কলকাতা,25 ফেব্রুয়ারি :রাজ্যে আসছেন না ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর যে, যে আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল সে বৈঠক হবে ভার্চুয়ালি।
পূর্বর্নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে প্রথমে বৃহস্পতিবার রাজ্যে আসার কথা ছিল সুদীপ জৈনের। তবে তা পরে বদল হয়ে তাঁর আসার কথা হয় বুধবার রাতে। তবে শেষ মুহূর্তের খবর অনুসারে তাঁর রাজ্য সফর বাতিল হয়েছে। তবে CEO অফিস সূত্রে খবর যে রাজ্যে এসে তাঁর যে বৈঠক করার কথা ছিল সেই একই সময় বৈঠক হবে, তবে তা হবে ভার্চুয়ালি।
আরও পড়ুন :কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
রাজ্যে শেষ মুহূর্তের নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। রাজ্য প্রশাসনের আধিকারিক ও নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জেলা ডিইও, ডিভিশনাল কমিশনার, আইজি, ডিআইজি, এসপি ও সমস্তকমিশনারেটের সিপিদের থেকে কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।