ETV Bharat / city

Salim Criticises TMC: মন্ত্রিসভার রদবদল নিয়ে শাসকদলকে তোপ সেলিমের - cpim state secretory md selim criticises tmc

মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে বিস্ফোরক মহম্মদ সেলিম (Salim Criticises TMC) ৷ ‘‘চেহারায় দাগ থাকলে আয়না বারবার মুছে কোন লাভ হবে না। চেহারার দাগের অংশটাকে কেটে ফেলতে হবে। অথবা, চেহারাটাকে বদলে ফেলতে হবে। আয়না মুছে কোনও লাভ হবে না ৷’’ মহম্মদ সেলিম ৷

Selim Criticises TMC
মন্ত্রিসভার রদবদল নিয়ে শাসকদলকে তোপ সেলিমের
author img

By

Published : Aug 1, 2022, 10:35 PM IST

Updated : Aug 1, 2022, 10:52 PM IST

কলকাতা, 1 অগস্ট: আগামী বুধবার রাজ্যে মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Salim Criticises TMC) । তাঁর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক সংখ্যা বেশি থাকলে অনেকদিন আগেই রাজ্য সরকারের পরিবর্তন ঘটত । বিজেপি বিধায়কদের সঙ্গে অভিষেক পন্থী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নতুন সরকার গঠন হত । সেলিম বলেন, "লিখে নাও অভিষেকের সঙ্গে যদি সেই সংখ্যক তৃণমূল বিধায়ক থাকত, সেই সঙ্গে বিজেপি বিধায়ক মিলিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত, তাহলে অনেকদিন আগেই রাজ্যের সরকার পরিবর্তন হত। সেই সংখ্যা নেই বলেই সততার প্রতীক যতই মলিন হোক তার আঁচল ধরেই ভোট জিততে হবে।"

মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে বিস্ফোরক মহম্মদ সেলিম

প্রসঙ্গত, একাধিক মন্ত্রীর মৃত্যু, নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির কারণে রাজ্য মন্ত্রিসভার রদবদল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার নতুন মুখ দেখা যেতে পারে। এই মন্ত্রিসভা গঠন প্রসঙ্গেই অভিষেককে কটাক্ষ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷ মহম্মদ সেলিমের কথায়, "কসমেটিক সার্জারি হবে । নতুন মন্ত্রিসভা তৈরি করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হবে । সবই তো একইভাবে তৈরি। কোনও লাভ হবে না।"

আরও পড়ুন: MD Selim Criticises Mamata: সংকটমোচনে দিল্লি যাচ্ছেন মমতা, কটাক্ষ সেলিমের

জেলা ভাগ প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘প্রথম ভেবেছিলাম বানান ভুল 7 টা জেল হবে, জেলা নয়। জেল করায় যেতে পারত। এত দুর্নীতি, এত চোরে ভরে গেছে তো।" একই সঙ্গে সেলিমের অভিযোগ নতুন জেলা বা কোনও কিছু করতে গেলে বিধানসভায় আলোচনা কেন হল না ? সর্বদলীয় বৈঠক করতে পারতেন ! অনেক সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হত ৷ কোনও কিছুই হল না ৷

কলকাতা, 1 অগস্ট: আগামী বুধবার রাজ্যে মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Salim Criticises TMC) । তাঁর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক সংখ্যা বেশি থাকলে অনেকদিন আগেই রাজ্য সরকারের পরিবর্তন ঘটত । বিজেপি বিধায়কদের সঙ্গে অভিষেক পন্থী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নতুন সরকার গঠন হত । সেলিম বলেন, "লিখে নাও অভিষেকের সঙ্গে যদি সেই সংখ্যক তৃণমূল বিধায়ক থাকত, সেই সঙ্গে বিজেপি বিধায়ক মিলিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত, তাহলে অনেকদিন আগেই রাজ্যের সরকার পরিবর্তন হত। সেই সংখ্যা নেই বলেই সততার প্রতীক যতই মলিন হোক তার আঁচল ধরেই ভোট জিততে হবে।"

মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে বিস্ফোরক মহম্মদ সেলিম

প্রসঙ্গত, একাধিক মন্ত্রীর মৃত্যু, নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির কারণে রাজ্য মন্ত্রিসভার রদবদল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার নতুন মুখ দেখা যেতে পারে। এই মন্ত্রিসভা গঠন প্রসঙ্গেই অভিষেককে কটাক্ষ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷ মহম্মদ সেলিমের কথায়, "কসমেটিক সার্জারি হবে । নতুন মন্ত্রিসভা তৈরি করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হবে । সবই তো একইভাবে তৈরি। কোনও লাভ হবে না।"

আরও পড়ুন: MD Selim Criticises Mamata: সংকটমোচনে দিল্লি যাচ্ছেন মমতা, কটাক্ষ সেলিমের

জেলা ভাগ প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘প্রথম ভেবেছিলাম বানান ভুল 7 টা জেল হবে, জেলা নয়। জেল করায় যেতে পারত। এত দুর্নীতি, এত চোরে ভরে গেছে তো।" একই সঙ্গে সেলিমের অভিযোগ নতুন জেলা বা কোনও কিছু করতে গেলে বিধানসভায় আলোচনা কেন হল না ? সর্বদলীয় বৈঠক করতে পারতেন ! অনেক সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হত ৷ কোনও কিছুই হল না ৷

Last Updated : Aug 1, 2022, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.