ETV Bharat / city

Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় (Budget Session in WB Assembly) ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Jagdeep Dhankhar) ভাষণের সময় গোলমাল হয় ৷ সেই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WB Speaker Biman Banerjee) দেখা করার অনুরোধ করেছেন ৷

dhankhar urges wbla speaker biman banerjee for a meeting
Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল
author img

By

Published : Mar 8, 2022, 8:01 PM IST

Updated : Mar 8, 2022, 8:34 PM IST

কলকাতা, 7 মার্চ : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Jagdeep Dhankhar) ৷ আগামী তিনদিনের মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায়কে (WB Speaker Biman Banerjee) দেখা করার জন্য অনুরোধ করেছেন তিনি ৷ গতকাল, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নিয়ে কথা বলতেই তিনি অধ্যক্ষকে দেখা করার অনুরোধ করেছেন (Dhankhar urges WBLA Speaker Biman Banerjee for a Meeting) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় (Budget Session in WB Assembly) ৷ প্রথামাফিক রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়েছিলেন ভাষণ দিতে ৷ কিন্তু তিনি ভাষণ শুরু করার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷ পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

  • WB Guv:

    Urged Speaker WBLA for a meeting in next three days in view of “unseemly ruckus and chaotic spectacle unfolded in the hallowed precincts of the august WB Assembly on March 07 during Governor Address under article 176 when decorum and propriety nosedived to lowest nadir pic.twitter.com/gcz9OFUHqH

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই সময় রাজ্যপাল চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে আটকান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) রাজ্যপালকে অনুরোধ করেন অন্তত বাজেট ভাষণ পেশ করে দিতে ৷ পরে রাজ্যপাল বাজেট ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে, তা পেশ করেন ৷

কিন্তু সেদিন কেন এত গোলমাল হল, তা জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণেই তিনি অধ্যক্ষকে দেখার করার অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর

কলকাতা, 7 মার্চ : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Jagdeep Dhankhar) ৷ আগামী তিনদিনের মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায়কে (WB Speaker Biman Banerjee) দেখা করার জন্য অনুরোধ করেছেন তিনি ৷ গতকাল, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নিয়ে কথা বলতেই তিনি অধ্যক্ষকে দেখা করার অনুরোধ করেছেন (Dhankhar urges WBLA Speaker Biman Banerjee for a Meeting) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় (Budget Session in WB Assembly) ৷ প্রথামাফিক রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়েছিলেন ভাষণ দিতে ৷ কিন্তু তিনি ভাষণ শুরু করার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷ পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

  • WB Guv:

    Urged Speaker WBLA for a meeting in next three days in view of “unseemly ruckus and chaotic spectacle unfolded in the hallowed precincts of the august WB Assembly on March 07 during Governor Address under article 176 when decorum and propriety nosedived to lowest nadir pic.twitter.com/gcz9OFUHqH

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই সময় রাজ্যপাল চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে আটকান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) রাজ্যপালকে অনুরোধ করেন অন্তত বাজেট ভাষণ পেশ করে দিতে ৷ পরে রাজ্যপাল বাজেট ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে, তা পেশ করেন ৷

কিন্তু সেদিন কেন এত গোলমাল হল, তা জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণেই তিনি অধ্যক্ষকে দেখার করার অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর

Last Updated : Mar 8, 2022, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.