ETV Bharat / city

KMC Election 2021 : পেশীশক্তি নয়, উন্নয়নের তাসেই কলকাতা পৌরনিগম ভোটে জয়ের বার্তা অভিষেকের - কলকাতা পৌরভোট নিয়ে তৃণমূলের বৈঠক

কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) আগে হাজরার মহারাষ্ট্র নিবাসে নির্বাচনী বৈঠক করল তৃণমূল কংগ্রেস ৷ নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বৈঠকে দলের রণকৌশল ঠিক করে দেন অভিষেক ৷ সাফ জানিয়ে দেন, উন্নয়নই হবে কলকাতা পৌর নির্বাচনের প্রধান ইস্যু ৷

development will be the key issue of tmc campaign for kmc election 2021
KMC Election 2021 : উন্নয়নই হোক কলকাতা পৌর নির্বাচনের প্রধান ইস্যু, বার্তা অভিষেকের
author img

By

Published : Dec 4, 2021, 5:13 PM IST

Updated : Dec 4, 2021, 7:52 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : সাম্প্রতিক পৌরভোটে (Tripura Municipal Election 2021) হিংসার সাক্ষী থেকেছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা (Violence in Tripura Municipal Election 2021) ৷ কলকাতায় তার পুনরাবৃত্তি চায় না শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তারা চায়, উন্নয়নই হোক কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) প্রধান ইস্যু ৷ এই বিষয়টিকে সামনে রেখেই প্রচার করুন দলের প্রার্থী ও নেতা-কর্মীরা ৷ শনিবার হাজরার মহারাষ্ট্র নিবাসে আয়োজিত একটি বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee on Election Strategy) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি

এদিনের নির্বাচনী বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim), বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)-সহ দলের অন্য নেতারা ৷ উপস্থিত ছিলেন আসন্ন পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 144 জন প্রার্থীও ৷ এমনকী, যাঁরা এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি, তাঁদেরও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছিল ৷ তাঁদের সকলকেই আসন্ন পৌরভোটের প্রচারে উন্নয়নকেই ইস্যু করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কড়া বার্তা, কোনওভাবেই শাসকদলের বিরুদ্ধে পেশীশক্তির প্রদর্শনের অভিযোগ তোলার মতো ঘটনা যেন না ঘটে ৷

পঞ্চায়েত ভোট থেকে একুশের বিধানসভা নির্বাচন, প্রায় সমস্ত ক্ষেত্রেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পেশীশক্তি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ প্রচারে বাধা, নির্বাচন চলাকালীন অন্যান্য দলের এজেন্টদের বুথে বসতে না দেওয়া কিংবা ছাপ্পা ভোট, শাসক শিবিরের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ভুরি ভুরি ৷ এবার যাতে এমন একটিও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর সাফ কথা, কোথাও বিরোধীদের প্রচার কর্মসূচিতে যেন বাধা না দেওয়া হয় ৷ ভোটের দিনও যেন বিরোধী সমস্ত দলের এজেন্টরাই নির্বিঘ্নে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন ৷ কোথাও যেন তৃণমূলের কর্মীদের তরফ থেকে কোনও বাধা না আসে ৷ দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, মানুষের মন জয় করতে তাঁদের কাছে পৌঁছে যেতে হবে ৷ ভালভাবে কথা বলতে হবে ৷ তুলে ধরতে হবে উন্নয়নের খতিয়ান ৷ সবথেকে বড় বিষয় হল, এমন কোনও আচরণ করা যাবে না, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মুখ পোড়ে ৷ একইসঙ্গে, পথসভা বা বড় বড় জনসভার বদলে বাড়ি বাড়ি প্রচারের উপরেই জোর দিয়েছেন অভিষেক ৷

আরও পড়ুন : KMC Election 2021 : প্রচারে বেরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন তৃণমূল প্রার্থী

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম ও তাপস রায় ৷ ফিরহাদ হাকিম বলেন, ‘‘প্রার্থী তালিকায় অনেক নতুন এবং পুরনো প্রার্থী রয়েছেন ৷ তাঁদের মধ্যে সমন্বয় স্থাপনের জন্যই এদিনের এই বৈঠক ৷ সবাইকে একসঙ্গে নিয়েই চলতে হবে ৷ যাঁরা প্রার্থী হয়েছেন এবং যাঁরা প্রার্থী হতে পারেননি, তাঁদের সকলকে নিয়েই দল এগিয়ে চলবে ৷ যাঁরা এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি, তাঁদের অন্য কাজে ব্যবহার করা হবে ৷ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে দলকে ৷ তা না করলে, দলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷’’

কলকাতা, 4 ডিসেম্বর : সাম্প্রতিক পৌরভোটে (Tripura Municipal Election 2021) হিংসার সাক্ষী থেকেছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা (Violence in Tripura Municipal Election 2021) ৷ কলকাতায় তার পুনরাবৃত্তি চায় না শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তারা চায়, উন্নয়নই হোক কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) প্রধান ইস্যু ৷ এই বিষয়টিকে সামনে রেখেই প্রচার করুন দলের প্রার্থী ও নেতা-কর্মীরা ৷ শনিবার হাজরার মহারাষ্ট্র নিবাসে আয়োজিত একটি বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee on Election Strategy) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি

এদিনের নির্বাচনী বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim), বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)-সহ দলের অন্য নেতারা ৷ উপস্থিত ছিলেন আসন্ন পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 144 জন প্রার্থীও ৷ এমনকী, যাঁরা এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি, তাঁদেরও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছিল ৷ তাঁদের সকলকেই আসন্ন পৌরভোটের প্রচারে উন্নয়নকেই ইস্যু করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কড়া বার্তা, কোনওভাবেই শাসকদলের বিরুদ্ধে পেশীশক্তির প্রদর্শনের অভিযোগ তোলার মতো ঘটনা যেন না ঘটে ৷

পঞ্চায়েত ভোট থেকে একুশের বিধানসভা নির্বাচন, প্রায় সমস্ত ক্ষেত্রেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পেশীশক্তি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ প্রচারে বাধা, নির্বাচন চলাকালীন অন্যান্য দলের এজেন্টদের বুথে বসতে না দেওয়া কিংবা ছাপ্পা ভোট, শাসক শিবিরের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ভুরি ভুরি ৷ এবার যাতে এমন একটিও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর সাফ কথা, কোথাও বিরোধীদের প্রচার কর্মসূচিতে যেন বাধা না দেওয়া হয় ৷ ভোটের দিনও যেন বিরোধী সমস্ত দলের এজেন্টরাই নির্বিঘ্নে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন ৷ কোথাও যেন তৃণমূলের কর্মীদের তরফ থেকে কোনও বাধা না আসে ৷ দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, মানুষের মন জয় করতে তাঁদের কাছে পৌঁছে যেতে হবে ৷ ভালভাবে কথা বলতে হবে ৷ তুলে ধরতে হবে উন্নয়নের খতিয়ান ৷ সবথেকে বড় বিষয় হল, এমন কোনও আচরণ করা যাবে না, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মুখ পোড়ে ৷ একইসঙ্গে, পথসভা বা বড় বড় জনসভার বদলে বাড়ি বাড়ি প্রচারের উপরেই জোর দিয়েছেন অভিষেক ৷

আরও পড়ুন : KMC Election 2021 : প্রচারে বেরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন তৃণমূল প্রার্থী

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম ও তাপস রায় ৷ ফিরহাদ হাকিম বলেন, ‘‘প্রার্থী তালিকায় অনেক নতুন এবং পুরনো প্রার্থী রয়েছেন ৷ তাঁদের মধ্যে সমন্বয় স্থাপনের জন্যই এদিনের এই বৈঠক ৷ সবাইকে একসঙ্গে নিয়েই চলতে হবে ৷ যাঁরা প্রার্থী হয়েছেন এবং যাঁরা প্রার্থী হতে পারেননি, তাঁদের সকলকে নিয়েই দল এগিয়ে চলবে ৷ যাঁরা এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি, তাঁদের অন্য কাজে ব্যবহার করা হবে ৷ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে দলকে ৷ তা না করলে, দলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Last Updated : Dec 4, 2021, 7:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.