ETV Bharat / city

DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির - DA case

ডিএ রাজ্য সরকারের আর্থিক সামর্থের উপর নির্ভর করে ৷ আজ ডিএ মামলার শুনানি নিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷

DA is ex-gratia which is upto State Governments Economic Capacity Advocate General says to Calcutta High Court
ডিএ ‘এক্স গ্রেশিয়া’, যা রাজ্যের অর্থনৈতিক সামর্থের উপর নির্ভর করে; আদালতে সওয়াল রাজ্যের
author img

By

Published : Sep 2, 2021, 6:14 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে এবার সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করল রাজ্য সরকার ৷ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘ডিএ হচ্ছে এক্সগ্রেশিয়া’ (ex-gratia), যা রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভর করে ।’’ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে উল্লেখ করলেন কিশোর দত্ত ৷

আজ মামলার শুনানির শুরুতেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চায়, রাজ্য সরকারি কর্মচারী যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা পান ৷ এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য কী ? অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের জবাবে জানান, যেহেতু তাঁরা রাজ্যের বাইরে থাকেন, তাই তাঁদের সঙ্গে এই রাজ্যে কর্মরত কর্মচারীদের তুলনা চলে না ৷ পাশাপাশি, অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘এরাজ্যে কর্মরত কর্মচারীদের যে রিভাইজড পে স্ট্রাকচার দেওয়া হচ্ছে, তার মধ্যেই মহার্ঘ ভাতা রয়েছে ৷ বাজারে জিনিসপত্রের মূল্যের হ্রাস-বৃদ্ধির দিকে তাকিয়েই কর্মচারীদের পারিশ্রমিক প্রত্যেক বছর মূল্যায়ন করে রাজ্য ৷’’

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

ডিভিশন বেঞ্চ তখন জানতে চায়, 2010 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার কোন তফাৎ ছিল না ৷ তা হলে তার পর থেকে কেন এই তফাৎ হল ? এর জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘মূল্যসূচকের যে মানদণ্ডের কথা বলা হচ্ছে ৷ সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের সামর্থ কতটা ৷ রাজ্যের সামর্থ অনুযায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৷ কর্মচারীদের পারিশ্রমিকের মূল্যায়ন করা হয় প্রত্যেক বছর ৷ পাশাপাশি অবসরপ্রাপ্তদের যে পেনশন বাড়ানো হয়, সেটা মূল্যসূচকের দিকে তাকিয়েই করা হয় ৷

আরও পড়ুন : Supreme Court : সবকিছুতেই সাম্প্রদায়িকতার সুর কেন, সংবাদমাধ্যমের একাংশকে তুলোধনা শীর্ষ আদালতের

এর পর বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, কর্মচারী এবং রাজ্য এই দু'পক্ষই এখনও পর্যন্ত যা বক্তব্য নিজেদের স্বপক্ষে জানিয়েছেন, তার একটি লিখিত নোট 13 সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ আগামী 14 ও 15 সেপ্টেম্বর এই মামলার টানা শুনানি করা হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের মূল বক্তব্য, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করে না রাজ্য ৷ প্রতিবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ম মাফিক মহার্ঘ ভাতা প্রদান করা হয় ৷ রাজ্য সরকারি কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না ৷ এ ব্যাপারে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করে গত পরশু মামলার শুনানির সময় রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী সরকারকে কটাক্ষ করেছিলেন ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে এবার সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করল রাজ্য সরকার ৷ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘ডিএ হচ্ছে এক্সগ্রেশিয়া’ (ex-gratia), যা রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভর করে ।’’ ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে উল্লেখ করলেন কিশোর দত্ত ৷

আজ মামলার শুনানির শুরুতেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চায়, রাজ্য সরকারি কর্মচারী যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা পান ৷ এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য কী ? অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের জবাবে জানান, যেহেতু তাঁরা রাজ্যের বাইরে থাকেন, তাই তাঁদের সঙ্গে এই রাজ্যে কর্মরত কর্মচারীদের তুলনা চলে না ৷ পাশাপাশি, অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘এরাজ্যে কর্মরত কর্মচারীদের যে রিভাইজড পে স্ট্রাকচার দেওয়া হচ্ছে, তার মধ্যেই মহার্ঘ ভাতা রয়েছে ৷ বাজারে জিনিসপত্রের মূল্যের হ্রাস-বৃদ্ধির দিকে তাকিয়েই কর্মচারীদের পারিশ্রমিক প্রত্যেক বছর মূল্যায়ন করে রাজ্য ৷’’

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

ডিভিশন বেঞ্চ তখন জানতে চায়, 2010 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার কোন তফাৎ ছিল না ৷ তা হলে তার পর থেকে কেন এই তফাৎ হল ? এর জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘মূল্যসূচকের যে মানদণ্ডের কথা বলা হচ্ছে ৷ সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের সামর্থ কতটা ৷ রাজ্যের সামর্থ অনুযায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৷ কর্মচারীদের পারিশ্রমিকের মূল্যায়ন করা হয় প্রত্যেক বছর ৷ পাশাপাশি অবসরপ্রাপ্তদের যে পেনশন বাড়ানো হয়, সেটা মূল্যসূচকের দিকে তাকিয়েই করা হয় ৷

আরও পড়ুন : Supreme Court : সবকিছুতেই সাম্প্রদায়িকতার সুর কেন, সংবাদমাধ্যমের একাংশকে তুলোধনা শীর্ষ আদালতের

এর পর বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, কর্মচারী এবং রাজ্য এই দু'পক্ষই এখনও পর্যন্ত যা বক্তব্য নিজেদের স্বপক্ষে জানিয়েছেন, তার একটি লিখিত নোট 13 সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ আগামী 14 ও 15 সেপ্টেম্বর এই মামলার টানা শুনানি করা হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের মূল বক্তব্য, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করে না রাজ্য ৷ প্রতিবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ম মাফিক মহার্ঘ ভাতা প্রদান করা হয় ৷ রাজ্য সরকারি কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না ৷ এ ব্যাপারে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করে গত পরশু মামলার শুনানির সময় রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী সরকারকে কটাক্ষ করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.