কলকাতা, 1 ডিসেম্বর : রিজেন্ট পার্কে উদ্ধার হল সদ্যোজাতর দেহ । পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে SSKM হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
আজ সকাল 10টা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার শীতলা পার্কে সন্দেহজনক কিছু প্লাস্টিকে মোড়া অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন । এলাকায় ভিড় জমে যায় । পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে প্লাস্টিক খুলে এক সদ্যোজাতর দেহ দেখতে পায় । দেহটি উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যায় তারা ।
তবে কে বা কারা ওই দেহ ফেলে রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ । CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।