ETV Bharat / city

Dilip Ghosh : মামলা করে ইডির হাত থেকে রেহাই পাবেন না অভিষেক, দাবি দিলীপের - Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব থেকে ভবানীপুরে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

dilip ghosh criticize tmc on various issue
Dilip Ghosh : মামলা করে ইডির হাত থেকে রেহাই পাবেন অভিষেক, দাবি দিলীপের
author img

By

Published : Sep 18, 2021, 4:54 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : স্বভাবসিদ্ধ ঢংয়ে শনিবার একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব থেকে ভবানীপুরে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে তিনি তৃণমূলের সমালোচনা করেছেন ৷

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘সিবিআই (CBI) এর আগেও অনেককে ডেকেছে । শিলং, ভুবনেশ্বরেও ডেকেছে । সিবিআই যেখানে নিরাপদ, সেখানে ডাকবে । এখানে ডাকলে ওদের কর্মীরা এসে ঘেরাও করবে, ঢিল মারবে, মুখ্যমন্ত্রী ধর্না দেবেন ।’’

আরও পড়ুন : Babul Supriyo : তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

একই সঙ্গে তিনি আগের উদাহরণ টেনে এনেছেন ৷ তাঁর কথায়, ‘‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা বোম্বে হাইকোর্টে স্থানান্তরিত করে তাঁদের গুজরাত থেকে সেখানে ডাকা হয়েছে । আমরা গিয়েছি । অশান্তি করিনি । আমাদের আইনের উপর আস্থা ছিল । আইনের আশ্রয় নিয়ে আমাদের নেতারা সোনার মত চকচকে হয়ে বেরিয়ে এসেছে ।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির (ED) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেছেন ৷ তা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয় না এই ভাবে বাঁচা যাবে ।’’

আরও পড়ুন : Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা

এদিন তিনি মন্তব্য করেছেন ভবানীপুরের উপনির্বাচন নিয়েও ৷ সেখানে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ প্রতিপক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে বিজেপি গোপনে প্রচার করছে বলে কোনও কোনও নেতা জানাচ্ছেন ৷

মামলা করে ইডির হাত থেকে রেহাই পাবেন অভিষেক, দাবি দিলীপের

এই নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘গোপন প্রচার মানে কর্মীদের বাড়িতে যাওয়া, আবাসনে প্রচার করা । বিষয়টি জানাজানি হলে তৃণমূল কর্মীরা এসে হুমকি দিচ্ছে ৷ তাই পরিকল্পনা করে বিজেপির বহু কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচার করছেন । আগের ভোটের সময় বহু হিন্দিভাষী ও অবাঙালী আবাসনগুলিতে গিয়ে তৃণমূল অত্যাচার চালিয়েছিল । গাড়ি ভাঙচুর করেছিল । আমরা আর তা চাই না । তা এড়াতেই বিজেপির এই পদক্ষেপ ।’’

আরও পড়ুন : Sitaram Yechury : রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ইতি, স্পষ্ট ইঙ্গিত ইয়েচুরির

সম্প্রতি ভবানীপুর প্রচারে বেরিয়ে মমতা জানিয়েছিলেন, দেশকে তালিবান (Taliban) মানসিকতা থেকে রক্ষা করতে হবে ৷ এই ইস্যুতে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘‘তালিবান তো বাংলাতেই আছে । আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই । নির্বাচনের পর আমরা যা দেখলাম, তা তালিবানি মানসিকতা । সারা ভারতবর্ষে আর কোথাও তো কারও হিম্মত হয় না বিরোধীদের উপর অত্যাচার করার ৷ পুলিশ এখানে এইসব দাঁড়িয়ে চুপ করে দেখে ৷’’

কসবায় এক তৃণমূল নেতার উপর হামলা হয়েছে ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘সমাজবিরোধীরা এখন সব তৃণমূল । ভাগ বাটোয়ারা নিয়ে এই হামলার ঘটনা ৷’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, পুরসভা ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে, ভোটারদের আতঙ্কিত করতে, এসব করা হচ্ছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অভিষেক-রুজিরার

কলকাতা, 18 সেপ্টেম্বর : স্বভাবসিদ্ধ ঢংয়ে শনিবার একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব থেকে ভবানীপুরে উপনির্বাচন-সহ একাধিক ইস্যুতে তিনি তৃণমূলের সমালোচনা করেছেন ৷

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘সিবিআই (CBI) এর আগেও অনেককে ডেকেছে । শিলং, ভুবনেশ্বরেও ডেকেছে । সিবিআই যেখানে নিরাপদ, সেখানে ডাকবে । এখানে ডাকলে ওদের কর্মীরা এসে ঘেরাও করবে, ঢিল মারবে, মুখ্যমন্ত্রী ধর্না দেবেন ।’’

আরও পড়ুন : Babul Supriyo : তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

একই সঙ্গে তিনি আগের উদাহরণ টেনে এনেছেন ৷ তাঁর কথায়, ‘‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা বোম্বে হাইকোর্টে স্থানান্তরিত করে তাঁদের গুজরাত থেকে সেখানে ডাকা হয়েছে । আমরা গিয়েছি । অশান্তি করিনি । আমাদের আইনের উপর আস্থা ছিল । আইনের আশ্রয় নিয়ে আমাদের নেতারা সোনার মত চকচকে হয়ে বেরিয়ে এসেছে ।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির (ED) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেছেন ৷ তা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয় না এই ভাবে বাঁচা যাবে ।’’

আরও পড়ুন : Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা

এদিন তিনি মন্তব্য করেছেন ভবানীপুরের উপনির্বাচন নিয়েও ৷ সেখানে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ প্রতিপক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে বিজেপি গোপনে প্রচার করছে বলে কোনও কোনও নেতা জানাচ্ছেন ৷

মামলা করে ইডির হাত থেকে রেহাই পাবেন অভিষেক, দাবি দিলীপের

এই নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘গোপন প্রচার মানে কর্মীদের বাড়িতে যাওয়া, আবাসনে প্রচার করা । বিষয়টি জানাজানি হলে তৃণমূল কর্মীরা এসে হুমকি দিচ্ছে ৷ তাই পরিকল্পনা করে বিজেপির বহু কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচার করছেন । আগের ভোটের সময় বহু হিন্দিভাষী ও অবাঙালী আবাসনগুলিতে গিয়ে তৃণমূল অত্যাচার চালিয়েছিল । গাড়ি ভাঙচুর করেছিল । আমরা আর তা চাই না । তা এড়াতেই বিজেপির এই পদক্ষেপ ।’’

আরও পড়ুন : Sitaram Yechury : রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ইতি, স্পষ্ট ইঙ্গিত ইয়েচুরির

সম্প্রতি ভবানীপুর প্রচারে বেরিয়ে মমতা জানিয়েছিলেন, দেশকে তালিবান (Taliban) মানসিকতা থেকে রক্ষা করতে হবে ৷ এই ইস্যুতে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘‘তালিবান তো বাংলাতেই আছে । আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই । নির্বাচনের পর আমরা যা দেখলাম, তা তালিবানি মানসিকতা । সারা ভারতবর্ষে আর কোথাও তো কারও হিম্মত হয় না বিরোধীদের উপর অত্যাচার করার ৷ পুলিশ এখানে এইসব দাঁড়িয়ে চুপ করে দেখে ৷’’

কসবায় এক তৃণমূল নেতার উপর হামলা হয়েছে ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘সমাজবিরোধীরা এখন সব তৃণমূল । ভাগ বাটোয়ারা নিয়ে এই হামলার ঘটনা ৷’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, পুরসভা ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে, ভোটারদের আতঙ্কিত করতে, এসব করা হচ্ছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অভিষেক-রুজিরার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.