ETV Bharat / city

Dilip Ghosh : এই দেখুন গরমে দিলীপ ঘোষ কী খান ?

author img

By

Published : Apr 30, 2022, 9:14 PM IST

Updated : May 3, 2022, 1:29 PM IST

পান্তাভাতে মজলেন দিলীপ ঘোষ। আর তা নিয়েই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় করলেন একটি পোস্ট । বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাত পেড়ে পান্তাভাত খাচ্ছেন । সেই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Dilip Ghosh posted eating Pantabhat picture in Social Media) ।

Dilip Ghosh having Pantabhat in summer time
Dilip Ghosh

কলকাতা, 30 এপ্রিল : দিলীপ ঘোষ যে খাদ্যরসিক, সেটা বঙ্গ বিজেপির সকলেরই জানা । রাজ্যজুড়ে প্রচণ্ড গরমের দাপট চলেছে । আর তারই মাঝে পান্তাভাতে মজলেন দিলীপবাবু (Dilip Ghosh having Pantabhat in summer time) । শুধু খেলেন না, ছবিও পোস্ট করলেন তাঁর সোশ্যাল মিডিয়ায় । আর দেখে কে, হুহু করে মুহূর্তের মধ্যে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

দিলীপবাবুর এইরকম পোস্ট আর তাতে মন্তব্য আসবে না, তা হয় নাকি ! কেউ লিখলেন, "দাদা পান্তাভাত খুব ভালো লাগে, গরমকালে খুব উপকারী ৷" কেউ আবার লিখলেন, "আমিও পান্তাভাত খাই দাদা, কিন্তু আচ্ছা দিদি জানেন আপনি পান্তাভাত খাচ্ছেন ৷" এখানে দিদি বলতে নেটিজেন কাকে বোঝাতে চেয়েছেন, তা আশা করি সকলেরই জানা ৷ কেউ লিখলেন, "দাদা আমিও মাঝে মধ্যে পান্তাভাত খাই, তবে মাছ ভাজা দিয়ে নয় আলু ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে, কেন না আমরা তো নিরামিষাশী বৈষ্ণব ।" একজন আবার মন্তব্য করলেন, "শ্রদ্ধেয় দিলীপ বাবু, আপনার দুপুরের খাবারের আইটেম-গুলো দেখে খুবই লোভ লেগে গেল ।"

Dilip Ghosh having Pantabhat in summer time
দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাতপেড়ে পান্তাভাত খাচ্ছেন বলে কথা (Dilip Ghosh posted eating Pantabhat picture in Social Media)। কিন্তু হঠাৎ দিলীপ ঘোষের দুপুরের মেনুতে পান্তাভাত কেনও ? সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দিলীপ ঘোষের নজর আসে বাংলাদেশের একটি খাবারের সাইটে পান্তাভাতের ছবি । ছবি দেখেই তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন পান্তাভাত খাওয়ার জন্য । দিলীপ ঘোষ তাঁর নিউটাউনের বাড়িতে জানান, আজ দুপুরে পান্তাভাত খাব । আর তারপরই পান্তাভাতের থালা হাজির, তা নিয়ে বসেও পড়েন খেতে দিলীপবাবু ।

Dilip Ghosh having Pantabhat in summer time
পান্তাভাতে মজলেন দিলীপ ঘোষ

আর পান্তাভাত নিয়েই দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে, শরীর সুস্থ রাখতে দুপুরের খাবার মেনুতে - পান্তাভাত, মাছ ভাজা, পিঁয়াজি এবং কলমি শাক ভাজা । দামি জুস, ক্ষতিকারক কোল্ড ড্রিঙ্কস নয়, শরীর জুড়াতে গ্রাম বাংলার আদি অকৃত্রিম পান্তাভাতের জুড়ি মেলা ভার ।" দলীয় সূত্রে অবশ্য খবর, সারাদিন নানা কাজে, নানা জায়গায় যেতে হয় । নিত্যদিন নানা নিমন্ত্রণ থাকে । শরীর সুস্থ রাখতে দিলীপ ঘোষের নতুন মেনু পান্তাভাত ।

Dilip Ghosh having Pantabhat in summer time
দিলীপ ঘোষের দুপুরের খাবার মেনুতে- পান্তা ভাত, মাছ ভাজা, পিঁয়াজি এবং কলমি শাক ভাজা

দাপুটে এই বিজেপি নেতাকে বারবার বির্তকিত মন্তব্য করতে দেখা যায় । কিন্তু সেই দিলীপ ঘোষই আবার মাছ খেতে খুব পছন্দ করেন । সবচেয়ে প্রিয় মাছ পুঁটি, মৌরলা জাতীয় ছোট মাছ । পছন্দের তালিকায় রয়েছে ইলিশ-চিংড়িও । দিলীপ ঘনিষ্ঠরা জানান, উনি যখনই মেদিনীপুরের গোপীবল্লভপুরে নিজের বাড়িতে যান, তাঁর জন্য মেনুতে থাকে ছোট মাছের ঝাল বা চচ্চড়ি । শুধু খাওয়া-দাওয়া নয়, শরীরচর্চা করা বা নিজেকে ফিট রাখা নিয়েও যথেষ্ট শৌখিন দিলীপ ঘোষ । প্রতিদিন সকালে শরীরচর্চা করেন সময় মেপে, মর্নিং ওয়াকও করেন । এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই গরমে পান্তাভাতের থেকে আর ভালো মেনু কী আছে ! শরীর সুস্থ রাখতে পান্তাভাত খেতে হবে ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে 2 মে কলকাতায় মহামিছিল বিজেপির

কলকাতা, 30 এপ্রিল : দিলীপ ঘোষ যে খাদ্যরসিক, সেটা বঙ্গ বিজেপির সকলেরই জানা । রাজ্যজুড়ে প্রচণ্ড গরমের দাপট চলেছে । আর তারই মাঝে পান্তাভাতে মজলেন দিলীপবাবু (Dilip Ghosh having Pantabhat in summer time) । শুধু খেলেন না, ছবিও পোস্ট করলেন তাঁর সোশ্যাল মিডিয়ায় । আর দেখে কে, হুহু করে মুহূর্তের মধ্যে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

দিলীপবাবুর এইরকম পোস্ট আর তাতে মন্তব্য আসবে না, তা হয় নাকি ! কেউ লিখলেন, "দাদা পান্তাভাত খুব ভালো লাগে, গরমকালে খুব উপকারী ৷" কেউ আবার লিখলেন, "আমিও পান্তাভাত খাই দাদা, কিন্তু আচ্ছা দিদি জানেন আপনি পান্তাভাত খাচ্ছেন ৷" এখানে দিদি বলতে নেটিজেন কাকে বোঝাতে চেয়েছেন, তা আশা করি সকলেরই জানা ৷ কেউ লিখলেন, "দাদা আমিও মাঝে মধ্যে পান্তাভাত খাই, তবে মাছ ভাজা দিয়ে নয় আলু ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে, কেন না আমরা তো নিরামিষাশী বৈষ্ণব ।" একজন আবার মন্তব্য করলেন, "শ্রদ্ধেয় দিলীপ বাবু, আপনার দুপুরের খাবারের আইটেম-গুলো দেখে খুবই লোভ লেগে গেল ।"

Dilip Ghosh having Pantabhat in summer time
দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পাতপেড়ে পান্তাভাত খাচ্ছেন বলে কথা (Dilip Ghosh posted eating Pantabhat picture in Social Media)। কিন্তু হঠাৎ দিলীপ ঘোষের দুপুরের মেনুতে পান্তাভাত কেনও ? সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দিলীপ ঘোষের নজর আসে বাংলাদেশের একটি খাবারের সাইটে পান্তাভাতের ছবি । ছবি দেখেই তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন পান্তাভাত খাওয়ার জন্য । দিলীপ ঘোষ তাঁর নিউটাউনের বাড়িতে জানান, আজ দুপুরে পান্তাভাত খাব । আর তারপরই পান্তাভাতের থালা হাজির, তা নিয়ে বসেও পড়েন খেতে দিলীপবাবু ।

Dilip Ghosh having Pantabhat in summer time
পান্তাভাতে মজলেন দিলীপ ঘোষ

আর পান্তাভাত নিয়েই দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে, শরীর সুস্থ রাখতে দুপুরের খাবার মেনুতে - পান্তাভাত, মাছ ভাজা, পিঁয়াজি এবং কলমি শাক ভাজা । দামি জুস, ক্ষতিকারক কোল্ড ড্রিঙ্কস নয়, শরীর জুড়াতে গ্রাম বাংলার আদি অকৃত্রিম পান্তাভাতের জুড়ি মেলা ভার ।" দলীয় সূত্রে অবশ্য খবর, সারাদিন নানা কাজে, নানা জায়গায় যেতে হয় । নিত্যদিন নানা নিমন্ত্রণ থাকে । শরীর সুস্থ রাখতে দিলীপ ঘোষের নতুন মেনু পান্তাভাত ।

Dilip Ghosh having Pantabhat in summer time
দিলীপ ঘোষের দুপুরের খাবার মেনুতে- পান্তা ভাত, মাছ ভাজা, পিঁয়াজি এবং কলমি শাক ভাজা

দাপুটে এই বিজেপি নেতাকে বারবার বির্তকিত মন্তব্য করতে দেখা যায় । কিন্তু সেই দিলীপ ঘোষই আবার মাছ খেতে খুব পছন্দ করেন । সবচেয়ে প্রিয় মাছ পুঁটি, মৌরলা জাতীয় ছোট মাছ । পছন্দের তালিকায় রয়েছে ইলিশ-চিংড়িও । দিলীপ ঘনিষ্ঠরা জানান, উনি যখনই মেদিনীপুরের গোপীবল্লভপুরে নিজের বাড়িতে যান, তাঁর জন্য মেনুতে থাকে ছোট মাছের ঝাল বা চচ্চড়ি । শুধু খাওয়া-দাওয়া নয়, শরীরচর্চা করা বা নিজেকে ফিট রাখা নিয়েও যথেষ্ট শৌখিন দিলীপ ঘোষ । প্রতিদিন সকালে শরীরচর্চা করেন সময় মেপে, মর্নিং ওয়াকও করেন । এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই গরমে পান্তাভাতের থেকে আর ভালো মেনু কী আছে ! শরীর সুস্থ রাখতে পান্তাভাত খেতে হবে ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে 2 মে কলকাতায় মহামিছিল বিজেপির

Last Updated : May 3, 2022, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.