কলকাতা, 17 এপ্রিল : হাতির দাঁত-সহ এক যাত্রীকে কলকাতা বিমানবন্দরে আটক করল শুল্ক দফতর এবং সিআইএসএফ (Customs Department Detented A smuggler With Ivory in Kolkata Airport) ৷ কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে সিকিউরিটি চেকিংয়ের সময় ওই যাত্রীকে আটক করা হয় ৷ তিনি বাংলাদেশ যাচ্ছিলেন ৷ বন দফতরকে খবর দেওয়া হয়েছে ৷
এদিন কলকাতা-ঢাকা উড়ানের সিকিউরিটি চেকিংয়ের সময় এক যাত্রীর ব্যাগে হাতির দাঁতের মত একটি বস্তু স্ক্যানারে ধরা পড়ে ৷ তৎক্ষণাৎ সিআইএসএফ এবং শুল্ক দফতরের আধিকারিকরা ওই যাত্রীকে আটক করেন ৷ তাঁর ব্যাগ খুলে দেখা যায়, একটি হাতির দাঁত সেখানে রয়েছে ৷ তবে, সেটি আসল না নকল তা বুঝতে পারেননি সিআইএসএফ আধিকারিকরা ৷ সেই কারণে ওই যাত্রীকে আটক করে বন দফতরে খবর দেওয়া হয়েছে ৷ বন দফতরের আধিকারিকরা বিমানবন্দরে গিয়ে সেটিকে পরীক্ষা করলে বিষয়টি স্পষ্ট হবে ৷
আরও পড়ুন : Gold And Diamond Recovery : কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধার-সহ গ্রেফতার তিন
সেক্ষেত্রে দাঁতটি আসল হলে, ওই যাত্রীকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হবে ৷ ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে সোনা এবং দামি ধাতু লুকিয়ে নিয়ে যাওয়ার ঘটনা বিমানবন্দরে ঘটেছে ৷ বহু যাত্রীকে গ্রেফতারও করা হয়েছে ৷ কিন্তু, আস্ত একটা হাতির দাঁত নিয়ে যাওয়া ৷ তাও আবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে ৷ যা স্ক্যানারে সহজেই ধরা পড়বে ৷ এমন ঘটনা সাম্প্রতিককালে খুব একটা দেখা যায়নি বলেই জানা গিয়েছে ৷