ETV Bharat / city

Sujan Slams TMC: তৃণমূলের সবটাই কালো, নিয়োগ দুর্নীতিতে ডায়েরি উদ্ধার নিয়ে কটাক্ষ সুজনের - ED

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কালো ডায়েরি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, তৃণমূলের সবটাই কালো ৷

CPIM Leader Sujan Chakraborty Slams TMC on SSC Recruitment Scam
Sujan Slams TMC: তৃণমূলের সবটাই কালো, নিয়োগ দুর্নীতিতে ডায়েরি উদ্ধার নিয়ে কটাক্ষ সুজনের
author img

By

Published : Jul 26, 2022, 7:56 PM IST

কলকাতা, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি এখন আলোচনার কেন্দ্রেবিন্দুতে । এমনকি ইডি (ED) আধিকারিকরাও ওই কালো ডায়েরিতে কী আছে, তা জানতে হাতের লেখা বিশারদদের দ্বারস্থ হয়েছেন । ফলে, সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনার শেষ নেই । আর এই কালো ডায়েরির প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তীব্র কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।

সুজনের দাবি, "তৃণমূলের তো পুরোটাই কালো । পশ্চিমবাংলায় যা চলছে, তার সবটাই কালো । দুর্নীতি, লুঠ, পাচারের ব্যবস্থা, সবই তো কালো । কালো ডায়েরিতে উনি কী লিখে রেখেছেন, তা আমি জানি না । কোথা থেকে টাকা নিয়েছেন, কোথায় টাকা দেবেন । কী কারণে নিয়েছেন, কী কারণে দেবেন লেখা আছে কি না আমি জানি না । বলতে পারব না ।"

সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে সুজন আরও বলেন, "সারদা কাণ্ডে দেখেছিলাম লাল ডায়েরি । রাজীব কুমার মুখ্যমন্ত্রীর প্রাণ ভোমরা হয়ে গেল । তাঁকে বাঁচাতে রাস্তায় বসে পড়লেন । যদি রাজীব কুমারের লাল ডায়েরিটা বেরিয়ে পড়ে । আমি জানি না কালো ডায়েরিটা কী করবেন ওঁরা । লাল ডায়েরি, কালো ডায়েরি যাই হোক না কেন, বাংলার মানুষ বুঝে গিয়েছে , বাংলার সর্বনাশ করার বাহিনী তৃণমূল ।’’

সুজনের আরও অভিযোগ, ‘‘দুর্নীতি মামলা ধামাচাপা দেওয়ার জন্য নানা রকম চেষ্টা করছে । তাই ইডিকে দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে হবে । জেলের ঘানি টানাতে হবে তো । শুধু কানে গায়ে থেমে থাকলে হবে না । মাথা ধরতে হবে ৷ আসল উৎস কালীঘাট । সেখানে যেতে হবে ।"

আরও পড়ুন : Teachers Recruitment Scam: উদ্ধার হওয়া কালো ডায়েরিতে কী আছে ? হাতের লেখা বিশারদের দ্বারস্থ ইডি

কলকাতা, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি এখন আলোচনার কেন্দ্রেবিন্দুতে । এমনকি ইডি (ED) আধিকারিকরাও ওই কালো ডায়েরিতে কী আছে, তা জানতে হাতের লেখা বিশারদদের দ্বারস্থ হয়েছেন । ফলে, সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনার শেষ নেই । আর এই কালো ডায়েরির প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তীব্র কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।

সুজনের দাবি, "তৃণমূলের তো পুরোটাই কালো । পশ্চিমবাংলায় যা চলছে, তার সবটাই কালো । দুর্নীতি, লুঠ, পাচারের ব্যবস্থা, সবই তো কালো । কালো ডায়েরিতে উনি কী লিখে রেখেছেন, তা আমি জানি না । কোথা থেকে টাকা নিয়েছেন, কোথায় টাকা দেবেন । কী কারণে নিয়েছেন, কী কারণে দেবেন লেখা আছে কি না আমি জানি না । বলতে পারব না ।"

সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে সুজন আরও বলেন, "সারদা কাণ্ডে দেখেছিলাম লাল ডায়েরি । রাজীব কুমার মুখ্যমন্ত্রীর প্রাণ ভোমরা হয়ে গেল । তাঁকে বাঁচাতে রাস্তায় বসে পড়লেন । যদি রাজীব কুমারের লাল ডায়েরিটা বেরিয়ে পড়ে । আমি জানি না কালো ডায়েরিটা কী করবেন ওঁরা । লাল ডায়েরি, কালো ডায়েরি যাই হোক না কেন, বাংলার মানুষ বুঝে গিয়েছে , বাংলার সর্বনাশ করার বাহিনী তৃণমূল ।’’

সুজনের আরও অভিযোগ, ‘‘দুর্নীতি মামলা ধামাচাপা দেওয়ার জন্য নানা রকম চেষ্টা করছে । তাই ইডিকে দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে হবে । জেলের ঘানি টানাতে হবে তো । শুধু কানে গায়ে থেমে থাকলে হবে না । মাথা ধরতে হবে ৷ আসল উৎস কালীঘাট । সেখানে যেতে হবে ।"

আরও পড়ুন : Teachers Recruitment Scam: উদ্ধার হওয়া কালো ডায়েরিতে কী আছে ? হাতের লেখা বিশারদের দ্বারস্থ ইডি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.