কলকাতা, 25 অক্টোবর : গত ২৪ ঘন্টায় কলকাতা পৌরনিগমের ১৪৪টি ওয়ার্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০ জন। এর মধ্যে ১২৫ জনই উপসর্গহীন। ডবল ডোজ টিকা নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। একটি টিকা নিয়ে ৫০ জন আক্রান্ত হয়েছেন। বৃহত্তর কলকাতা নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। দুর্গাপুজো শেষ হতেই করোনার এই বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে কলকাতা পৌরনিগমের। তবে এখনই কনটেনমেন্ট জোন চাইছে না কলকাতা পৌরনিগম ৷
করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেলেও এখনই কনটেনমেন্ট জোন ফের শুরু করতে চাইছে না কলকাতা পুরনিগম। প্রাথমিকভাবে মাইক্রো কনটেনমেন্ট জোন করে নোটিশ ইস্যু করা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে পুরনিগম। এ প্রসঙ্গে কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "এখনই কনটেনমেন্ট জোন আমরা করছি না। কলকাতায় বেশিরভাগ মানুষের করোনার ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। তাই করোনা হলেও মৃত্যুর সম্ভাবনা কম। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষকে সচেতন করতে হবে। আমরা ছোট ছোট মাইক্রো কনটেনমেন্ট জোন করে নোটিশ দিচ্ছি। পাশাপাশি আমরা কলকাতায় পুর এলাকাগুলোতে পুরনিগম জোরদার প্রচার শুরু করছে।"
আরও পড়ুন : বাড়ল করোনায় মৃতের সংখ্যা, সল্টলেক ও দমদমে একাধিক কনটেনমেন্ট জোন
রাস্তাঘাটে মানুষ যাতে মাস্ক পড়ে থাকেন, সে ব্যাপারে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম কলকাতা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । সেই সঙ্গে মানুষ যাতে ভিড় এড়িয়ে চলেন, তার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি ৷