ETV Bharat / city

Presidential Election 2022: যশবন্তের ঘোড়া কেনাবেচার অভিযোগ খতিয়ে দেখা হোক ! দাবি বঙ্গ সিপিএম-এর - সুজন চক্রবর্তী

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) ঘোড়া কেনাবেচা (Horse Trading) ও ভয় দেখিয়ে ভোট আদায়ের অভিযোগ করেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে দাবি করলেন সুজন চক্রবর্তী ৷

CPM demands investigation of alleged Horse Trading in Presidential Election 2022
Presidential Election 2022: যশবন্তের ঘোড়া কেনাবেচার অভিযোগ খতিয়ে দেখা হোক ! দাবি বঙ্গ সিপিএম-এর
author img

By

Published : Jul 18, 2022, 8:36 PM IST

কলকাতা, 18 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) ঘোড়া কেনাবেচা (Horse Trading) বা অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ নির্বাচন কমিশনের (Election Commission of India) উচিত, তাঁর এই অভিযোগ খতিয়ে দেখা ৷ এমনটাই মনে করছে বঙ্গ সিপিএম ৷

যশবন্ত সিনহা অভিযোগ করেন, ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কেনা হয়েছে ৷ এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন , "যশবন্ত সিনহা বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে এবং টাকার বিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কেনা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত ৷"

আরও পড়ুন: Presidential Election 2022: ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও

সুজনের আরও বক্তব্য, "বিজেপি অন্যান্য় রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ইডি,সিবিআই-কে ব্যবহার করে ৷ টাকা দিয়ে নেতা, বিধায়ক কেনাবেচা করে, এটা তো সত্যি ৷ ওরা জবরদস্তি করে, দখলদারি করে ৷ এই বিষয়েও তো কোনও সন্দেহ নেই ৷ গত 8-10 বছর ধরে দেশে এই জিনিস চলছে ৷ একইভাবে, গত 10-11 বছর ধরে পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এজেন্সি দিয়ে ভয় দেখানো থেকে শুরু করে টাকার বিনিময়ে ভোট কেনাবেচা করা ৷ বিজেপি আর তৃণমূল উভয়েই এই কাজে অভ্যস্ত ৷ খোদ রাষ্ট্রপতি পদপ্রার্থী নিজেই অভিযোগ করেছেন ৷ তাই এই অভিযোগ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত ৷"

সোমবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এখানেই থামেননি সুজন ৷ বিজেপি ও তৃণমূলের 'আদিবাসী প্রেম' নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ সুজনের কথায়, "রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন আদিবাসী দ্রৌপদী মুর্মু ৷ বিজেপি কতটা আদিবাসীপ্রেমী, সেটা বোঝাতেই দলের বিধায়করা বিশেষ ধরনের উত্তরীয় পরেছেন ৷ ঠিক তেমনই ক'দিন আগে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে বিশেষ কৃতিত্ব অর্জনের চেষ্টা করেছেন ৷ যদিও তিনি কতটা আদিবাসীপ্রেমী তা ইতিমধ্যেই মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ৷"

কলকাতা, 18 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) ঘোড়া কেনাবেচা (Horse Trading) বা অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ নির্বাচন কমিশনের (Election Commission of India) উচিত, তাঁর এই অভিযোগ খতিয়ে দেখা ৷ এমনটাই মনে করছে বঙ্গ সিপিএম ৷

যশবন্ত সিনহা অভিযোগ করেন, ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কেনা হয়েছে ৷ এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন , "যশবন্ত সিনহা বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে এবং টাকার বিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কেনা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত ৷"

আরও পড়ুন: Presidential Election 2022: ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও

সুজনের আরও বক্তব্য, "বিজেপি অন্যান্য় রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ইডি,সিবিআই-কে ব্যবহার করে ৷ টাকা দিয়ে নেতা, বিধায়ক কেনাবেচা করে, এটা তো সত্যি ৷ ওরা জবরদস্তি করে, দখলদারি করে ৷ এই বিষয়েও তো কোনও সন্দেহ নেই ৷ গত 8-10 বছর ধরে দেশে এই জিনিস চলছে ৷ একইভাবে, গত 10-11 বছর ধরে পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এজেন্সি দিয়ে ভয় দেখানো থেকে শুরু করে টাকার বিনিময়ে ভোট কেনাবেচা করা ৷ বিজেপি আর তৃণমূল উভয়েই এই কাজে অভ্যস্ত ৷ খোদ রাষ্ট্রপতি পদপ্রার্থী নিজেই অভিযোগ করেছেন ৷ তাই এই অভিযোগ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত ৷"

সোমবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এখানেই থামেননি সুজন ৷ বিজেপি ও তৃণমূলের 'আদিবাসী প্রেম' নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ সুজনের কথায়, "রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন আদিবাসী দ্রৌপদী মুর্মু ৷ বিজেপি কতটা আদিবাসীপ্রেমী, সেটা বোঝাতেই দলের বিধায়করা বিশেষ ধরনের উত্তরীয় পরেছেন ৷ ঠিক তেমনই ক'দিন আগে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে বিশেষ কৃতিত্ব অর্জনের চেষ্টা করেছেন ৷ যদিও তিনি কতটা আদিবাসীপ্রেমী তা ইতিমধ্যেই মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.