শিলিগুড়ি, 18 জুলাই : উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচনে (Vice President Election 2022) পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Former Governor Jagdeep Dhankhar) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপি (BJP) মিলে প্রার্থী করেছে । দার্জিলিংয়ের রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে রাজ্যপালের উপস্থিতিতে ওই বৈঠক থেকে সেটা স্থির হয়েছে । সোমবার শিলিগুড়িতে দলীয় বৈঠকে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) ।
এদিন দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । আর ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতি (President Election 2022) ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে একহাত নেন তিনি ।
মহম্মদ সেলিম বলেন, "দার্জিলিংয়ে আড়াই ঘণ্টা ধরে রাজভবনে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন ৷ তা নিয়েও কোন প্রশ্ন তোলা হয়নি । নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রতিনিধি হিসেবে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে এসেছিলেন । আর ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী চুপ । কোনও কথা বলছেন না । আসলে আমরা বারবার বলে এসেছি তৃণমূল কংগ্রেস বিজেপির সহযোগী দল । আমরা চাই আসল বিরোধী ঐক্য গড়ে উঠুক । লোক দেখানো নয় ।"
পাশাপাশি এদিন মহম্মদ সেলিম জানান, দলের ভাঙন নিয়েও জেলা কমিটির সদস্যদের নিয়ে গভীরভাবে বার্তা দিয়েছেন তিনি । দলের ভাঙন কেন হচ্ছে, তা নিয়ে পর্যালোচনার করার নির্দেশও দিয়েছেন তিনি । এছাড়া কেন্দ্র ও রাজ্যের তরফে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর বৃদ্ধি-সহ জ্বালানি ও খাদ্যদ্রব্যে কর বসানোর প্রতিবাদে লাগাতার আন্দোলনের কথা জানিয়েছেন সেলিম । ব্লকস্তর থেকে জেলাস্তর পর্যন্ত আন্দালন করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : Dhankhar Files Nomination: উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ জগদীপ ধনকড়ের