কলকাতা, 15 জানুয়ারি : গার্হস্থ্য হিংসায় নাম জড়াল তৃণমূল বিধায়ক তথা বঙ্গের 'কালারফুল' রাজনীতিবিদ মদন মিত্রের পরিবারের ৷ এ ব্যাপারে বিচার চেয়ে সোশ্যাল মাধ্যমে দৃষ্টিপাত করলেন মদন মিত্রের পুত্রবধূ স্বাতী রায় ৷ "আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই।" এই মর্মে ফেসবুক লাইভে এসে কাতর আর্জি মদনের পুত্রবধূর (Daughter in law of Madan Mitra alleges domestic violence against her in law family) ৷
শনিবার ফেসবুক লাইভে এসে নাম না করে স্বাতী রায় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বড় ছেলের সঙ্গে 2014 সালে ধুমধাম করে বিয়ে হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায় ৷ তাঁর অভিযোগ, "বিয়ের পর আমি জানতে পারি আমার স্বামী একজন সাইকোপ্যাথ ৷ মুঠো মুঠো ঘুমের ওষুধ খেত এবং মদ্যপান করত ৷ আমার গায়েও হাত তুলত ৷ শ্বশুর-শাশুড়ি আমাকে মারধরের হাত থেকে বাঁচালেও কোনও লাভ হয়নি ৷ বিচার চেয়েও আমি বিচার পাইনি ৷"
অভিযোগের শেষ এখানেই নয় ৷ 2019 তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ এনেছেন স্বাতী ৷ তিনি দিদির বাড়িতে থাকা শুরু করলে তাঁর উপর বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা হয় বলেও ফেসবুকে জানান মদন মিত্রের বৌমা ৷ ঘটনায় আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন স্বাতী ৷ স্বামীর পাশাপাশি শ্বশুরমশাইয়েরও এ বিষয়ে ইন্ধন রয়েছে ৷ তাই বিচার পেতে ফেসবুকের দ্বারস্থ হন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : Madan Mitra In Web Film : 'কালারফুল' মদনের ওয়েবে পা, সেরে ফেললেন ডাবিং
তবে সংবাদমাধ্যমে পুত্রবধূর অভিযোগ নস্যাৎ করেছেন কামারহাটির বিধায়ক ৷ তাঁর কথায়, ঘটনাটা দুর্ভাগ্যজনক ৷ তবে এটা সম্পূর্ণ আমার ছেলের ব্যাপার ৷ এ বিষয়ে খোঁজখবর রাখি না ৷ ভারতে আইনের ঊর্ধ্বে কেউ নয় ৷"