কলকাতা, 8 সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (CPIM State Secretary Md Salim) বিরুদ্ধে ৷
বৃহস্পতিবার মহম্মদ সেলিম বলেছেন, "কিসের কল্যাণ ? যারা মানুষের অকল্যাণ করে বেড়ায় ! যারা এ রাজ্যের অকল্যাণ করেছে, তাদের জিভ লক লক করছে ? কিসের জন্য করছে ? টাকার জন্য লক লক করছে ? নোলা ঝরে পড়ছে ? টাকার পাহাড় দেখে ? অনুব্রতর টাকার ভাগ পেতেন বলে তার পাশে দাঁড়িয়েছেন । আর পাথর টাকার ভাগ অপার কাছে যেতে বলে দুঃখ প্রকাশ করেছেন ? তাকে ছেঁটে ফেলেছেন ? কিসের জিভ লকলক ? জিভ লকলক কাকে বলে ? এক আমি দেখেছি কিছু কুকুরের লকলক করে । হাইব্রিড কুকুরের জিভ বেশি লম্বা হয় এবং লকলকটা বেশি করে ।’’
সেলিমের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷ প্রশ্ন উঠেছে যে কেন এই মন্তব্য করলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক ? প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোরে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশেষ অধিবেশন করে তৃণমূল । সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেন । কল্যাণের সেই কথার রেশ টেনে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমারও জিভ লকলক করে কল্যাণের মতো বলতে ।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকেই হাতিয়ার করে মহম্মদ সেলিম ওই মন্তব্য করেন । একই সঙ্গে সেলিমের সংযোজন, ‘‘ছোটবেলায় মা-বাবা বলতো কেউ যদি লোভ দেখায় তখন নোলা ঝরে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ভোজন রসিক নন । কিন্তু তাঁর কথায় যেটুকু বুঝলাম, টাকার জন্যই তাঁর জিভ লকলক করছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আর যদি উনি বলেন কথা বলার জন্য, তাহলে বলবো শিক্ষিত সভ্য মানুষ যেভাবে ব্যবহার করে, চিন্তা ভাবনা করে, সুন্দর করে ভালোভাবে কথা বলার জন্য । আবেগপ্রবণ মানুষ হৃদয়কে কাজে লাগিয়ে কথা বলেন । আর কিছু জীবজন্তু থাকে, যারা শুধু জিভ নেড়েই আলোচনা করে ৷ কিন্তু এই প্রথম জানলাম আমাদের মুখ্যমন্ত্রীর জিভ লকলক করছে গালাগাল দেওয়ার জন্য । আসলে যে অকল্যাণকর লোকজন আছে, তাদের পিঠ চাপড়ে দিতে এ সমস্ত বলছেন ।"
আরও পড়ুন : হারানো জমি ফিরে পেতে জেলা নেতাদের তৃণমূলস্তরে পৌঁছানোর পরামর্শ সেলিমের