ETV Bharat / city

Sujan Slams Mamata: গ্রাম বাংলা মুখ ফেরাচ্ছে বলেই পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের - কটাক্ষ সুজনের

বুধবার শিল্পাঞ্চল দুর্গাপুরে কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ৷ সেখান থেকে পঞ্চায়েত ভোট এগিয়ে নিয়ে আসার প্রসঙ্গ তোলেন ৷ যা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (CPIM Leader Sujan Chakraborty) কটাক্ষ, গ্রাম বাংলা মুখ ফেরাচ্ছে বলেই পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷

cpims-sujan-chakraborty-slams-mamata-banerjee-on-panchayat-elections-2023-issue
Sujan Slams Mamata: গ্রাম বাংলা মুখ ফেরাচ্ছে বলেই পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের
author img

By

Published : Jun 29, 2022, 9:08 PM IST

কলকাতা, 29 জুন : বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) 2023 পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) প্রসঙ্গ তোলেন । প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে তিনি জানান, দ্রুত কাজ শেষ করুন । যে কোনও দিন পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে । এই ইস্যুতেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া আক্রমণ করল বামেরা ।

তাদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের অবস্থা খারাপ বুঝেই তড়িঘড়ি নির্বাচন করিয়ে নিতে চাইছে সরকার । তবে, নির্বাচন সঠিক সময়ে, সুষ্ঠ ভাবে হলে বামেদেরকেই মানুষ বেছে নেবে ৷ বুধবার এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।

আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রায় একবছর আগের থেকেই জেলায় জেলায় ঘুরে কর্মিসভা কিংবা প্রশাসনিক সভা করে বুথস্তরে উন্নয়নের বার্তা দিচ্ছেন তিনি । দলের কর্মী কিংবা জনপ্রতিনিধিদের বার্তা দিচ্ছেন এলাকার মানুষদের জন্য কাজ করতে । বর্তমান সরকারের কাজের খতিয়ান জনমানসে প্রচার করতে ।

কারণ, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) জিততে বুথস্তরের ভোট তথা পঞ্চায়েতই ফ্যাক্টর করবে । তাই মমতার বার্তা, মানুষের জন্য কাজ করতে হবে । বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে । এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বারবার একটাই বার্তা দিচ্ছেন দ্রুত বকেয়া কাজ শেষ করুন । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হবে । নইলে ভোট ঘোষণা হলে আর কাজ করতে পারবেন না ।’’ এরই সঙ্গে তাঁর সংযোজন, বেশি করে রাস্তার কাজ করুন । কারণ, ওটাই মানুষের চোখে পড়ে ।

গ্রাম বাংলা মুখ ফেরাচ্ছে বলেই পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের

এরই পালটা সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । এদিন তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, একাধিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব, কাটমানি কেলেঙ্কারিতে বিদ্ধ তৃণমূল । অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । পঞ্চায়েত এলাকার মানুষ তাদের থেকে মুখ ফেরাচ্ছে, সেটা স্পষ্ট বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী । তাই, দ্রুত ভোট করতে চাইছেন । সুষ্ঠ ভাবে মানুষ ভোট দিতে পারলে বামেদের জয় নিশ্চিত ।’’

একই সঙ্গে তাঁর দাবি, উপ-নির্বাচনে বামেদের ভালো ফল হয়েছে । আগামীতে আরও হবে । এদিন একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন । শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া উচিত বলেই তিনি মনে করেন ।

আরও পড়ুন : Mamata Banerjee in Durgapur: গ্রামের রাস্তা ঠিক না-করলে মানুষ ভোট দেবে না, বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 29 জুন : বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) 2023 পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) প্রসঙ্গ তোলেন । প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে তিনি জানান, দ্রুত কাজ শেষ করুন । যে কোনও দিন পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে । এই ইস্যুতেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া আক্রমণ করল বামেরা ।

তাদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের অবস্থা খারাপ বুঝেই তড়িঘড়ি নির্বাচন করিয়ে নিতে চাইছে সরকার । তবে, নির্বাচন সঠিক সময়ে, সুষ্ঠ ভাবে হলে বামেদেরকেই মানুষ বেছে নেবে ৷ বুধবার এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।

আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রায় একবছর আগের থেকেই জেলায় জেলায় ঘুরে কর্মিসভা কিংবা প্রশাসনিক সভা করে বুথস্তরে উন্নয়নের বার্তা দিচ্ছেন তিনি । দলের কর্মী কিংবা জনপ্রতিনিধিদের বার্তা দিচ্ছেন এলাকার মানুষদের জন্য কাজ করতে । বর্তমান সরকারের কাজের খতিয়ান জনমানসে প্রচার করতে ।

কারণ, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) জিততে বুথস্তরের ভোট তথা পঞ্চায়েতই ফ্যাক্টর করবে । তাই মমতার বার্তা, মানুষের জন্য কাজ করতে হবে । বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে । এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বারবার একটাই বার্তা দিচ্ছেন দ্রুত বকেয়া কাজ শেষ করুন । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হবে । নইলে ভোট ঘোষণা হলে আর কাজ করতে পারবেন না ।’’ এরই সঙ্গে তাঁর সংযোজন, বেশি করে রাস্তার কাজ করুন । কারণ, ওটাই মানুষের চোখে পড়ে ।

গ্রাম বাংলা মুখ ফেরাচ্ছে বলেই পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের

এরই পালটা সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । এদিন তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, একাধিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব, কাটমানি কেলেঙ্কারিতে বিদ্ধ তৃণমূল । অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । পঞ্চায়েত এলাকার মানুষ তাদের থেকে মুখ ফেরাচ্ছে, সেটা স্পষ্ট বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী । তাই, দ্রুত ভোট করতে চাইছেন । সুষ্ঠ ভাবে মানুষ ভোট দিতে পারলে বামেদের জয় নিশ্চিত ।’’

একই সঙ্গে তাঁর দাবি, উপ-নির্বাচনে বামেদের ভালো ফল হয়েছে । আগামীতে আরও হবে । এদিন একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন । শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া উচিত বলেই তিনি মনে করেন ।

আরও পড়ুন : Mamata Banerjee in Durgapur: গ্রামের রাস্তা ঠিক না-করলে মানুষ ভোট দেবে না, বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.