ETV Bharat / city

উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস - কলকাতায় আবহাওয়ার খবর

আগামী তিনদিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে ৷

weather report
ঘন কুয়াশার পূর্বাভাস
author img

By

Published : Nov 26, 2019, 11:53 AM IST

কলকাতা, 26 নভেম্বর : আগামী তিনদিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই । সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী 24 ঘণ্টায় । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও কমার এখনই কোনও সম্ভাবনা নেই ।


তবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরপর আগামী দু-তিনদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই ৷ যেমনটা চলছে তেমনই চলবে আগামী কয়েকদিন । দক্ষিণবঙ্গে আগামী 72 ঘণ্টায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ।" সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে হ্রাস পাওয়ার এই মুহূর্তে কোনও সম্ভাবনা নেই ৷ এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন তিনি ।


কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টা কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি । সপ্তাহ শেষে আরব সাগর এবং ভারত মহাসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এই নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিমী শীতল বাতাস প্রবেশে বাধার সৃষ্টি হতে পারে ৷ তাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ৷

কলকাতা, 26 নভেম্বর : আগামী তিনদিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই । সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী 24 ঘণ্টায় । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও কমার এখনই কোনও সম্ভাবনা নেই ।


তবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরপর আগামী দু-তিনদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই ৷ যেমনটা চলছে তেমনই চলবে আগামী কয়েকদিন । দক্ষিণবঙ্গে আগামী 72 ঘণ্টায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ।" সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে হ্রাস পাওয়ার এই মুহূর্তে কোনও সম্ভাবনা নেই ৷ এবং কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন তিনি ।


কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টা কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি । সপ্তাহ শেষে আরব সাগর এবং ভারত মহাসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এই নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিমী শীতল বাতাস প্রবেশে বাধার সৃষ্টি হতে পারে ৷ তাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ৷

Intro:আগামী তিন দিন আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্র হাজার 19 ডিগ্রী কাছাকাছি থাকবে আগামী 24 ঘন্টায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে নতুন করে তাপমাত্রা কমার এখনই কোন সম্ভাবনা নেই।


Body:তবে উত্তর বঙ্গের উপরের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী দু-তিন দিন ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া অফিস পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন নেই যেমন টা চলছে তেমনি চলবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে আগামী 72 ঘন্টায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি । কলকাতায় ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন তিনি।


Conclusion:কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা কুড়িটি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'টি ডিগ্রী বেশি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.