ETV Bharat / city

vaccination : দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রীকে আবেদন ঢাকিদের

শারদ উৎসব দোরগোড়ায় এসে গিয়েছে । এখনও অধিকাংশ ঢাকির ভ্যাকসিন নেওয়া হয়নি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর আবেদন, দ্রুত যাতে ভ্যাকসিনের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুন ৷

dhakis are urging to mamata banerjee for their covid vaccination before durga puja
দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রীকে আবেদন ঢাকিদের
author img

By

Published : Aug 5, 2021, 7:06 PM IST

কলকাতা, 5 অগস্ট : ভ্যাকসিন (Covid Vaccine) সমস্যায় জর্জরিত ঢাকিরা । শারদ উৎসব (Durga Puja) দোরগোড়ায় এসে গিয়েছে । এখনও অধিকাংশ ঢাকির ভ্যাকসিন নেওয়া হয়নি । তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন বাংলার ঢাকিদের ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । আর মাঝে মাত্র কয়েকটি মাস । কিন্তু এর মধ্যেই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢাকিরা । এবারের পুজোয় ভ্যাকসিনেশন (Covid Vaccination) না হলে মিলবে না ঢাক বাজানোর সুযোগ ৷ তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ । দুর্গাপুজোয় যাঁদের ঢাকের তালে মুখরিত হয় গোটা মণ্ডপ, এখন তাঁরাই দুশ্চিন্তায় ।

আরও পড়ুন : Kumartuli problem : টানা বৃষ্টিতে দুর্ভোগে কুমোরটুলি, তবু ঐতিহ্য আঁকড়ে মৃৎশিল্পীরা

আসলে বছরের এই ক’টা দিন ঢাকিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ, এই কয়েকদিনের আয় তাঁদের সারা বছরের উপার্জন । আর সেকারণেই তাঁরা সারা বছর ধরে দুর্গাপুজোর এই ক'টি দিনের দিকে তাকিয়ে থাকেন । কিন্তু গতবছর করোনা আবহে এমনিতেই দুর্গাপুজোয় তেমন ডাক পাননি তাঁরা । এ বছর আবার পুজো মণ্ডপে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু এখনও বহু সংখ্যক পরিবার এমন রয়েছে, যাদের ভ্যাকসিনের একটিমাত্র ডোজও দেওয়া হয়নি ।

এই অবস্থায় তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন । তাঁদের অনুরোধ, দ্রুত যাতে ভ্যাকসিনের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে ঢাকিরা চাইছেন, আগের মতোই আবার সরকারি অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক । এমনটা না হলে তাঁদের না খেয়ে মরা ছাড়া কোনও উপায় থাকবে না ।

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

যদিও ফোরাম ফর দুর্গোৎসব কমিটির তরফ থেকে জানানো হচ্ছে, পুজোর সময় যাঁদের তারা ব্যবহার করবে, তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে । এ বিষয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে একপ্রস্থ তাদের আলোচনা হয়েছে । প্রয়োজনে বেসরকারি উদ্যোগে হলেও তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে । এই অবস্থায় সেদিকেই তাকিয়ে ঢাক শিল্পীরা ।

ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘‘শুধু ঢাকি নয়, পুরোহিত, ডেকোরেটরসের কর্মী, লাইট ম্যান থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সকলের ক্ষেত্রেই টিকাকরণকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Horror In Hostel : ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

কলকাতা, 5 অগস্ট : ভ্যাকসিন (Covid Vaccine) সমস্যায় জর্জরিত ঢাকিরা । শারদ উৎসব (Durga Puja) দোরগোড়ায় এসে গিয়েছে । এখনও অধিকাংশ ঢাকির ভ্যাকসিন নেওয়া হয়নি । তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন বাংলার ঢাকিদের ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । আর মাঝে মাত্র কয়েকটি মাস । কিন্তু এর মধ্যেই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢাকিরা । এবারের পুজোয় ভ্যাকসিনেশন (Covid Vaccination) না হলে মিলবে না ঢাক বাজানোর সুযোগ ৷ তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ । দুর্গাপুজোয় যাঁদের ঢাকের তালে মুখরিত হয় গোটা মণ্ডপ, এখন তাঁরাই দুশ্চিন্তায় ।

আরও পড়ুন : Kumartuli problem : টানা বৃষ্টিতে দুর্ভোগে কুমোরটুলি, তবু ঐতিহ্য আঁকড়ে মৃৎশিল্পীরা

আসলে বছরের এই ক’টা দিন ঢাকিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ, এই কয়েকদিনের আয় তাঁদের সারা বছরের উপার্জন । আর সেকারণেই তাঁরা সারা বছর ধরে দুর্গাপুজোর এই ক'টি দিনের দিকে তাকিয়ে থাকেন । কিন্তু গতবছর করোনা আবহে এমনিতেই দুর্গাপুজোয় তেমন ডাক পাননি তাঁরা । এ বছর আবার পুজো মণ্ডপে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু এখনও বহু সংখ্যক পরিবার এমন রয়েছে, যাদের ভ্যাকসিনের একটিমাত্র ডোজও দেওয়া হয়নি ।

এই অবস্থায় তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন । তাঁদের অনুরোধ, দ্রুত যাতে ভ্যাকসিনের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে ঢাকিরা চাইছেন, আগের মতোই আবার সরকারি অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক । এমনটা না হলে তাঁদের না খেয়ে মরা ছাড়া কোনও উপায় থাকবে না ।

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

যদিও ফোরাম ফর দুর্গোৎসব কমিটির তরফ থেকে জানানো হচ্ছে, পুজোর সময় যাঁদের তারা ব্যবহার করবে, তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে । এ বিষয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে একপ্রস্থ তাদের আলোচনা হয়েছে । প্রয়োজনে বেসরকারি উদ্যোগে হলেও তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে । এই অবস্থায় সেদিকেই তাকিয়ে ঢাক শিল্পীরা ।

ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘‘শুধু ঢাকি নয়, পুরোহিত, ডেকোরেটরসের কর্মী, লাইট ম্যান থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সকলের ক্ষেত্রেই টিকাকরণকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Horror In Hostel : ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.