ETV Bharat / city

Debangshu pokes Rudranil : ‘রুদ্র দাদার প্রতি’, কবিতায় রুদ্রনীলকে দলবদল স্মরণ করালেন দেবাংশু

অনুব্রত মণ্ডলের এসএসকেএমে ভর্তি হওয়া নিয়ে তাঁকে বিঁধেছেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ এবার ‘রুদ্র দাদার প্রতি’ কবিতায় বিজেপি নেতাকে পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu parody on Rudranil) ৷

Debangshu Bhattacharya
রুদ্রনীলকে দলবদল স্মরণ করালেন দেবাংশু
author img

By

Published : Apr 10, 2022, 9:52 AM IST

Updated : Apr 10, 2022, 3:21 PM IST

কলকাতা, 10 এপ্রিল : সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ বিজেপির রুদ্রনীলের পাল্টা তৃণমূলের দেবাংশু ৷ অনুব্রত মণ্ডলের সিবিআই এড়িয়ে এসএসকেএমে ভর্তি হওয়া নিয়ে ‘অনুমাধব’-এ তাঁকে বিঁধেছিলেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ সরাসরি নাম না করলেও অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা বেশ বুঝেছিল আমজনতা ৷ এবার তার পাল্টা দিলেন দেবাংশু ৷ ঘুরিয়ে নয়, কবিতায় সরাসরি নাম করে রুদ্র-কে বিঁধলেন ‘খেলা হবে’ গানের স্রষ্টা (Debangshu Bhattacharya pokes Rudranil Ghosh ) ৷

প্রথম জীবনে বামপন্থায় বিশ্বাসী হলেও রাজ্যে পালাবদলের পরে জোড়াফুলে ভিড়েছিলেন রুদ্রনীল ৷ একুশে জুলাই থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর শপথ, সমস্ত অনুষ্ঠানেই অভিনেতাকে দেখা যেত সামনের সারিতে ৷ শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে পেয়েছিলেন সরকারি পদও ৷ একুশের বিধানসভা ভোটের আগে দল বদলের জোয়ারে গা ভাসিয়ে যোগ দেন পদ্মশিবিরে ৷ বিধানসভা ভোটে ভবানীপুর থেকে দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৷ একই আসনে পরে উপনির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্বে তাঁকে আর প্রার্থী করেনি দল ৷ তারপর থেকেই ফের দোলাচলে তিনি ৷ জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’-এর ছন্দেই কবিতা বেঁধেছেন দেবাংশু ৷ নাম ‘রুদ্র দাদার প্রতি’ ৷ কবিতায় অভিনেতার বারবার দল বদলের কথাই তাঁকে স্মরণ করিয়েছেন জোড়াফুলের ‘ইয়ুথ আইকন’ ৷

কবিতা বেঁধেছেন দেবাংশু, নাম ‘রুদ্র দাদার প্রতি’

দিনচারেক আগেই নিজাম প্যালেসে রওনা দেওয়া অনুব্রত মণ্ডলের গাড়ি ঘুরেছিল এসএসকেএম-এর দিকে ৷ উডবার্নে ভর্তি হয়েছেন তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা ৷ নিন্দুকেরা বলছেন, সিবিআই-য়ের সমন পেয়েই মাথায় অক্সিজেন কমেছে অনুব্রতর ৷ যা নিয়ে কবিগানে আগেই তাঁকে কটাক্ষ করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ৷ তারপরেই জয় গোস্বামীর লেখা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ এর ছন্দে তাঁকে বিঁধেছেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ বিজেপি নেতা এই প্যারোডি কবিতার অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা সহজেই অনুমেয় (Rudranil Ghosh pokes Anubrata Mandal) ৷ নোংরামোর রাজনীতি দূরে সরিয়ে রুদ্রর হাতিয়ারের রুদ্রকে ঠুকেছেন দেবাংশু ৷

আরও পড়ুন : ‘অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছে নেতা’, কবিতায় অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের

কলকাতা, 10 এপ্রিল : সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ বিজেপির রুদ্রনীলের পাল্টা তৃণমূলের দেবাংশু ৷ অনুব্রত মণ্ডলের সিবিআই এড়িয়ে এসএসকেএমে ভর্তি হওয়া নিয়ে ‘অনুমাধব’-এ তাঁকে বিঁধেছিলেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ সরাসরি নাম না করলেও অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা বেশ বুঝেছিল আমজনতা ৷ এবার তার পাল্টা দিলেন দেবাংশু ৷ ঘুরিয়ে নয়, কবিতায় সরাসরি নাম করে রুদ্র-কে বিঁধলেন ‘খেলা হবে’ গানের স্রষ্টা (Debangshu Bhattacharya pokes Rudranil Ghosh ) ৷

প্রথম জীবনে বামপন্থায় বিশ্বাসী হলেও রাজ্যে পালাবদলের পরে জোড়াফুলে ভিড়েছিলেন রুদ্রনীল ৷ একুশে জুলাই থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর শপথ, সমস্ত অনুষ্ঠানেই অভিনেতাকে দেখা যেত সামনের সারিতে ৷ শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে পেয়েছিলেন সরকারি পদও ৷ একুশের বিধানসভা ভোটের আগে দল বদলের জোয়ারে গা ভাসিয়ে যোগ দেন পদ্মশিবিরে ৷ বিধানসভা ভোটে ভবানীপুর থেকে দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৷ একই আসনে পরে উপনির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্বে তাঁকে আর প্রার্থী করেনি দল ৷ তারপর থেকেই ফের দোলাচলে তিনি ৷ জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’-এর ছন্দেই কবিতা বেঁধেছেন দেবাংশু ৷ নাম ‘রুদ্র দাদার প্রতি’ ৷ কবিতায় অভিনেতার বারবার দল বদলের কথাই তাঁকে স্মরণ করিয়েছেন জোড়াফুলের ‘ইয়ুথ আইকন’ ৷

কবিতা বেঁধেছেন দেবাংশু, নাম ‘রুদ্র দাদার প্রতি’

দিনচারেক আগেই নিজাম প্যালেসে রওনা দেওয়া অনুব্রত মণ্ডলের গাড়ি ঘুরেছিল এসএসকেএম-এর দিকে ৷ উডবার্নে ভর্তি হয়েছেন তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা ৷ নিন্দুকেরা বলছেন, সিবিআই-য়ের সমন পেয়েই মাথায় অক্সিজেন কমেছে অনুব্রতর ৷ যা নিয়ে কবিগানে আগেই তাঁকে কটাক্ষ করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ৷ তারপরেই জয় গোস্বামীর লেখা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ এর ছন্দে তাঁকে বিঁধেছেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ বিজেপি নেতা এই প্যারোডি কবিতার অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা সহজেই অনুমেয় (Rudranil Ghosh pokes Anubrata Mandal) ৷ নোংরামোর রাজনীতি দূরে সরিয়ে রুদ্রর হাতিয়ারের রুদ্রকে ঠুকেছেন দেবাংশু ৷

আরও পড়ুন : ‘অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছে নেতা’, কবিতায় অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের

Last Updated : Apr 10, 2022, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.