কলকাতা, 24 অগাস্ট : দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি । বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে । প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, জাতীয় থেকে রাজ্যস্তরের সকলেই শোকপ্রকাশ করেন । এই প্রসঙ্গে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গত লোকসভায় সফল ভাবে নিজের দায়িত্ব পালন করা সত্ত্বেও অসুস্থতার কারণেই নির্বাচনে লড়া থেকে বিরত থাকেন অরুণ জেটলি । বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । অবশ্য তাঁর যে যোগ্যতা ছিল, যার ফলে তিনি যে জায়গায় ছিলেন তা কেউ পূরণ করতে পারবে না । বহু বছর ধরে সব দলকে সঙ্গে নিয়ে তিনি কাজ করে গেছেন । সব জায়গায় তাঁর বন্ধু ছিল । তাঁর মতো মুক্তমনা এক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোয় অনেক ক্ষতি হল আমাদের ।"
এদিকে অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও । তিনি বলেন, "অরুণ জেটলি মারা যাওয়া একটা বড় ক্ষতি । ব্যক্তিগতভাবে তাঁর ঘনিষ্ঠ ছিলাম । ওঁর মতো বন্ধুবৎসল সদালাপী লোক খুব কমই ছিল । রাজ্যসভার সদস্য, পরে রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে উনি নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছিলেন ।"
অর্থমন্ত্রী হিসাবে জেটলির কাজের প্রশংসা করে সৌগতবাবু বলেন, "এত অসুবিধা সত্ত্বেও দেশের অর্থনীতিকে সঠিক পথে চালানোর চেষ্টা করে গেছেন তিনি । সত্যিই তাঁর মৃত্যুতে একটা বড় শূন্যতা তৈরি হল । সবাই বলে অরুণ জেটলি না থাকলে সরকার আরও থার্ড লাইনে চলে যাবে ।"
অরুণ জেটলির প্রয়াণে শোক জ্ঞাপন করেন CPI(M) সাংসদ মহম্মদ সেলিমও । তিনি বলেন, "তাঁর পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি আমার সমবেদনা । সংসদীয় রাজনীতিতে তিনি সফল ও দক্ষ । তার্কিক, পার্লামেন্টারিয়ান ও প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা মনে রাখার মতো৷ একজন সফল আইনজীবীও ছিলেন । আমাদের রাজনীতিতে এখন ভীষণভাবে শিক্ষিত মানুষের অভাব । সংসদে যখন তার্কিকের অভাব দেখা যাচ্ছে, তখন তাঁর অভাব অনেক বেশি করে উপলব্ধি হবে ।"