ETV Bharat / city

CPIM Fund Collection: কৌটো নেড়ে কয়েক কোটি অর্থ সংগ্রহ সিপিএমের, টাকা পৌঁছবে দিল্লিতেও

গণ অর্থ সংগ্রহে সাফল্য সিপিএমের (CPIM Mass Fund Collection) ৷ হুগলি ও বর্ধমানে সংগ্রহ করা টাকার পরিমাণ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে সিপিআইএম রাজ্য নেতৃত্ব ৷

cpim-mass-fund-collection
cpim-mass-fund-collection
author img

By

Published : Sep 11, 2022, 12:28 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: বিধানসভায় শূন্য হলেও, রাজ্যের সিপিআইএম এর গণ অর্থ সংগ্রহে উঠল কয়েক কোটি টাকা (CPIM Mass Fund Collection) ৷ যার কিছুটা অংশ পৌঁছাবে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির কাছে ৷ এই ঘটনায় সিপিআইএমের প্রতি মানুষের সমর্থন নতুন করতে ফিরছে বলে দাবি আলিমুদ্দিন স্ট্রিটের ৷ আর এই দাবির কারণ হিসাবে জানানো হয়েছে, এ বছর সিপিআইএমের টাকা সংগ্রহে মানুষের তরফে তেমন রিফিউজাল ছিল না ৷ সিপিআইএমের জেলা সম্পাদকরা রাজ্য নেতৃত্বকে এমনটাই রিপোর্ট দিয়েছেন ৷

অর্থ সংগ্রহ করতে বেরিয়ে সিপিআইএম কর্মীরা যেখানেই গিয়েছেন, কেউই তাঁদের ফেরাননি ৷ 5, 10, 15 ও 20 টাকা করে প্রায় প্রত্যেকেই দিয়েছেন (CPIM Money Collection) ৷ সবমিলিয়ে রাজ্যজুড়ে কৌটো নেড়ে কয়েক সিপিআইএম কয়েক কোটি টাকা অর্থ সংগ্রহ মুজাফফর আহমেদ ভবন সূত্রে খবর। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইটিভি ভারতকে বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন জেলা কমিটিগুলি গণ-অর্থ সংগ্রহ শুরু করেছে ৷ হুগলি আর বর্ধমান মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে গেছে ৷ বাকি জেলাগুলিও নিজেদের মতো গণ-অর্থ সংগ্রহ করছে ৷’’

সিপিআইএম সূত্রে খবর, জনসংযোগ বৃদ্ধিতে পঞ্চায়েত নির্বাচনের আগে অর্থ সংগ্রহ শুরু করে সিপিএমের হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব ৷ তারমধ্যে হুগলি জেলায় প্রায় 50 লক্ষ টাকা উঠেছে ৷ বর্ধমানে তার থেকেও বেশি টাকা তুলেছে সিপিআইএম নেতারা ৷ যদিও এখনও পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ করা গেছে তার হিসেব রাজ্য সিপিআইএমের কাছে পৌঁছায়নি ৷ এছাড়াও, সারা বছরই জেলা সিপিআইএমের কমিটিগুলি টাকা তোলে সাধারণ মানুষের থেকে ৷

আরও পড়ুন: হারানো জমি ফেরাতে নয়া পদক্ষেপ সিপিএমের, তৈরি ঝটিকা বাহিনী

সিপিআইএমের কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন,‘‘আমরা প্রতি মাসেই চার থেকে সাড়ে চার লক্ষ টাকা জেলা কমিটি থেকে সংগ্রহ করি ৷ তবে, জনসংযোগ বৃদ্ধিতে পঞ্চায়েত নির্বাচনের আগে যে, অর্থ সংগ্রহ শুরু করেছিল বিভিন্ন জেলা, তা কলকাতা জেলার ক্ষেত্রে এখনও শুরু হয়নি ৷ আগামী দিনে তার সম্ভাবনা আছে ৷’’

তবে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের থেকে সংগ্রহ করা এই বিপুল পরিমাণ টাকা কিসে খরচ করবে সিপিআইএম নেতৃত্ব ? এ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD.Salim) বলেন, ‘‘বিভিন্ন মিটিং মিছিল থেকে শুরু করে, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলনে এই টাকা খরচ করা হবে ৷ তার পর যে টাকা অবশিষ্ট থাকবে তা জেলা কমিটির নেতৃত্বের কাছে হস্তান্তর করব ৷ একইভাবে জেলা কমিটিও জেলা স্তরে বড় মিটিং মিছিল থেকে শুরু করে আন্দোলন করবে ওই টাকায় ৷ এই ভাবেই প্রতিটি জেলা থেকে আসা অর্থ রাজ্য নেতৃত্বের কাছে বাঁচবে, তা বিভিন্ন কাজে খরচ করা হবে ৷ সেখান থেকেই কিছু টাকা কেন্দ্রীয় সিপিআইএম নেতৃত্বের কাছে আমরা পাঠাবো ৷’’

কলকাতা, 11 সেপ্টেম্বর: বিধানসভায় শূন্য হলেও, রাজ্যের সিপিআইএম এর গণ অর্থ সংগ্রহে উঠল কয়েক কোটি টাকা (CPIM Mass Fund Collection) ৷ যার কিছুটা অংশ পৌঁছাবে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির কাছে ৷ এই ঘটনায় সিপিআইএমের প্রতি মানুষের সমর্থন নতুন করতে ফিরছে বলে দাবি আলিমুদ্দিন স্ট্রিটের ৷ আর এই দাবির কারণ হিসাবে জানানো হয়েছে, এ বছর সিপিআইএমের টাকা সংগ্রহে মানুষের তরফে তেমন রিফিউজাল ছিল না ৷ সিপিআইএমের জেলা সম্পাদকরা রাজ্য নেতৃত্বকে এমনটাই রিপোর্ট দিয়েছেন ৷

অর্থ সংগ্রহ করতে বেরিয়ে সিপিআইএম কর্মীরা যেখানেই গিয়েছেন, কেউই তাঁদের ফেরাননি ৷ 5, 10, 15 ও 20 টাকা করে প্রায় প্রত্যেকেই দিয়েছেন (CPIM Money Collection) ৷ সবমিলিয়ে রাজ্যজুড়ে কৌটো নেড়ে কয়েক সিপিআইএম কয়েক কোটি টাকা অর্থ সংগ্রহ মুজাফফর আহমেদ ভবন সূত্রে খবর। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইটিভি ভারতকে বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন জেলা কমিটিগুলি গণ-অর্থ সংগ্রহ শুরু করেছে ৷ হুগলি আর বর্ধমান মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে গেছে ৷ বাকি জেলাগুলিও নিজেদের মতো গণ-অর্থ সংগ্রহ করছে ৷’’

সিপিআইএম সূত্রে খবর, জনসংযোগ বৃদ্ধিতে পঞ্চায়েত নির্বাচনের আগে অর্থ সংগ্রহ শুরু করে সিপিএমের হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব ৷ তারমধ্যে হুগলি জেলায় প্রায় 50 লক্ষ টাকা উঠেছে ৷ বর্ধমানে তার থেকেও বেশি টাকা তুলেছে সিপিআইএম নেতারা ৷ যদিও এখনও পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ করা গেছে তার হিসেব রাজ্য সিপিআইএমের কাছে পৌঁছায়নি ৷ এছাড়াও, সারা বছরই জেলা সিপিআইএমের কমিটিগুলি টাকা তোলে সাধারণ মানুষের থেকে ৷

আরও পড়ুন: হারানো জমি ফেরাতে নয়া পদক্ষেপ সিপিএমের, তৈরি ঝটিকা বাহিনী

সিপিআইএমের কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেন,‘‘আমরা প্রতি মাসেই চার থেকে সাড়ে চার লক্ষ টাকা জেলা কমিটি থেকে সংগ্রহ করি ৷ তবে, জনসংযোগ বৃদ্ধিতে পঞ্চায়েত নির্বাচনের আগে যে, অর্থ সংগ্রহ শুরু করেছিল বিভিন্ন জেলা, তা কলকাতা জেলার ক্ষেত্রে এখনও শুরু হয়নি ৷ আগামী দিনে তার সম্ভাবনা আছে ৷’’

তবে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের থেকে সংগ্রহ করা এই বিপুল পরিমাণ টাকা কিসে খরচ করবে সিপিআইএম নেতৃত্ব ? এ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD.Salim) বলেন, ‘‘বিভিন্ন মিটিং মিছিল থেকে শুরু করে, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলনে এই টাকা খরচ করা হবে ৷ তার পর যে টাকা অবশিষ্ট থাকবে তা জেলা কমিটির নেতৃত্বের কাছে হস্তান্তর করব ৷ একইভাবে জেলা কমিটিও জেলা স্তরে বড় মিটিং মিছিল থেকে শুরু করে আন্দোলন করবে ওই টাকায় ৷ এই ভাবেই প্রতিটি জেলা থেকে আসা অর্থ রাজ্য নেতৃত্বের কাছে বাঁচবে, তা বিভিন্ন কাজে খরচ করা হবে ৷ সেখান থেকেই কিছু টাকা কেন্দ্রীয় সিপিআইএম নেতৃত্বের কাছে আমরা পাঠাবো ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.