কলকাতা, 21 অক্টোবর : বৃহস্পতিবার 3 শতাংশ বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA)-র হার দাঁড়াল 31 শতাংশ ৷ কিন্তু, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এখনও সেই 3 শতাংশতেই থমকে রয়েছে ৷ অর্থাৎ, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাত বেড়ে দাঁড়িয়েছে 28 শতাংশ ৷
আর মহার্ঘ ভাতার এই আকাশ-পাতাল তফাতের কারণে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে ৷ বামপন্থী রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ’র মতে, ‘‘ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পরেও, রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার তফাত বেড়ে গিয়ে আজকের 28 শতাংশে পৌঁছেছে ৷
আরও পড়ুন : Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা
বিজয়বাবু বলেন, ‘‘যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া এবং পেট্রোপণ্যের মূল্যের সীমাহীন বৃদ্ধি ঘটে চলেছে ৷ ঠিক সেই মুহূর্তে রাজ্য কর্মচারীরা প্রতিনিয়ত বেতন হ্রাস এবং পাহাড় প্রমাণ বঞ্চনার শিকার হয়ে চলেছেন ৷’’
আরও পড়ুন : Mamata Banerjee : ভূমিধসে বিধ্বস্ত দার্জিলিংয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে যাচ্ছেন মমতা
তিনি জানিয়েছেন, ‘‘আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি ৷ ইতিমধ্যে, গত 4 সেপ্টেম্বর আমাদের সংগঠনের তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে ৷ বর্তমানে বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ আরও 3% বৃদ্ধি পেল ৷ সুতরাং, সরকার যদি এই প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কোন সদিচ্ছা না দেখায় তাহলে সরকারি কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে ৷’’