কলকাতা, 16 মার্চ : আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন পিছনোর আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল রাজ্য (HS Exam Routine may change again) ৷ গতবছর কোভিডের কারণে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল ছাত্র-ছাত্রীদের । করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আসায় শুরু হয়েছে মাধ্যমিক । ফিরেছে চেনা ছবি ৷ আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ৷ কিন্তু উচ্চমাধ্যমিক চলাকালীনই রাজ্যের দু'টি কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চমাধ্যমিক চলাকালীন উপনির্বাচন আয়োজনে নারাজ রাজ্য সরকার ৷ তাই নির্বাচন পিছনোর আর্জি জানিয়ে নবান্নের চিঠি গেল কমিশনে ৷
আবারও বদল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। তবে আগামি 12 এপ্রিল যে দুইকেন্দ্রে উপনির্বাচন হওয়ার সূচি রয়েছে তা বদলাচ্ছে না। এমনটাই জানা গিয়েছে কমিশন মারফৎ। আগের নির্ধারিত তারিখেই অর্থাৎ 12 এপ্রিল হবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
আরও পড়ুন: ফের বদলাতে পারে উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট, ফিরতে পারে পুরনো সূচি
নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে করাতে হয় উপনির্বাচন। তাই আগামী মাসের 12 তারিখের মধ্যেই শেষ করতে হবে উপনির্বাচন পর্ব। এমনটাই বলা আছে সংবিধানে। আর সেইজন্যই আগামী মাসেই আসানসোল লোকসভা উপনির্বাচন ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করাতে চলছে নির্বাচন কমিশন। কোনওভাবেই দিন পরিবর্তন করা যাবে না। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল হতে পারে। এমনটাই খবর পাওয়া গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।