ETV Bharat / city

Rabin Deb : মমতার প্রচার সভায় বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ সিপিএম - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

বুধবার কালীঘাটে প্রচার সভা ছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ করোনা আবহে আয়োজিত সেই সভায় বিধিনিষেধ মানা হয়নি বলে অভিযোগ সিপিএম-এর ৷ বুধবার এই অভিযোগ সামনে রেখে নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন দলের অন্যতম নেতা রবীন দেব ৷

CPM leader Rabin Deb submit deputation at election commission against TMC
Rabin Deb : মমতার প্রচার সভায় বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ সিপিএম
author img

By

Published : Sep 22, 2021, 8:19 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : করোনা আবহে বিধিনিষেধের তোয়াক্কা না করেই জমায়েত করছে তৃণমূল কংগ্রেস ৷ এই অভিযোগকে সামনে রেখেই বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দ্বারস্থ হলেন সিপিএম নেতা রবীন দেব (Rabin Deb) ৷ সিপিএম-এর বক্তব্য, বুধবার ভবানীপুর (Bhabanipur) বিধানসভা কেন্দ্রের কালীঘাট এলাকায় একটি প্রচার সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সেই প্রচার সভায় প্রচুর পরিমাণে মাইকের ব্যবহার করা হয় ৷ করোনার বিধিনিষেধ শিকেয় তুলে জমায়ত করেন অসংখ্য মানুষ ৷ এই মর্মে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন রবীন দেব ও তাঁর দলীয় সহকর্মীরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

এর পাশাপাশি রবীন দেব এদিন বলেন, ‘‘সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও আগামী 30 সেপ্টেম্বর ভোট রয়েছে ৷ কিন্তু, ওই দিনই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পার্ট টু-এর পরীক্ষা নেওয়া হবে ৷ সংশ্লিষ্ট দু’টি বিধানসভা কেন্দ্রেই এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন, যাঁরা সেদিন পরীক্ষা দিতে যাবেন ৷ সেক্ষেত্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না তাঁরা ৷ তাই ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি আমরা ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠিও দিয়েছি ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন ৷ যাতে কোনও সমাধানসূত্র বের করা যায় ৷’’

একইসঙ্গে সিপিএম-এর অভিযোগ, 30 সেপ্টেম্বরের নির্বাচন ও উপনির্বাচনের আগে অন্যদের তুলনায় রাজ্যের শাসকদল প্রচারের অনেক বেশি সুযোগ পাচ্ছে ৷ রবীনের বক্তব্য, তাঁরা যদি প্রচারের আরও একটু বেশি সুযোগ পেতেন, তাহলে ভাল হত ৷ বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, কমিশন সেই বিষয়ে কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ রবীন দেবের ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

পাশাপাশি, 30 সেপ্টেম্বরের নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়, সেই আবেদনও জানিয়েছে সিপিএম ৷ প্রসঙ্গত, ওই দিন রাজ্যে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷ তার মধ্যে শুধুমাত্র ভবানীপুরেই থাকবে 15 কোম্পানি ৷ বাকি 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে মোতায়েন করা হবে ৷ যাতে নির্বিঘ্নে নির্বাচন ও উপনির্বাচনের প্রক্রিয়া সারা যায়, কমিশনের কাছে সেই বিষয়টিও নিশ্চিত করার আবেদন জানিয়েছে সিপিএম ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর : করোনা আবহে বিধিনিষেধের তোয়াক্কা না করেই জমায়েত করছে তৃণমূল কংগ্রেস ৷ এই অভিযোগকে সামনে রেখেই বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দ্বারস্থ হলেন সিপিএম নেতা রবীন দেব (Rabin Deb) ৷ সিপিএম-এর বক্তব্য, বুধবার ভবানীপুর (Bhabanipur) বিধানসভা কেন্দ্রের কালীঘাট এলাকায় একটি প্রচার সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সেই প্রচার সভায় প্রচুর পরিমাণে মাইকের ব্যবহার করা হয় ৷ করোনার বিধিনিষেধ শিকেয় তুলে জমায়ত করেন অসংখ্য মানুষ ৷ এই মর্মে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন রবীন দেব ও তাঁর দলীয় সহকর্মীরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

এর পাশাপাশি রবীন দেব এদিন বলেন, ‘‘সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও আগামী 30 সেপ্টেম্বর ভোট রয়েছে ৷ কিন্তু, ওই দিনই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পার্ট টু-এর পরীক্ষা নেওয়া হবে ৷ সংশ্লিষ্ট দু’টি বিধানসভা কেন্দ্রেই এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন, যাঁরা সেদিন পরীক্ষা দিতে যাবেন ৷ সেক্ষেত্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না তাঁরা ৷ তাই ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি আমরা ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠিও দিয়েছি ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন ৷ যাতে কোনও সমাধানসূত্র বের করা যায় ৷’’

একইসঙ্গে সিপিএম-এর অভিযোগ, 30 সেপ্টেম্বরের নির্বাচন ও উপনির্বাচনের আগে অন্যদের তুলনায় রাজ্যের শাসকদল প্রচারের অনেক বেশি সুযোগ পাচ্ছে ৷ রবীনের বক্তব্য, তাঁরা যদি প্রচারের আরও একটু বেশি সুযোগ পেতেন, তাহলে ভাল হত ৷ বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, কমিশন সেই বিষয়ে কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ রবীন দেবের ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

পাশাপাশি, 30 সেপ্টেম্বরের নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়, সেই আবেদনও জানিয়েছে সিপিএম ৷ প্রসঙ্গত, ওই দিন রাজ্যে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷ তার মধ্যে শুধুমাত্র ভবানীপুরেই থাকবে 15 কোম্পানি ৷ বাকি 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে মোতায়েন করা হবে ৷ যাতে নির্বিঘ্নে নির্বাচন ও উপনির্বাচনের প্রক্রিয়া সারা যায়, কমিশনের কাছে সেই বিষয়টিও নিশ্চিত করার আবেদন জানিয়েছে সিপিএম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.