কলকাতা, 1 ডিসেম্বর : দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁয়ের মধ্যে ফের সংঘাত । সৌমিত্র খাঁয়ের যুব মোর্চার জ়োন পর্যবেক্ষক ও জ়োন কনভেনারের কমিটি ভেঙে দিলেন দিলীপ ঘোষ । সৌমিত্র খাঁ ও যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাসের মধ্যে এই পদ নিয়ে দ্বন্দ্ব । এই নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নালিশ জানান প্রকাশ দাস । হেস্টিংসের বৈঠকে সেই কমিটি ভেঙে দেওয়া হয় । গোটা ঘটনায় যুব মোর্চায় গুরুত্ব বাড়ল শঙ্কুদেব পণ্ডার ।
কলকাতা জ়োনের পর্যবেক্ষক পদে যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারকে বসিয়েছিলেন সৌমিত্র খাঁ । এবার তাঁকে সরিয়ে শঙ্কুদেব পণ্ডাকে কলকাতা জ়োনের দায়িত্ব দিলেন দিলীপ ঘোষ । তাঁকে হেস্টিংসের বৈঠকে আগামী 3 ও 4 ডিসেম্বর যুব মোর্চার কলকাতা জনসভার বিশেষ দায়িত্ব দেওয়া হয় । BJP সূত্রে খবর, সৌমিত্র খাঁয় এর আগে BJP-র সাংগঠনিক জেলা সভাপতিদের অনুমতি না নিয়ে ব্যক্তিগত পছন্দের নেতাকে যুব মোর্চার জেলা সভাপতি করেছিলেন । এই ঘটনার পর চরম বিরোধিতা শুরু হয় । অভিযোগ জমা পড়ে দিলীপ ঘোষের কাছে । শেষ পর্যন্ত যুব মোর্চার জেলা সভাপতিদের কমিটি ভেঙে দেন দিলীপ ।
BJP সূত্রে খবর, সৌমিত্র খাঁ দলের 39টি সাংগঠনিক জেলা পর্যবেক্ষক ও কনভেনার নিযুক্ত করেন । এই তালিকা তৈরিতে যুব মোর্চার রাজ্য কমিটির কোনও সদস্যের সঙ্গে তিনি আলোচনা করেননি । এমনকি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তিনি আলোচনা করেননি বলে অভিযোগ । এ বিষয়ে সৌমিত্র খাঁয়ের সাফাই, "এটা দলের অভ্যন্তরীণ বিষয় । যে সমস্যা তৈরি হয়েছিল তা মিটে গেছে । একটি বিশেষ কারণে জেলার পর্যবেক্ষক ও কনভেনারের তালিকা বাতিল করা হয়েছে । নতুন তালিকা খুব শীঘ্র ঘোষণা হবে ।" যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন," সৌমিত্র খাঁ BJP-র নিয়ম অনুযায়ী কাজ করছেন না । এর আগেও তাঁকে সতর্ক করা হয়েছিল । আশা করি আগামী দিনে দলের নিয়ম মেনে তিনি কাজ করবেন ।"