ETV Bharat / city

Firecrackers Ban : কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

দীপাবলি ও কালীপুজোতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য।

Diwali
কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Oct 29, 2021, 2:33 PM IST

Updated : Oct 29, 2021, 7:50 PM IST

কলকাতা, 29 অক্টোবর : দীপাবলি ও কালীপুজোতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য। সমস্ত রকমের বাজি কেনাবেচা যাতে বন্ধ থাকে, তা সুনিশ্চিত করবে পুলিশ। শুক্রবার এই নির্দেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ ৷

কালীপুজো, দীপাবলি থেকে শুরু করে আসন্ন সমস্ত উৎসবে সব ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। নির্দেশে আরও জানানো হয়েছে, পুলিশ এ ব্যাপারে বাজি ব্যবহার এবং কেনাবেচা বন্ধ রাখতে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করবে ৷
বাজি বিক্রেতাদের তরফে আদালতে অনুরোধ জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে সীমিত সময়ের জন্য পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা যাবে ৷ কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, পুলিশের কি সে রকম কোনও ব্যবস্থা রয়েছে যে কোন বাজি পরিবেশবান্ধব তা খতিয়ে দেখতে পারবে ? বিচারপতি বলেন, করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে ৷ পাশাপাশি যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে, অ্যাজমার সমস্যা রয়েছে, একই সঙ্গে এখনও করোনাতে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, এই সব কিছুর দিকে তাকিয়ে আদালত যে কোনও ধরনের আতশবাজি বন্ধ করার পক্ষেই মত দিচ্ছে ৷

কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যের তরফের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে উল্লেখ করেছিলেন, জীবনের অধিকার ও স্বাস্থ্যের অধিকার আগে ঠিকই কিন্তু উৎসবের দিন স্বল্প সময়ের জন্য সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্য কিছু সময়ের জন্য পরিবেশবান্ধব বাজি ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ এ ব্যাপারে গত 26 অক্টোবর একটি নির্দেশিকাও প্রকাশ করেছে রাজ্য ৷

আরও পড়ুন : কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

কিন্তু মামলাকারী রশ্মি আলির তরফে আইনজীবী ইন্দ্রজিত দে বলেন, "করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, তার পাশাপাশি বহু বয়স্ক মানুষ রয়েছেন যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, তাদের কথা এবং সামগ্রিক পরিবেশের দিকে তাকিয়ে সমস্ত ধরনের বাজি বন্ধ রাখাই উচিত।" সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় সব ধরনের বাজি কালীপুজো, দীপাবলি-সহ আসন্ন সমস্ত উৎসবে বন্ধ রাখতে হবে। পাশাপাশি বাজি কেনাবেচাও যাতে বন্ধ থাকে সেদিকে পুলিশ কড়া নজর রাখবে ৷

কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

তবে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়ের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়কে নস্যাৎ করে হাইকোর্ট বলে দিল সব রকম আতসবাজি বন্ধ ৷ এটা কী করে বলতে পারে ৷ এটা কি সুপ্রিম কোর্ট-কে অবমাননা নয় ?

কলকাতা, 29 অক্টোবর : দীপাবলি ও কালীপুজোতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য। সমস্ত রকমের বাজি কেনাবেচা যাতে বন্ধ থাকে, তা সুনিশ্চিত করবে পুলিশ। শুক্রবার এই নির্দেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ ৷

কালীপুজো, দীপাবলি থেকে শুরু করে আসন্ন সমস্ত উৎসবে সব ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। নির্দেশে আরও জানানো হয়েছে, পুলিশ এ ব্যাপারে বাজি ব্যবহার এবং কেনাবেচা বন্ধ রাখতে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করবে ৷
বাজি বিক্রেতাদের তরফে আদালতে অনুরোধ জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে সীমিত সময়ের জন্য পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা যাবে ৷ কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, পুলিশের কি সে রকম কোনও ব্যবস্থা রয়েছে যে কোন বাজি পরিবেশবান্ধব তা খতিয়ে দেখতে পারবে ? বিচারপতি বলেন, করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে ৷ পাশাপাশি যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে, অ্যাজমার সমস্যা রয়েছে, একই সঙ্গে এখনও করোনাতে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, এই সব কিছুর দিকে তাকিয়ে আদালত যে কোনও ধরনের আতশবাজি বন্ধ করার পক্ষেই মত দিচ্ছে ৷

কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যের তরফের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে উল্লেখ করেছিলেন, জীবনের অধিকার ও স্বাস্থ্যের অধিকার আগে ঠিকই কিন্তু উৎসবের দিন স্বল্প সময়ের জন্য সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্য কিছু সময়ের জন্য পরিবেশবান্ধব বাজি ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ এ ব্যাপারে গত 26 অক্টোবর একটি নির্দেশিকাও প্রকাশ করেছে রাজ্য ৷

আরও পড়ুন : কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

কিন্তু মামলাকারী রশ্মি আলির তরফে আইনজীবী ইন্দ্রজিত দে বলেন, "করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, তার পাশাপাশি বহু বয়স্ক মানুষ রয়েছেন যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, তাদের কথা এবং সামগ্রিক পরিবেশের দিকে তাকিয়ে সমস্ত ধরনের বাজি বন্ধ রাখাই উচিত।" সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় সব ধরনের বাজি কালীপুজো, দীপাবলি-সহ আসন্ন সমস্ত উৎসবে বন্ধ রাখতে হবে। পাশাপাশি বাজি কেনাবেচাও যাতে বন্ধ থাকে সেদিকে পুলিশ কড়া নজর রাখবে ৷

কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

তবে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়ের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়কে নস্যাৎ করে হাইকোর্ট বলে দিল সব রকম আতসবাজি বন্ধ ৷ এটা কী করে বলতে পারে ৷ এটা কি সুপ্রিম কোর্ট-কে অবমাননা নয় ?

Last Updated : Oct 29, 2021, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.