কলকাতা, 5 জুলাই : নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে সুর চড়ালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) । মুখ্যমন্ত্রী নিজের ছায়াকেও বিশ্বাস করেন না বলে দাবি সুজনের । মঙ্গলবার তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেখেন বড় অফিসাররা । তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এই সুযোগে কি মুখ্যমন্ত্রী চারপাশে পরিখা দিয়ে জেলখানা তৈরি করছেন ? মুখ্যমন্ত্রী নিজের ছায়াকেও বিশ্বাস করেন না । চারপাশে তো প্রচুর ফ্ল্যাট, এই সুযোগে আরও কিছু করতে চাইছেন ?"
সুজনের আরও বক্তব্য, "নবান্নে 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরে যেতে হবে মোবাইল জমা রেখে । সরকারী কর্মচারীদের কেন মোবাইল জমা রাখতে হবে ? যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক সভা করার সময় মোবাইল দেখেন । কর্মচারীরা কি চোরের দায়ে ধরা পড়েছেন ?’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশ নিয়ে সুজনের দাবি, "যে গিয়েছিল সে নাকি মুখ্যমন্ত্রীর ভক্ত । তাঁর ভক্তসংখ্যা নাকি বেশি হয়ে গিয়েছে । নিরাপত্তার ঘেরাটোপ টপকে গেল কিভাবে ? দায়িত্বে থাকা অফিসারদের কেন শাস্তি হচ্ছে না । দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।"
অন্যদিকে তৃণমূল বিধায়ক-নেতাদের লেটারহেডে চাকরির প্রসঙ্গে সুজনের কটাক্ষ, ‘‘প্রাইমারি, টেট যে টাকার বিনিময়ে হয়েছে, তা প্রমাণিত । সাদা খাতায় চাকরি । নেতা-মন্ত্রীদের কারবার । মুখ্যমন্ত্রী সব জানেন । কার কার চাকরি হয়েছে । সরকার লুটছে, তৃণমূলের নেতা-মন্ত্রীরা লুটে বেড়াচ্ছে । মুখ্যমন্ত্রী কি 3 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ? দুর্নীতির রমরমা চলছে ।’’
এছাড়া পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সংগঠন ঢেলে সাজানোর প্রসঙ্গে সুজন বলেন, "তৃণমূল থেকে দল ভাঙিয়ে এসেছে । বিজেপি ধরা পড়ে গিয়েছে । কাদের নিয়ে সাজাবে ? মানুষের ভরসা তৃণমূলের উপর নেই । শুভেন্দু (Bengal Opposition Leader Suvendu Adhikari) তৃণমূলে থাকতে বলেছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এলে কোটি কোটি টাকা দেওয়া হবে । যাদের নিয়েই কাজ করবেন, শিখিয়ে দেওয়া হয়েছে লুঠ করতে হবে ।’’
আর ভাঙড় পাওয়ার গ্রিডের আন্দোলন প্রসঙ্গে বলেন, "ভাঙড় পাওয়ার গ্রিডের আন্দোলন সবার জানা । সেখানকার মানুষ আন্দোলন শুরু করেছিলেন । খাল সংস্কার হবে, হিমঘর হবে । কিছু হয়নি । এ সব বলে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল । তাঁরা এখন বুঝতে পারছেন । দাবি অসঙ্গত নয় ।’’
আরও পড়ুন : Sujan Slams Mamata: ভুয়ো পিএইচডি আচার্য পদে বিপজ্জনক, মমতাকে কড়া আক্রমণ সুজনের