ETV Bharat / city

Aliah University Students Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে আলিয়ার পড়ুয়াদের একাংশ, পার্কসার্কাস ক্যাম্পাসে উপাচার্য ঘেরাও - Hunger Strike

আরও বড় আকার নিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন ৷ নিউটাউন ক্যাম্পাসে অনশনে বসলেন আন্দোলনকারী পড়ুয়াদের কয়েকজন (Demands for Online Exams Aliah University Students are on Hunger Strike) ৷ অন্য়দিকে, পার্কসার্কাস ক্যাম্পাসে উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনকে ঘেরাও করেছেন আন্দোলনকারীরা ৷

Aliah University Online Exams Demand
অনশনে আলিয়ার পড়ুয়াদের একাংশ
author img

By

Published : May 18, 2022, 11:19 AM IST

কলকাতা, 18 মে : অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলন চালাচ্ছিলেন ৷ এবার সেই আন্দোলন বেশ কয়েক ধাপ এগিয়ে আরও বড় আকার নিল ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে বেশ কয়েকজন পড়ুয়া অনশন শুরু করেছেন (Demands for Online Exams Aliah University Students are on Hunger Strike) ৷ সেই সঙ্গে পার্কসার্কাস ক্যাম্পাসে ঘেরাও করা হয় উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনকে ৷ তবে, বিষয়টির সমাধান বের করতে উপাচার্য শেখ কামরুদ্দিন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷

তবে, আন্দোলনকারী পড়ুয়ারা নিজেদের দাবিতে অনড় ৷ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, দাবি না মানলে ঘেরাও ও অনশন চলবে ৷ পড়ুয়াদের অভিযোগ, 6 মাসের একটি সেমিস্টারের সিলেবাস মাত্র 2 মাসে শেষ করে দেওয়া হয়েছে ৷ তাও অনেক সিলেবাসের বিষয় পড়ানো বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একশো শতাংশ সিলেবাসে অফলাইন পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ৷ আর সেখানেই আপত্তি পড়ুয়াদের ৷ তাঁদের দাবি, মাত্র দু’মাসের সময়ে কখনই এত বড় সিলেবাস শেষ করা যায় না ৷ তাও আবার অফলাইন পরীক্ষা ৷ এতে পরীক্ষার্থীদের উপর চাপ বাড়বে ৷ যার প্রভাব সরাসরি পরীক্ষার খাতায় পড়বে ৷

আরও পড়ুন : Aliah University Student Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তাই নয় পরীক্ষা পিছনো, আর তা না হলে অনলাইন পরীক্ষা নিতে হবে বলে দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ ৷ তবে, পড়ুয়ারা মূলত অনলাইন পরীক্ষার বিষয়টিতেই জোর দিচ্ছেন ৷ এতে তাঁদের উপর চাপ থাকবে না বলে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের ৷

কলকাতা, 18 মে : অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলন চালাচ্ছিলেন ৷ এবার সেই আন্দোলন বেশ কয়েক ধাপ এগিয়ে আরও বড় আকার নিল ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে বেশ কয়েকজন পড়ুয়া অনশন শুরু করেছেন (Demands for Online Exams Aliah University Students are on Hunger Strike) ৷ সেই সঙ্গে পার্কসার্কাস ক্যাম্পাসে ঘেরাও করা হয় উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনকে ৷ তবে, বিষয়টির সমাধান বের করতে উপাচার্য শেখ কামরুদ্দিন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷

তবে, আন্দোলনকারী পড়ুয়ারা নিজেদের দাবিতে অনড় ৷ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, দাবি না মানলে ঘেরাও ও অনশন চলবে ৷ পড়ুয়াদের অভিযোগ, 6 মাসের একটি সেমিস্টারের সিলেবাস মাত্র 2 মাসে শেষ করে দেওয়া হয়েছে ৷ তাও অনেক সিলেবাসের বিষয় পড়ানো বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একশো শতাংশ সিলেবাসে অফলাইন পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ৷ আর সেখানেই আপত্তি পড়ুয়াদের ৷ তাঁদের দাবি, মাত্র দু’মাসের সময়ে কখনই এত বড় সিলেবাস শেষ করা যায় না ৷ তাও আবার অফলাইন পরীক্ষা ৷ এতে পরীক্ষার্থীদের উপর চাপ বাড়বে ৷ যার প্রভাব সরাসরি পরীক্ষার খাতায় পড়বে ৷

আরও পড়ুন : Aliah University Student Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তাই নয় পরীক্ষা পিছনো, আর তা না হলে অনলাইন পরীক্ষা নিতে হবে বলে দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ ৷ তবে, পড়ুয়ারা মূলত অনলাইন পরীক্ষার বিষয়টিতেই জোর দিচ্ছেন ৷ এতে তাঁদের উপর চাপ থাকবে না বলে দাবি আন্দোলনকারী পড়ুয়াদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.