেন হয় ?"

অর্জুন ইস্যুতে মন্তব্য দিলীপের

আরও পড়ুন : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন

মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ওঁর ব্যবহার দেখে ইদানিং বোঝা যাচ্ছে উনি পুরোপুরি কনফিউজড ৷ আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছেন ৷ কারণ যেভাবে পুলিশকে ধমকাচ্ছেন, মনে হচ্ছে পুলিশই সব করছে ৷" আরও অভিযোগ করে দিলীপ বলেন, "পুলিশ পার্টির ক্যাডার হয়ে গিয়েছে ৷ ভোটে জেতানোটাই ওদের কাজ হয়ে গিয়েছে ৷"

কলকাতা, 30 এপ্রিল: বঙ্গ রাজনীতিতে হঠাৎই আলোচনার ভরকেন্দ্রে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাটশিল্প নিয়ে কেন্দ্রের নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তনী ৷ স্বভাবতই এই ঘটনা পুনরায় উসকে দিয়েছে অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ অর্জুনকে শাসক শিবিরে স্বাগত জানান দোলা সেন। এ বিষয়ে শনিবার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh reacts on Arjun Singh's conflict with Central Government) ৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে। যে কোনও সময় যে কেউ যে কোনও দলে যেতে পারে। মানুষই এর বিচার করবে।"

শনিবার বিকেলে রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "অর্জুন দিল্লি গিয়েছেন ৷ মন্ত্রীর সঙ্গে কথা বলুন। সমস্যা নিয়ে আলোচনা করুন। রাজ্য সরকারের কোনও দায় নেই ? তার ফড়েরা এসে টাকা নিয়ে নিচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার পরিষ্কার নীতি ঘোষণা করে দিয়েছে ৷ ফসলের ভরতুকি নিয়ে অন্য কোথাও থেকে অভিযোগ আসছে না ৷ পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে অভিযোগ কেন হয় ?"

অর্জুন ইস্যুতে মন্তব্য দিলীপের

আরও পড়ুন : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন

মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ওঁর ব্যবহার দেখে ইদানিং বোঝা যাচ্ছে উনি পুরোপুরি কনফিউজড ৷ আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছেন ৷ কারণ যেভাবে পুলিশকে ধমকাচ্ছেন, মনে হচ্ছে পুলিশই সব করছে ৷" আরও অভিযোগ করে দিলীপ বলেন, "পুলিশ পার্টির ক্যাডার হয়ে গিয়েছে ৷ ভোটে জেতানোটাই ওদের কাজ হয়ে গিয়েছে ৷"

Last Updated : Apr 30, 2022, 11:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.