ETV Bharat / city

ছুটিতে রাজীব, CBI-কে জবাবি চিঠি রাজ্যের - Kolkata

9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার । নবান্নে দেওয়া CBI-এর চিঠির জবাবে রাজ্য একথা জানিয়ে দিল । প্রথমে CBI-কে চিঠির জবাব দিয়েছিলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । এরপর একে একে একে জবাব দিলেন মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

রাজীব কুমার
author img

By

Published : Sep 16, 2019, 6:12 PM IST

Updated : Sep 16, 2019, 7:46 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার । নবান্নে দেওয়া CBI-এর চিঠির জবাবে রাজ্য একথা জানিয়ে দিল । প্রথমে CBI-কে চিঠির জবাব দিয়েছিলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । এরপর একে একে একে জবাব দিলেন মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আজ দিনভর অপেক্ষার পর বিধাননগর কমিশনারেটের দুই অফিসার CGO কমপ্লেক্সে যান ৷ তাঁদের হাতে ছিল বেশ কয়েকটি ফাইল ৷ সূত্রের খবর, CBI যেভাবে অফিসার পাঠিয়ে নবান্নে চিঠি দিয়ে এসেছে, একই কায়দায় দুই পুলিশ অফিসার পাঠিয়ে প্রশাসনের তরফে DG-র জবাবি চিঠি দিয়ে আসা হয় ৷ তবে এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি ৷ গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফের দু'টি চিঠি দেওয়া হয়েছিল ৷ তার একটিতে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় ৷ অন্য চিঠিতে রাজীব কুমারকে হাজির করানোর কথা বলা হয় ৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় CBI আধিকারিকদের চিঠি দিয়েছেন ৷ DG-র তরফেও চিঠি দেওয়া হয়েছে । সেখানে জানানো হয়েছে, 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রাজীব কুমার ছুটিতে রয়েছেন ৷ আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন তা উচ্চতর আধিকারিকদের জানাতে হয় ৷ রাজীব কুমার বর্তমানে CID (ADG)-র দায়িত্বে রয়েছেন ৷ তিনি ছুটিতে আছেন বলে CBI-কে ইমেলে জানিয়েছেন । তাঁর খোঁজ মিলছে না বলেই দাবি CBI-র ৷ তাই রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হন CBI-র তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন : নবান্নে CBI অফিসাররা, চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে

আজ সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা ৷ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন CBI অফিসাররা ৷ গতকাল ছুটি থাকায় CBI অফিসারদের চিঠি গ্রহণ করেননি প্রশাসনিক শীর্ষকর্তারা ৷ আজ CBI অফিসারদের চিঠি দেওয়ার পর জবাব দিলেন DG বীরেন্দ্র ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর : 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার । নবান্নে দেওয়া CBI-এর চিঠির জবাবে রাজ্য একথা জানিয়ে দিল । প্রথমে CBI-কে চিঠির জবাব দিয়েছিলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । এরপর একে একে একে জবাব দিলেন মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আজ দিনভর অপেক্ষার পর বিধাননগর কমিশনারেটের দুই অফিসার CGO কমপ্লেক্সে যান ৷ তাঁদের হাতে ছিল বেশ কয়েকটি ফাইল ৷ সূত্রের খবর, CBI যেভাবে অফিসার পাঠিয়ে নবান্নে চিঠি দিয়ে এসেছে, একই কায়দায় দুই পুলিশ অফিসার পাঠিয়ে প্রশাসনের তরফে DG-র জবাবি চিঠি দিয়ে আসা হয় ৷ তবে এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি ৷ গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফের দু'টি চিঠি দেওয়া হয়েছিল ৷ তার একটিতে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় ৷ অন্য চিঠিতে রাজীব কুমারকে হাজির করানোর কথা বলা হয় ৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় CBI আধিকারিকদের চিঠি দিয়েছেন ৷ DG-র তরফেও চিঠি দেওয়া হয়েছে । সেখানে জানানো হয়েছে, 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রাজীব কুমার ছুটিতে রয়েছেন ৷ আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন তা উচ্চতর আধিকারিকদের জানাতে হয় ৷ রাজীব কুমার বর্তমানে CID (ADG)-র দায়িত্বে রয়েছেন ৷ তিনি ছুটিতে আছেন বলে CBI-কে ইমেলে জানিয়েছেন । তাঁর খোঁজ মিলছে না বলেই দাবি CBI-র ৷ তাই রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হন CBI-র তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন : নবান্নে CBI অফিসাররা, চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে

আজ সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা ৷ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন CBI অফিসাররা ৷ গতকাল ছুটি থাকায় CBI অফিসারদের চিঠি গ্রহণ করেননি প্রশাসনিক শীর্ষকর্তারা ৷ আজ CBI অফিসারদের চিঠি দেওয়ার পর জবাব দিলেন DG বীরেন্দ্র ৷

Intro:
কলকাতা, ১৬ অগাস্ট: আজও সিজিও কম্প্লেক্স গেলেন না রাজীব কুমার। দেখা করলেন না তদন্তকারীদের সঙ্গে। তবে সিবিআই এর তরফ থেকে নবান্নে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়। নবান্নের অফিস খুলতেই CBIএর অফিসার হাজির হন সেখানে। রবিবার ব্যর্থ হওয়ার পর আজ রাজ্যের দুই শীর্ষ আমলাকে চিঠি দেন। এদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্যের ডিজি বীরেন্দ্র সিবিআইয়ের চিঠির জবাব দিয়েছেন। তবে কি জবাব দিয়েছেন তা জানা যায়নি।
Body:আজ দিনভর অপেক্ষার পর বিধান নগর কমিশনারেটের দুই অফিসার যান সিজিও কম্প্লেক্সে। তাদের হাতে ছিল ফাইল। সেই ফাইলে কি ছিল তা বলতে চাননি তাঁরা। সূত্রের খবর, সিবিআই যেভাবে অফিসার পাঠিয়ে নবান্নে চিঠি দিয়ে এসেছে, একই কায়দায় দুই পুলিশ অফিসার পাঠিয়ে ডিজির জবাবি চিঠি দিয়ে এলেন। তবে এ বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। গতকাল সিরিয়ায় তরফের দুটি চিঠি দেওয়া হয়েছিল। তার একটিতে জানতে চাওয়া হয়েছিল রাজীব কুমারের অবস্থান সম্পর্কে। অন্য চিঠি ছিল রাজীব কুমারকে হাজির করানোর জন্য। সূত্রের খবর তেমনটাই। Conclusion:আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কি কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন জানাতে হয় উচ্চতর আধিকারিকদের। রাজীব কুমার সিআইডিতে উচ্চপদে কর্মরত। তিনি ছুটিতে রয়েছেন বলে ইমেইলে জানিয়েছিলেন সিবিআইকে। তার খোঁজ মিলছে না বলে দাবি সিবিআইয়ের। এমত অবস্থায় তারা রাজিব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের শরণাপন্ন হন।
Last Updated : Sep 16, 2019, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.