ETV Bharat / city

"পার্থবাবু যেন কাট মানি না খান", পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনে গিয়ে কটাক্ষ দিলীপের - bikash bhawan

"কেন্দ্র সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা তাঁরা পাচ্ছেন না । এটা চরম অন্যায় হচ্ছে" । আজ পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে গিয়ে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পার্শ-শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে
author img

By

Published : Nov 16, 2019, 8:33 PM IST

কলকাতা, 16 নভেম্বর: কাট মানি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দিলীপবাবু বলেন, "শিক্ষকদের প্রাপ্য 60 শতাংশ টাকা থেকে যেন পার্থবাবু কাট মানি না খান ।" শনিবার সকালে সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে পার্শ্ব-শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে যান দিলীপবাবু ৷ তিনি সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেন ।

গত সোমবার ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করা এবং স্থায়ীকরণের দাবিতে হাজারখানেক পার্শ্ব-শিক্ষক বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে ধরনায় বসেন ৷ তাঁদের মধ্যে 30 জন শিক্ষক-শিক্ষিকা শুক্রবার রাত থেকে আমরণ অনশন শুরু করেন ৷ আজ শনিবার ছিল ধরনার ষষ্ঠ দিন এবং অনশনের দ্বিতীয় দিন ৷

BJP-র রাজ্য সভাপতি ধরনায় বসা পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, "পার্শ্ব-শিক্ষকদের কথা আমি দিল্লিতে গিয়ে বলব । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে এদের দুর্দশার কথা জানাব । কেন্দ্র সরকার এদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা শিক্ষকরা পাচ্ছে না । এটা চরম অন্যায় হচ্ছে" ৷

কলকাতা, 16 নভেম্বর: কাট মানি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দিলীপবাবু বলেন, "শিক্ষকদের প্রাপ্য 60 শতাংশ টাকা থেকে যেন পার্থবাবু কাট মানি না খান ।" শনিবার সকালে সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে পার্শ্ব-শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে যান দিলীপবাবু ৷ তিনি সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেন ।

গত সোমবার ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করা এবং স্থায়ীকরণের দাবিতে হাজারখানেক পার্শ্ব-শিক্ষক বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে ধরনায় বসেন ৷ তাঁদের মধ্যে 30 জন শিক্ষক-শিক্ষিকা শুক্রবার রাত থেকে আমরণ অনশন শুরু করেন ৷ আজ শনিবার ছিল ধরনার ষষ্ঠ দিন এবং অনশনের দ্বিতীয় দিন ৷

BJP-র রাজ্য সভাপতি ধরনায় বসা পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, "পার্শ্ব-শিক্ষকদের কথা আমি দিল্লিতে গিয়ে বলব । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে এদের দুর্দশার কথা জানাব । কেন্দ্র সরকার এদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা শিক্ষকরা পাচ্ছে না । এটা চরম অন্যায় হচ্ছে" ৷

Intro:বিধাননগর, ১৬ নভেম্বর: শিক্ষকদের প্রাপ্য ৬০ শতাংশ টাকা দিয়ে দিন। ওখান থেকে টাকা যেন পার্থবাবু কাটমানি না খান। পার্শ্বশিক্ষকদের আন্দোলন থেকে সরাসরি শিক্ষামন্ত্রীকে তির্যক মন্তব্য দিলীপ ঘোষ। তা আরো উক্তি, "শিক্ষকদের প্রাপ্য তো দিচ্ছেই না উল্টে তাদের আন্দোলন করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। শিক্ষকরা আদালত থেকে আন্দোলন করার অনুমতি আদায় করেছে। আদালত আন্দোলন জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়ার কথা বলেছে। অথচ সরকার এদের কোন ধরনের সুবিধা দিচ্ছে না। এদের শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা করা হয়নি"। পার্শ্বশিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন শনিবার সকালে তাদের মঞ্চ থেকে এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।Body:শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে পার্শ্ব শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে আসেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর গত ১১ নভেম্বর বিকাশ ভবন থেকে একশো মিটার দূরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে ধর্ণায় বসেন পার্শ্ব শিক্ষকরা।

তাদের দাবি,ন্যায্য বেতন কাঠামো ও পূর্ন শিক্ষকের মর্যাদা দিতে হবে। ধরণার পাশাপাশি শুক্রবার রাত থেকে ৩০ জন শিক্ষক শিক্ষিকা আমরণ অনশনে বসেন। শনিবার ছিল ধরনার ষষ্ঠ দিন। অনশনের দ্বিতীয় দিন। সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চ থেকে তাদের আন্দোলনকে কুর্নিশ জানান। তিনি আন্দোলন প্রসঙ্গে বলেন, "এদের কথা আমি দিল্লিতে গিয়ে বলব। শিক্ষা মন্ত্রী এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে এদের দুর্দশার কথা জানাব। কেন্দ্র সরকার এদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা শিক্ষকরা পাচ্ছে না এটা চরম অন্যায়"।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.