ETV Bharat / city

MD Salim Criticises Mamata: 'দাদা পায়ে পড়ি রে...!', মমতাকে তীব্র কটাক্ষ সেলিমের

সোমবার বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee on Narendra Modi) ৷ মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলেই মমতাকে বিঁধলেন মহম্মদ সেলিম (MD Salim criticises Mamata Banerjee) ৷

MD Salim Criticises Mamata
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 5:24 PM IST

Updated : Sep 20, 2022, 5:29 PM IST

কলকাতা, 20 সেপ্টম্বর: কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে সোমবার বিধানসভায় শাসকদলের প্রস্তাব নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলির এরাজ্যে সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,"আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করাচ্ছেন ৷ বিজেপি নেতারা করাচ্ছেন ৷’’ তাঁর এই মন্তব্যের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary MD Salim) ৷

মঙ্গলবার ধর্মতলায় সিপিএম ছাত্র-যুব সংগঠনের 'ইনসাফ সভা'য় সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিম বলেন, "আগেই বলেছিলাম । আজকে মিলে যাচ্ছে । বিপদে পড়লেই দাদা পায়ে পড়ি রে...! প্রমাণ হয় গেল । ডাকাত রানির সরকার চলবে না ।"এখানেই থামেননি সেলিম । ইনসাফ সভার ভাষণে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি । বলেন,"বাংলার পুলিশ আনিশকে (আমতার ছাত্র নেতা আনিশ খান) খুন করেছে । আনিশ খানকে খুন করতে বাংলার পুলিশকে ব্যবহার করা হয়েছিল । এই বাংলা লাল ঝান্ডার । ডাকাত, চোরদের নয়। লুঠেরাদের নয় । এই বাংলা সাধারণ খেটে খাওয়া মানুষের । বুদ্ধিজীবীদের । তবে, বুদ্ধি বিক্রি কারীদের নয় । বেকার ছেলে মেয়েদের অপমান করছেন মমতা । বাংলার ছেলে মেয়েদের চপ ভাজতে বলছেন । পুজোতে ঘুগনি বিক্রি করতে বলছেন । উনি কী ভাইপোকে বলেছেন ।"

আরও পড়ুন: ডিওয়াইএফআই-এসএফআই ইনসাফ সভার মিছিলে স্তব্ধ ধর্মতলা

এদিন তৃণমূলের পাশাপাশি বিজেপি, আরএসএসকেও বিঁধেছেন মহম্মদ সেলিম (MD Salim criticises Mamata Banerjee) ৷ তাঁর কথায়, "কিছু দালালদের নিয়ে হিজাব পরে ইফতার পার্টি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজকে আবার আরএসএস'কে ভালো বলছেন । কিন্তু মনে রাখবেন যতই চেষ্টা করুন বাংলায় আরএসএস কিছু করতে পারবে না । আমরা কাজ চাই । চপ চাই না । ঝালমুড়ি চাই না । আজকে লুঠেরাদের বলছি, পুলিশকে বলছি সাবধান হোন । কিছুই করতে পারবেন না । পুলিশ এখানে মঞ্চ করতে দেবে না বলেছিল । পুলিশ লাইন ঠিক করে দিতে পারে । মানুষের জমায়েত ঠিক করে দিতে পারে না । আগামীতে বাম-ছাত্র যুবরা মিটিং মিছিলের অনুমতি নেবেন না ।"

কলকাতা, 20 সেপ্টম্বর: কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে সোমবার বিধানসভায় শাসকদলের প্রস্তাব নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলির এরাজ্যে সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,"আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করাচ্ছেন ৷ বিজেপি নেতারা করাচ্ছেন ৷’’ তাঁর এই মন্তব্যের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary MD Salim) ৷

মঙ্গলবার ধর্মতলায় সিপিএম ছাত্র-যুব সংগঠনের 'ইনসাফ সভা'য় সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিম বলেন, "আগেই বলেছিলাম । আজকে মিলে যাচ্ছে । বিপদে পড়লেই দাদা পায়ে পড়ি রে...! প্রমাণ হয় গেল । ডাকাত রানির সরকার চলবে না ।"এখানেই থামেননি সেলিম । ইনসাফ সভার ভাষণে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি । বলেন,"বাংলার পুলিশ আনিশকে (আমতার ছাত্র নেতা আনিশ খান) খুন করেছে । আনিশ খানকে খুন করতে বাংলার পুলিশকে ব্যবহার করা হয়েছিল । এই বাংলা লাল ঝান্ডার । ডাকাত, চোরদের নয়। লুঠেরাদের নয় । এই বাংলা সাধারণ খেটে খাওয়া মানুষের । বুদ্ধিজীবীদের । তবে, বুদ্ধি বিক্রি কারীদের নয় । বেকার ছেলে মেয়েদের অপমান করছেন মমতা । বাংলার ছেলে মেয়েদের চপ ভাজতে বলছেন । পুজোতে ঘুগনি বিক্রি করতে বলছেন । উনি কী ভাইপোকে বলেছেন ।"

আরও পড়ুন: ডিওয়াইএফআই-এসএফআই ইনসাফ সভার মিছিলে স্তব্ধ ধর্মতলা

এদিন তৃণমূলের পাশাপাশি বিজেপি, আরএসএসকেও বিঁধেছেন মহম্মদ সেলিম (MD Salim criticises Mamata Banerjee) ৷ তাঁর কথায়, "কিছু দালালদের নিয়ে হিজাব পরে ইফতার পার্টি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজকে আবার আরএসএস'কে ভালো বলছেন । কিন্তু মনে রাখবেন যতই চেষ্টা করুন বাংলায় আরএসএস কিছু করতে পারবে না । আমরা কাজ চাই । চপ চাই না । ঝালমুড়ি চাই না । আজকে লুঠেরাদের বলছি, পুলিশকে বলছি সাবধান হোন । কিছুই করতে পারবেন না । পুলিশ এখানে মঞ্চ করতে দেবে না বলেছিল । পুলিশ লাইন ঠিক করে দিতে পারে । মানুষের জমায়েত ঠিক করে দিতে পারে না । আগামীতে বাম-ছাত্র যুবরা মিটিং মিছিলের অনুমতি নেবেন না ।"

Last Updated : Sep 20, 2022, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.