কলকাতা, 25 অক্টোবর : সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়র গোয়া সফরে যাওয়ার কথা ৷ সেই প্রসঙ্গে সোমবার বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "আগে তো গোয়ায় তৃণমূলের পথ চলা শুরু হোক ৷ ভাল লোককে দায়িত্ব দিয়েছে। টালিগঞ্জের মত অবস্থা গোয়ায় না হয় ৷"
করোনার একশো কোটি ভ্যাকসিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ৷ এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না, কোন তথ্যের উনি ধার ধারেন না। অনেকে ডবল ডোজ, অনেকে সিঙ্গল ডোজ নিয়েছেন। এটার জন্য বেশি বুদ্ধি খরচ করতে হয় না, কো-উইন থেকে তথ্য পাওয়া যায়। কিন্তু এই সরকারের কোনও তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যায় না। উনি চাইলেই ভ্যাকসিন পাবেন কী করে? সবাইকে দিতে হবে।"
আরও পড়ুন : Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেছেন, "যে রাজ্য বেশি পয়সা নিচ্ছে তারাই বেশি চেঁচাচ্ছে । জিএসটি'র আওতায় আসুন তাহলে কম হবে দাম।"